শ্রীকৃষ্ণকীর্তন MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল শ্রীকৃষ্ণকীর্তন। এটি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের একটি প্রধান ধারা।
এর কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
শ্রীকৃষ্ণকীর্তন : বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1}
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের কোন্ যুগের নিদর্শন? –
- ক) প্রাচীন যুগের
- খ) আদি-মধ্যযুগের
- গ) অন্ত্য-মধ্যযুগের
- ঘ) আধুনিক যুগের
উত্তর: Show
খ) আদি-মধ্যযুগের
শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কে আবিষ্কার করেছিলেন?
- ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
- খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
- গ) প্রবোধচন্দ্র বাগচী
- ঘ) রায়গুনাকর ভারতচন্দ্র
উত্তর: Show
খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে আবিষ্কৃত হয়?
- ক) ১৯১০ খ্রি.
- খ) ১৯০৭ খ্রি.
- গ) ১৯০৯ খ্রি.
- ঘ) ১৯১৬ খ্রি.
উত্তর: Show
গ) ১৯০৯ খ্রি.
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে –
- ক) বর্ধমান
- খ) হাওড়া
- গ) হুগলি
- ঘ) বাঁকুড়া
উত্তর: Show
ঘ) বাঁকুড়া
বাঁকুড়া জেলার যে গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি পাওয়া গেছে –
- ক) কাঁকিল্যা গ্রাম
- খ) নানুর গ্রাম
- গ) ফুলিয়া গ্রাম
- ঘ) ছাতনা গ্রাম
উত্তর: Show
ক) কাঁকিল্যা গ্রাম
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথি আবিষ্কার করা হয়েছিল –
- ক) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে
- খ) নেপালের রাজ দরবার থেকে
- গ) নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ গ্রন্থাগার থেকে
- ঘ) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে
উত্তর: Show
ক) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কোন্ বিষয়ক কাব্য?
- ক) বৈষ্ণব তত্ত্বকথা বিষয়ক
- খ) ভাগবত বিষয়ক
- গ) রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক
- ঘ) কীর্তন বিষয়ক
উত্তর: Show
গ) রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
- ক) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে
- খ) বিশ্বভারতী থেকে
- গ) বাংলা সাহিত্য আকাদেমি থেকে
- ঘ) এশিয়াটিক সোসাইটি থেকে
উত্তর: Show
ক) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে
শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়?
- ক) ১৯১৭ খ্রি.
- খ) ১৯০৯ খ্রি.
- গ) ১৯০৭ খ্রি.
- ঘ) ১৯১৬ খ্রি.
উত্তর: Show
ঘ) ১৯১৬ খ্রি
কত খ্রিস্টাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি সম্পাদনা করা হয়?
- ক) ১৯১৫ খ্রি.
- খ) ১৯১৭ খ্রি.
- গ) ১৯১৬ খ্রি.
- ঘ) ১৯১৮ খ্রি.
উত্তর: Show
গ) ১৯১৬ খ্রি.
কার সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়?
- ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
- খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
- গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
- ঘ) গোবিন্দ দাস
উত্তর: Show
খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
কাব্যের শ্রীকৃষ্ণকীর্তন নামকরণটি করেছিলেন-
- ক) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
- খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
- গ) বড়ু চণ্ডীদাস
- ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর: Show
খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের কোন্ নাম পাওয়া যায়?
- ক) শ্রীকৃষ্ণকীর্তন
- খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
- গ) শ্রীকৃষ্ণকথামৃত
- ঘ) শ্রীকৃষ্ণচরিতামৃত
উত্তর: Show
খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
গবেষকদের মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রচিত –
- ক) চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে
- খ) পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রথমে
- গ) ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথমে
- ঘ) সপ্তদশ শতাব্দীর প্রথমে বা অষ্টাদশ শতাব্দীর প্রথমে
উত্তর: Show
ক) চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে?
- ক) সহজিয়া চণ্ডীদাস
- খ) বড়ু চণ্ডীদাস
- গ) দ্বিজ চণ্ডীদাস
- ঘ) দীন চণ্ডীদাস
উত্তর: Show
খ) বড়ু চণ্ডীদাস
মধ্যযুগে কত জন চণ্ডীদাসের অস্তিত্ব রয়েছে?
- ক) একজন
- খ) দুই জন
- গ) তিন জন
- ঘ) চার জন
উত্তর: Show
ঘ) চার জন
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি ক-টি খণ্ডে বিন্যস্ত?
- ক) দশটি
- খ) এগারোটি
- গ) বারোটি
- ঘ) তেরোটি
উত্তর: Show
ঘ) তেরোটি
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির প্রথম খণ্ডটির নাম কী?
- ক) জন্মখণ্ড
- খ) দানখণ্ড
- গ) বংশী খণ্ড
- ঘ) যমুনা খণ্ড
উত্তর: Show
ক) জন্মখণ্ড
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের শেষ খণ্ডের নাম –
- ক) তাম্বুলখণ্ড
- খ) ভারখন্ড
- গ) রাধাবিরহ
- ঘ) বৃন্দাবন খণ্ড
উত্তর: Show
গ) রাধাবিরহ
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটিতে কোন্ কাব্যের প্রভাব লক্ষ করা যায়?
- ক) জয়দেবের গীতগোবিন্দ
- খ) কৃত্তিবাসের রামায়ণ
- গ) কাশীরামের মহাভারত
- ঘ) ভারতচন্দ্রের অন্নদামঙ্গল
উত্তর: Show
ক) জয়দেবের গীতগোবিন্দ
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র-
- ক) বলভদ্র
- খ) কৃষ্ণ
- গ) আইহন
- ঘ) বসুদেব
উত্তর: Show
খ) কৃষ্ণ
রাধা ও কৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অপর অন্যতম দূতী চরিত্র –
- ক) বড়াই
- খ) দেবকী
- গ) যশোদা
- ঘ) চন্দ্রাবলী
উত্তর: Show
ক) বড়াই
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায়, তা হল –
- ক) পয়ার ও ত্রিপদী
- খ) পয়ার ও চৌপদী
- গ) ত্রিপদী ও দ্বিপদী
- ঘ) তুনট ও ভুজঙ্গপ্রয়াত
উত্তর: Show
ক) পয়ার ও ত্রিপদী
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি-
- ক) দৃশ্যকাব্য
- খ) বর্ণনামূলক
- গ) উক্তি-প্রত্যুক্তিমূলক
- ঘ) নৃত্যনাট্য
উত্তর: Show
গ) উক্তি-প্রত্যুক্তিমূলক
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের যে খন্ডটিকে পন্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন, সেটি হল –
- ক) জন্ম খন্ড
- খ) তাম্বুল খন্ড
- গ) কালীয় দমন খন্ড
- ঘ) রাধা বিরহ
উত্তর: Show
ঘ) রাধা বিরহ
‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কোন্ খন্ডে, খন্ড কথাটি যুক্ত নেই? –
- ক) হার
- খ) রাধা বিরহ
- গ) বাণ
- ঘ) কালীয়দমন
উত্তর: Show
খ) রাধা বিরহ