বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 2 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025
WBTA Higher Secondary Test Paper 2025 (WBTA DISTRICT QUESTIONS) : Bengali A
বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 2 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025
II (Page No. – **)
HOOGHLY DISTRICT QUESTION
BENGALI (Group-A)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮
১.১ ‘কালো বিড়ালের লোম আনতে গেছে’-কে কালো বিড়ালের লোম আনতে গেছে-
- (ক) সেজো ছেলে
- (খ) ভজাই চাকর
- (গ) উচ্ছব
- (ঘ) ভজন চাকর
উত্তর: Show
(ঘ) ভজন চাকর
১.২ “দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, তারপর একসময় বেরিয়ে যায়।”-কার এই পরিবর্তন-
- (ক) নিখিলের
- (খ) টুনুর মায়ের
- (গ) মৃত্যুঞ্জয়ের
- (ঘ) নিখিলের অফিসের বড়বাবুর
উত্তর: Show
(গ) মৃত্যুঞ্জয়ের
১.৩ “তুমিও ঝেয়ে বামুন হয়েছ?”- ‘তুমিও’ বলতে এখানে কার কথা বলা হয়েছে-
- (ক) উচ্ছবের কথা
- (খ) ভজন চাকরের কথা
- (গ) বাসিনীর কথা
- (ঘ) সাধনের কথা
উত্তর: Show
(গ) বাসিনীর কথা
১.৪ “এই অকাল দুর্যোগে…. বিশেষ ক্ষতি হবে” কীসের ক্ষতি হবে-
- (ক) গমের
- (খ) সরষের
- (গ) ধানের
- (ঘ) পাটের
উত্তর: Show
(গ) ধানের
১.৫ ‘দাড়িতে মুখ ঢেকে যায়’-কার কথা এখানে বলা হয়েছে-
- (ক) নিখিলের
- (খ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের
- (গ) মৃত্যুঞ্জয়ের বাড়ির চাকরের
- (ঘ) মৃত্যুঞ্জয়ের
উত্তর: Show
(ঘ) মৃত্যুঞ্জয়ের
১.৬ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতাটি যে জাতীয় কবিতা-
- (ক) রোমান্টিক
- (খ) রোম্যান্টিক মিস্টিক
- (গ) বাস্তববাদী
- (ঘ) পরাবাস্তববাদী
উত্তর: Show
(ঘ) পরাবাস্তববাদী
১.৭ আঘাতে আঘাতে/বেদনায় বেদনায় – কবি কাকে চিনলেন-
- (ক) আপনজনেদের
- (খ) আপনারে
- (গ) প্রতিবেশীদের
- (ঘ) পুত্রকন্যাদের
উত্তর: Show
(খ) আপনারে
১.৮ ‘গাছ, তুলে আনো’-যাদের উদ্দেশ্যে বলা-
- (ক) ধনীদের উদ্দেশ্যে
- (খ) শহরের মেয়রের উদ্দেশ্যে
- (গ) পরিবেশসচেতন মানুষের উদ্দেশ্যে
- (ঘ) মজুরদের উদ্দেশ্যে
উত্তর: Show
(গ) পরিবেশসচেতন মানুষের উদ্দেশ্যে
১.৯ ‘না-ই যদি হয় ক্রোধ’-এই ক্রোধের কারণ কী-
- (ক) নিহত বোনের শব দেখা
- (খ) নিহত মায়ের শব দেখা
- (গ) নিহত ভাইয়ের শব দেখা
- (ঘ) নিহত বন্ধুর শব দেখা
উত্তর: Show
(গ) নিহত ভাইয়ের শব দেখা
১.১০ “আর বংশদণ্ড বলেও একটা কথা আছে।”- বংশদণ্ড বলতে বোঝায়-
- (ক) বাঁশের তৈরি বাঁশি
- (খ) বাঁশের লাঠি
- (গ) বাঁশের সরু ফালি
- (ঘ) বংশের প্রদীপ
উত্তর: Show
(খ) বাঁশের লাঠি
১.১১ “রাজা রথারোহণম্ নাটয়তি।”-কথাটির অর্থ-
- (ক) রাজা রথে চড়লেন
- (খ) রাজা রথ থেকে নামলেন
- (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
- (ঘ) রাজা রথ থেকে পড়ে গেলেন
উত্তর: Show
(গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
অথবা, “কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা! এ রামব্রিজ।”-রামব্রিজ কে-
- (ক) দলের অভিনেতা
- (খ) দলের মালিক
- (গ) মঞ্চের দারোয়ান
- (ঘ) দলের পরিচালক
উত্তর: Show
(গ) মঞ্চের দারোয়ান
১.১২ ‘বৌদি’ বলতে যার কথা বলা হয়েছে, তিনি হলেন-
- (ক) শাঁওলী মিত্র
- (খ) সুদেয়া মিত্র
- (গ) মহাশ্বেতা মিত্র
- (ঘ) তৃপ্তি মিত্র
উত্তর: Show
(ঘ) তৃপ্তি মিত্র
অথবা, “শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে।”-কী বয়ে চলেছে-
- (ক) ক্রোধ
- (খ) ভালোবাসা
- (গ) প্রতিভা
- (ঘ) পরশ্রীকাতরতা
উত্তর: Show
(গ) প্রতিভা
১.১৩ “দশ-দশ বছরে এক-একজন মহামানব”-এখানে ‘মহামানব’ শব্দটি যে অর্থে প্রযুক্ত-
- (ক) মহাপুরুষ
- (খ) পরাক্রমী শাসক
- (গ) অত্যাচারী
- (ঘ) ভণ্ড
উত্তর: Show
(খ) পরাক্রমী শাসক
অথবা, ‘…. আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন’-
- (ক) গুরু নানক
- (খ) বলী কান্ধারী
- (গ) মর্দানা
- (ঘ) গুরুগোবিন্দ সিংহ
উত্তর: Show
(ক) গুরু নানক
১.১৪ কলাভবনের প্রথম আচার্য হলেন-
- (ক) অবনীন্দ্রনাথ
- (খ) গগনেন্দ্রনাথ
- (গ) রবীন্দ্রনাথ
- (ঘ) নন্দলাল বসু
উত্তর: Show
(ঘ) নন্দলাল বসু
১.১৫ ‘সিনেমা’ শব্দটি এসেছে-
- (ক) জাপানি শব্দ কিনেমা থেকে
- (খ) জার্মান শব্দ কিনেমা থেকে
- (গ) ইংরেজি শব্দ কিনেমা থেকে
- (ঘ) গ্রিক শব্দ কিনেমা থেকে
উত্তর: Show
(ঘ) গ্রিক শব্দ কিনেমা থেকে
১.১৬ বনফুল (বলাই চাঁদ মুখোপাধ্যায়) তাঁর ‘অগ্নীশ্বর’ উপন্যাসে যে চিকিৎসকের জীবন অবলম্বনে রচনা করেছিলেন, তাঁর নাম-
- (ক) অরবিন্দ মুখোপাধ্যায়
- (খ) লাল মাধব মুখোপাধ্যায়
- (গ) বনবিহারী মুখোপাধ্যায়
- (ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: Show
(গ) বনবিহারী মুখোপাধ্যায়
১.১৭ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার-
- (ক) সাত প্রকার
- (খ) পাঁচ প্রকার
- (গ) চার প্রকার
- (ঘ) তিন প্রকার
উত্তর: Show
(খ) পাঁচ প্রকার
১.১৮ যৌগিক বাক্যে একাধিক সরল ও স্বাধীন বাক্য বা স্বাধীন খন্ডবাক্যগুলি কার দ্বারা সংযুক্ত হয়-
- (ক) ক্রিয়াপদ
- (খ) সংযোজক
- (গ) নামপদ
- (ঘ) সমাসবদ্ধ পদ
উত্তর: Show
(খ) সংযোজক