একাদশ শ্রেণির বাংলা ক সিলেবাস ও প্রশ্ন বিন্যাস 2024-2025 | WBCHSE 11 Bengali A Syllabus & Question Pattern 2024-2025

2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির বাংলা ক সিলেবাস (নতুন) চালু হয়েছে। একাদশ শ্রেণির পরীক্ষা দুটি সেমিস্টারে হবে।

সেমিস্টার অনুযায়ী বাংলা ক সিলেবাস, প্রশ্নের ধরণ এবং প্রশ্ন বিন্যাস নিচে দেওয়া হয়েছে। 

একাদশ শ্রেণির বাংলা ক সিলেবাস ও প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Bengali A Syllabus & Question Pattern 2024-2025)

বাংলা ক (Bengali A – BNGA)

সেমিস্টার – I

পূর্ণমান – 40

থিয়োরি প্রোজেক্ট প্রশ্নের ধরণ 
400MCQ

সেমিস্টার – I : একাদশ শ্রেণির বাংলা ক (থিয়োরি) প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Bengali A Question Pattern 2024-2025)

TopicsMCQ_(1_Mark)Total
গল্প1 × 8 = 88
প্রবন্ধ1 × 5 = 55
কবিতা1 × 7 = 77
আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা1 × 5 = 55
ভাষা 1 × 10 = 1010
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস1 × 5 = 55
মোট40

সেমিস্টার – I : একাদশ শ্রেণির বাংলা ক (থিয়োরি) সিলেবাস 2024-2025 (WBCHSE 11 Bengali A Syllabus 2024-2025)

  • গল্প :
  • প্রবন্ধ :
    • বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কবিতা :
  • আন্তর্জাতিক গল্প :
    • বিশাল ডানাওয়ালা এক থুথথুরে বুড়ো – গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ (অনুবাদ – মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)
  • ভারতীয় কবিতা  :
    • চারণকবি – ভারভারা রাও (অনুবাদ – শঙ্খ ঘোষ)
  • ভাষা :
    • বিশ্বের ভাষা ও ভাষা পরিবার
    • বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
    • ভারতে প্রচলিত ভাষা পরিবার
    • বাংলা ভাষার বৈচিত্র্য
  • বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :
    • পর্ব 1 – প্রাচীন বাংলা :- সমাজ ও সাহিত্য
    • পর্ব 2 – মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা :- শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি।

সেমিস্টার – II

পূর্ণমান – 60

থিয়োরি প্রোজেক্ট প্রশ্নের ধরণ 
4020SAQ & LAQ

সেমিস্টার – II : একাদশ শ্রেণির বাংলা ক (থিয়োরি) প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Bengali A Question Pattern 2024-2025)

Topicsঅতি_সংক্ষিপ্ত
(2_Marks)
সংক্ষিপ্ত
(3_Marks)
রচনাধর্মী
(5/10_Marks)
মোট
গল্প****5 × 1 = 55
কবিতা2 × 1 = 23 × 1 = 3**5
নাটক ****5 × 1 = 55
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 2 × 2 = 43 × 2 = 6**10
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস2 × 1 = 23 × 1 = 3**5
প্রবন্ধ রচনা ****10 × 1 = 1010
মোট 8122040

সেমিস্টার – II : একাদশ শ্রেণির বাংলা ক (থিয়োরি) সিলেবাস 2024-2025 (WBCHSE 11 Bengali A Syllabus 2024-2025)

  • গল্প :-
    • 1. ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর
    • 2. তেলেনাপোতা আবিষ্কার – প্রেমেন্দ্র মিত্র
  • কবিতা :-
    • 1. ভাব সম্মিলন – বিদ্যাপতি
    • 2. লালন শাহ ফকিরের গান – লালন শাহ
    • 3.নুন – জয় গোস্বামী
  • নাটক :-
    • আগুন – বিজন ভট্টাচার্য
  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ :-
    • পঞ্চতন্ত্র – সৈয়দ মুজতবা আলি
    • বই কেনা
    • আজব শহর কলকেতা
    • পঁচিশে বৈশাখ
    • আড্ডা
  • বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :-
    • পর্ব 3 –
      • আধুনিক বাংলা সাহিত্য :- যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোটগল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ (সত্তর দশক পর্যন্ত)।
      • লৌকিক সাহিত্য :- ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা
      • কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা-
      • কবিতা :-মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা।
      • কথাসাহিত্য :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা।
      • নাটক :- মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা।
  • প্রবন্ধ রচনা :-
    • রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্যসম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে।
    • একটি বক্তব্যের স্বপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে/বিপক্ষে তাদের বক্তব্য লিখবে।

সেমিস্টার – II : প্রকল্প

প্রকল্প – 20 (প্রুফ সংশোধন (05) প্রকল্পের অন্তর্ভুক্ত হবে) –

  • প্রুফ সংশোধন :- একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম – এই বিষয়গুলির সম্ভাব্য ভুলত্রুটি সংশোধন করতে হবে।
  • সটীক অনুবাদ :- মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। 1000-3000 শব্দের মধ্যে। সময়সীমা – 6 মাস। অনুবাদ করা যাবে – (ক) প্রবন্ধ, (খ) চিঠি, (গ) ঐতিহাসিক নথি, (ঘ) গল্প এবং (ঙ) নাটক। (লেখক এবং লেখা সম্পর্কে টীকাসহ অনুবাদ করতে হবে)
  • সাক্ষাৎকার গ্রহণ :- লোকায়ত আঙ্গিক / সাহিত্য / রাজনীতি / ক্রীড়া / নাচ / গান / কলা ক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের (অন্তত জেলাস্তরে পরিচিতি থাকতে হবে) সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20 টি প্রশ্ন।
  • প্রতিবেদন রচনা :- ছ’ মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। নূন্যতম শব্দ সংখ্যা – 1000 ।
  • স্বরচিত গল্প লিখন – বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে (মৌলিক) এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *