বাংলা ক – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-1 ABTA HS Test Paper Solution 2024-2025)
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
I (Page No. – 9)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(i) “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু …”-
- (ক) আলসে প্রকৃতির লোক
- (খ) সাহসী প্রকৃতির লোক
- (গ) ভীরু প্রকৃতির লোক
- (ঘ) চালাক প্রকৃতির লোক।
উত্তর: Show
(ক) আলসে প্রকৃতির লোক
(ii) বড়ো বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন্ চাল রান্না হয়?-
- (ক) রামশাল
- (খ) কনকপানি
- (গ) পদ্মজালি
- (ঘ) ঝিঙেশাল।
উত্তর: Show
(ক) রামশাল
(iii) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”- চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?
- (ক) দোকান বন্ধ করতে
- (খ) দাঙ্গা থামাতে
- (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে
- (ঘ) বুড়ির সেবা করতে।
উত্তর: Show
(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে
(iv) কবি জীবনকে আমৃত্যু কীসের তপস্যা বলেছেন?-
- (ক) সুখের
- (খ) সত্যের
- (গ) দুঃখের
- (ঘ) কঠিনের।
উত্তর: Show
(গ) দুঃখের
(v) “নদীর জল… পাপড়ির মত লাল।”- কীসের পাপড়ি?
- (ক) জবা ফুলের
- (খ) শিমূল ফুলের
- (গ) গোলাপ ফুলের
- (ঘ) মচকা ফুলের।
উত্তর: Show
(ঘ) মচকা ফুলের
(vi) মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন?-
- (ক) মাদলের শব্দ
- (খ) কয়লাখনির শব্দ
- (গ) জলস্রোতের শব্দ
- (ঘ) শিশির পতনের শব্দ।
উত্তর: Show
(খ) কয়লাখনির শব্দ
(vii) “গাছের সবুজটুকু শরীরে” কীসের জন্য দরকার?-
- (ক) প্রসাধনের জন্য
- (খ) বুদ্ধির বিকাশের জন্য
- (গ) পুষ্টির জন্য
- (ঘ) আরোগ্যের জন্য।
উত্তর: Show
(ঘ) আরোগ্যের জন্য
(viii) “যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ হল-
- (ক) লোকের অভাব
- (খ) টাকার অভাব
- (গ) ইচ্ছার অভাব
- (ঘ) সামগ্রীর অভাব।
উত্তর: Show
(ক) লোকের অভাব
(ix) “রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ”- কার কাজ?
- (ক) বড়ো বউ
- (খ) ছোটো বউ
- (গ) পিসিমা
- (ঘ) মেজো বউ।
উত্তর: Show
(ঘ) মেজো বউ
(x) “এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল”- জাপানি থিয়েটারটি ছিল-
- (ক) কাবুকি
- (খ) নো
- (গ) বানরাকু
- (ঘ) কিয়োজান।
উত্তর: Show
(ক) কাবুকি
অথবা, (xi) “আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক”- পাগল কাকে বলা হয়েছে?-
- (ক) কালীনাথকে
- (খ) প্রম্পটারকে
- (গ) রজনীকে
- (ঘ) রামব্রীজকে।
উত্তর: Show
(ঘ) রামব্রীজকে
(xii) থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন-
- (ক) পোস্ট অফিসে
- (খ) কলেজে
- (গ) স্কুলে
- (ঘ) পুলিশে।
উত্তর: Show
(ঘ) পুলিশে
অথবা, (xiii) রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-
- (ক) আইজেনস্টাইন
- (খ) রুশো
- (গ) প্লেটো
- (ঘ) আইনস্টাইন
উত্তর: Show
(ক) আইজেনস্টাইন
(xiv) “শাহাজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে”- যে নাটকের অংশ-
- (ক) মেবার পতন
- (খ) রিজিয়া
- (গ) চন্দ্রগুপ্ত
- (ঘ) শাজাহান।
উত্তর: Show
(খ) রিজিয়া
অথবা, (xv) “দু’জনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”-দু’জন কে কে?
- (ক) শম্ভু ও অমর
- (খ) শম্ভু ও যুবক
- (গ) অমর ও বৌদি
- (ঘ) শম্ভু ও বৌদি।
উত্তর: Show
(ক) শম্ভু ও অমর
(xvi) “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল।”- কীসের আবেদন জানানো হল?-
- (ক) ট্রেনটাকে থামানোর
- (খ) ট্রেনটাকে বাতিল করার
- (গ) ট্রেনটাকে চালানোর
- (ঘ) নতুন ট্রেনের ব্যবস্থা করার।
উত্তর: Show
(ক) ট্রেনটাকে থামানোর
অথবা, (xvii) “কে জিতেছিল? একলা সে?” ‘একলা’ বলতে কার কথা বলা হয়েছে?-
- (ক) সিজার
- (খ) দ্বিতীয় ফ্রেডরিক
- (গ) স্পেনের ফিলিপ
- (ঘ) আলেকজান্ডার।
উত্তর: Show
(খ) দ্বিতীয় ফ্রেডরিক
(xviii) ‘ভুবন সোম’ চলচ্চিত্রের স্রষ্টা-
- (ক) তরুণ মজুমদার
- (খ) তপন সিংহ
- (গ) ঋত্বিক ঘটক
- (ঘ) মৃণাল সেন।
উত্তর: Show
(ঘ) মৃণাল সেন
(xix) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম-
- (ক) বিশ্ব পরিচয়
- (খ) অব্যক্ত
- (গ) জিজ্ঞাসা
- (ঘ) জীবনস্মৃতি।
উত্তর: Show
(ক) বিশ্ব পরিচয়
(xx) বাঙালির প্রথম সার্কাসের নাম হল-
- (ক) ন্যাশনাল সার্কাস
- (খ) ইন্টারন্যাশনাল সার্কাস
- (গ) অজন্তা সার্কাস
- (ঘ) অলিম্পিক সার্কাস।
উত্তর: Show
(ক) ন্যাশনাল সার্কাস
(xxi) ‘গুগাবাবা’ শব্দটি হল-
- (ক) মুণ্ডমাল শব্দ
- (খ) অনুকার শব্দ
- (গ) জোড়কলম শব্দ
- (ঘ) পদদ্বৈত।
উত্তর: Show
(ক) মুণ্ডমাল শব্দ
(xxii) বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন-
- (ক) নোয়াম চমস্কি
- (খ) জর্জ গ্রিয়ার্সন
- (গ) ফের্দিনা সোস্যুর
- (ঘ) ব্লুমফিল্ড।
উত্তর: Show
(ঘ) ব্লুমফিল্ড
# ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১× ১২ = ১২
(i) “মৃত্যুঞ্জয় আপিসে যায় না”- মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কী করে?
উত্তর: ‘কে বাঁচায়, কে বাঁচে’ – গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে ঘুরে ঘুরে বেড়ায় এবং দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষগুলোর সাথে আলাপ করে তাদের দুঃখের কাহিনি শোনে।
(ii) “উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি গেল”- কেন এমনটা হয়েছিল?
উত্তর: তুমুল ঝড় বৃষ্টির ফলে মাতলা নদীতে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, যা উৎসব নাইয়ার স্ত্রী-পুত্রসহ কুঁড়ে ঘরকে ভাসিয়ে নিয়ে যায়। ফলে লেখিকা উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি খেয়ে গেল বলে বলেছেন।
(iii) “এই পড়ে বুকে ভরসা এল”- কী পড়ে বুকে ভরসা এল?
উত্তর: রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গিনির্ভর জাপানি ‘কাবুকি’ থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।
অথবা, “সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে…” বক্তা কী বুঝেছিলেন?
উত্তর: থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন।
(iv) “সত্যের দারুণ মূল্য” কীভাবে লাভ করা সম্ভব ‘রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে লেখো।
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ, নিজের জীবনকে উৎসর্গ-এর মধ্য দিয়ে সত্যের দারুন মূল্য লাভ করতে চেয়েছেন।
(v) “টেরিকাটা কয়েকটা মানুষের মাথা”- এই মানুষ কারা?
উত্তর: উত্তর রৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘টেরিকাটা’ শব্দ বন্ধের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ নাগরিক সভ্যতায় অভ্যস্ত ভোগ-লালসার প্রতীক। তারা সিগারেটের ধোঁয়া উড়িয়ে নৃশংসভাবে হত্যালীলায় মগ্ন হয়ে নির্বিচারে অস্ত্র তুলে ধরে।
(vi) “শিশিরে ভেজা সবুজ সকালে” কবি কী দেখতে পান?
উত্তর: কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন।
(vii) শহরের অসুখ কীভাবে কী খায়?
উত্তর: শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।
(viii) ‘বিভাব’ নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন?
উত্তর: শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকে উল্লেখিত আইজেনস্টাইন সাহেব বলতে বিশিষ্ট রাশিয়ান চলচিত্র পরিচালক সের্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইনকে বোঝানো হয়েছে। যিনি চলচিত্রের মাধ্যমে নিজের শিল্পদর্শণ ফুটিয়ে তুলেছিলেন।
অথবা “তখন মনে মনে কত আশা কত প্ল্যান!” কে, কীসের আশা ও প্ল্যান করেছিলেন? [HS-2023]
উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্টতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন।
(ix) “যখন সমুদ্র তাকে খেল”- সমুদ্র কী খেয়েছিল? [HS-2017]
উত্তর: ব্রেটোল্ট ব্রেখ্ট -এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বর্ণিত পৌরাণিক উপকথার নগরী আটলান্টিস দ্বীপটি একসময় সমুদ্রের অতলে তলিয়ে যায়। উক্ত কারণে বলা হয়েছে সমুদ্র আটলান্টিসকে খেয়েছে।
অথবা, “মর্দানা তবু নড়তে রাজি নয়”- মর্দানা নড়তে রাজি ছিল না কেন?
উত্তর: কর্তার সিং দুগ্গাল -এর ‘অলৌকিক’ গল্পে গুরুনানক যখন তাঁর শিষ্যদের নিয়ে হাসান আব্দালের জঙ্গল অতিক্রম করছিলেন তখন শিষ্য মর্দানা প্রবল পিপাসার্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। ফকির নানক সামনের গ্রামে গেলে জল পাওয়া যাবে বললেও সে নড়তে রাজি হয় না।
(x) ভাষাবিজ্ঞান আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কী কী?
উত্তর: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ।
(xi) খণ্ডধ্বনির অপর নাম কী?
উত্তর: খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।
(xii) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 1 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025