চারণকবি হল একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের একটি ভারতীয় অনুবাদ কবিতা। কবিতাটি লিখেছেন ভারভারা রাও। অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ।
এই কবিতা ও বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো – গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ (অনুবাদ – মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়) থেকে প্রথম সেমিস্টারে 5 নম্বরের MCQ আসবে।
চারণকবি
ভারভারা রাও
নিয়মকানুন যখন সব লোপাট
আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল
ফাঁস লাগাচ্ছে গলায়
চুইয়ে পড়ছে না কোনো রক্ত
কোনো চোখের জলও নয়
ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ
ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়, আর,
মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে
জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে
কবির কোনো লিপিকার স্বর।
যখন কাঁপন লাগে জিভে
বাতাসকে মুক্ত করে দেয় সুর
গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র
কবিকে তখন ভয় পায় ওরা।
কয়েদ করে তাকে, আর
গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস
কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে
শ্বাস ফেলছেন জনতার মাঝখানে
ফাঁসির মঞ্চ
ভারসাম্য রাখবার জন্য
মিলিয়ে যাচ্ছে মাটিতে
স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে
আর তুচ্ছ ফাঁসুড়েকে
দিচ্ছে ঝুলিয়ে
(অনুবাদক – শঙ্খ ঘোষ)