বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 1 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025
WBTA Higher Secondary Test Paper 2025 (WBTA DISTRICT QUESTIONS) : Bengali A
বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 1 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025
I (Page No. – **)
KOLKATA DISTRICT QUESTION
BENGALI (Group-A)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮
১.১ ‘ভাত’ গল্পে চাল কোথা থেকে আসত?
- (ক) জমি থেকে
- (খ) গুদাম থেকে
- (গ) গোলা থেকে
- (ঘ) বাদা থেকে
উত্তর: Show
(ঘ) বাদা থেকে
১.২ “একটা কাজ করে দিতে হবে ভাই”-আলোচ্য উক্তিটির বক্তা কে?
- (ক) মৃত্যুঞ্জয়
- (খ) নিখিল
- (গ) নিখিলের আত্মীয়
- (ঘ) টুনুর মা
উত্তর: Show
(ক) মৃত্যুঞ্জয়
১.৩ “এট্টা লোক্ ক-দিন খায়নি শুনছ?’ – ‘এট্টা লোক’ বলতে কার কথা বলা হয়েছে –
- (ক) বাসিনীর কথা
- (খ) উচ্ছবের কথা
- (গ) তান্ত্রিকের কথা
- (ঘ) নার্সের কথা
উত্তর: Show
(খ) উচ্ছবের কথা
১.৪ ‘ফজর’ কথাটির অর্থ কী?
- (ক) দুপুর
- (খ) রাত
- (গ) ভোর
- (ঘ) বিকেল
উত্তর: Show
(গ) ভোর
১.৫ “আমার আর টুনুর মা’র একবেলার ভাত বিলিয়ে দি।” – টুনুর মার পরিচয় –
- (ক) নিখিলের স্ত্রী
- (খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
- (গ) নিখিলের বোন
- (ঘ) মৃত্যুঞ্জয়ের সহকর্মী
উত্তর: Show
(খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
১.৬ “একটা অদ্ভুত শব্দ।” – কীসের শব্দ?
- (ক) চিতাবাঘিনীর গর্জনের শব্দ
- (খ) হরিণীর চিৎকারের শব্দ
- (গ) রোগা শালিকের ছটফটানির শব্দ
- (ঘ) বন্দুকের গুলির শব্দ
উত্তর: Show
(ঘ) বন্দুকের গুলির শব্দ
১.৭ কবির কাছে সত্যের স্বরূপ –
- (ক) কঠিন
- (খ) সরল
- (গ) সহজ
- (ঘ) শিথিল
উত্তর: Show
(ক) কঠিন
১.৮ কোথায় বহুদিন কবির দিন কাটেনি?
- (ক) বাগানের বাড়িতে
- (খ) সমুদ্রের ধারে
- (গ) জঙ্গলে
- (ঘ) স্কুলে- কলেজে
উত্তর: Show
(গ) জঙ্গলে
১.৯ ‘যে মেয়ে নিখোঁজ ‘- ‘নিখোঁজ’ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল?
- (ক) স্কুলে
- (খ) জঙ্গলে
- (গ) পোড়ো বাড়িতে
- (ঘ) রাস্তায়
উত্তর: Show
(খ) জঙ্গলে
১.১০ “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।” – কে, কাকে কথাগুলি বলেছিল?
- (ক) বৌদি শম্ভুকে
- (খ) শম্ভু অমরকে
- (গ) অমর শম্ভুকে
- (ঘ) অমর বৌদিকে
উত্তর: Show
(খ) শম্ভু অমরকে
১.১১ “আরে সব সময় aesthetic দিক দেখলেই চলে?” aesthetic দিক বলতে বোঝায়-
- (ক) উদ্ভট দিক
- (খ) বিমূর্ত দিক
- (গ) নান্দনিক দিক
- (ঘ) নেতিবাচক দিক
উত্তর: Show
(গ) নান্দনিক দিক
অথবা, ‘ঔরঙ্গজীব অরি মহম্মদের সিনটা’ – সিনটা যে নাটকের –
- (ক) মেবার পতন
- (খ) সাজাহান
- (গ) রক্তকরবী
- (ঘ) নবান্ন
উত্তর: Show
(খ) সাজাহান
১.১২ ‘বিভাব’ নাটকের শম্ভু চরিত্রটি বাস্তব জীবনের –
- (ক) শম্ভু বন্দ্যোপাধ্যায়
- (খ) শম্ভু মিত্র
- (গ) শম্ভু ঘটক
- (ঘ) শম্ভু ভট্টাচার্য
উত্তর: Show
(খ) শম্ভু মিত্র
অথবা, পেশাদারি মঞ্চের মাঝখানে ওলটানো রয়েছে –
- (ক) একটি চেয়ার
- (খ) একটি টেবিল
- (গ) একটি টুল
- (ঘ) একটি চৌকি
উত্তর: Show
(গ) একটি টুল
১.১৩ কে সাত বছরের যুদ্ধে জিতেছিল –
- (ক) ফিলিপ
- (খ) আলেকজান্ডার
- (গ) জুলিয়াস সিজার
- (ঘ) দ্বিতীয় ফ্রেডারিক
উত্তর: Show
(ঘ) দ্বিতীয় ফ্রেডারিক
অথবা, ‘ক্ষিপ্ত হয়ে বড় পাথরের চাঙড় গড়িয়ে দেয়।’ – কে বড়ো পাথরের চাঙড় গড়িয়ে দেয়?
- (ক) গুরু নানক
- (খ) মর্দানা
- (গ) বলী কান্ধারী
- (ঘ) জনৈক ব্যক্তি
উত্তর: Show
(খ) মর্দানা
১.১৪ অভিধানে ‘পট’ শব্দটির অর্থ হল –
- (ক) ছায়া
- (খ) চিত্র
- (গ) ক্যালেন্ডার
- (ঘ) আলপনা
উত্তর: Show
(খ) চিত্র
১.১৫ প্রথম নির্বাক চলচ্চিত্র ভারতের –
- (ক) বিল্বমঙ্গল
- (খ) রাজা হরিশচন্দ্র
- (গ) জামাইষষ্ঠী
- (ঘ) নল-দয়মন্তী
উত্তর: Show
(খ) রাজা হরিশচন্দ্র
১.১৬ ভারতীয় উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পথিকৃতের কাজ করার জন্য ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয় –
- (ক) আচার্য জগদীশচন্দ্র বসুকে
- (খ) ড. উইলিয়াম রকসবার্গকে
- (গ) সত্যেন্দ্রনাথ বসুকে
- (ঘ) সূর্যেন্দু বিকাশ করমহাপাত্রকে
উত্তর: Show
(খ) ড. উইলিয়াম রকসবার্গকে
১.১৭ বাংলা বর্ণমালায় স্বরধ্বনি পাওয়া যায় –
- (ক) ৯ টি
- (খ) ১০ টি
- (গ) ১১ টি
- (ঘ) ১২ টি
উত্তর: Show
(ঘ) ১২ টি
১.১৮ সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে –
- (ক) তিনটি
- (খ) দুটি
- (গ) চারটি
- (ঘ) একটি
উত্তর: Show
(ঘ) একটি