পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 64 – 69 (তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে …… সুপুষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-9} – একাদশ শ্রেণি – বাংলা
পুঁইমাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- মুচি: ছোট সরা
- টোপর: শঙ্কু আকৃতির বরের টুপি বিশেষ
- ষাঁড়া ষষ্ঠী: ষাঁড়া বা শ্যাওড়া গাছ-এর গোড়ায় যে ষষ্ঠী পুজো হয়।
- তেলাকুচা: লতা জাতীয় গাছ। যাতে পটলের মতো ফল ধরে এবং আমরা সব্জি হিসেবে সেই ফল খাই।
- ষাঁড়া গাছ: শ্যাওড়া > ষাঁড়া শব্দটি এসেছে। প্রাচীন বাংলার একটি সাধারণ গাছ, যদিও গ্রামের দিকেই এই গাছ বেশী দেখা যায়। তবে এখন গাছটি লুপ্ত প্রায়। অন্ধকারে দূর থেকে গাছটিকে মানুষের মত দেখতে লাগে। এমন কথিত আছে যে ‘ষাঁড়া গাছ’ হলো ভূতেদের অন্যতম সেরা আস্তানা।
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) পরের পৌষ পার্বণে সহায়হরির বাড়িতে যে পিঠে হচ্ছিল –
- (ক) পাটিসাপটা
- (খ) সরুচাকলি
- (গ) দুধ পুলি
- (ঘ) ক্ষীরের পায়েস
উত্তর: Show
(খ) সরুচাকলি
(ii) গোলা ঢেলে মুচি চেপে দিতে মিঠে আঁচে পিঠে যেভাবে ফুলে উঠল –
- (ক) লুচির মতো
- (খ) চালতার মতো
- (গ) বাতাসার মতো
- (ঘ) টোপরের মতো
উত্তর: Show
(ঘ) টোপরের মতো
(iii) গল্প মতে প্রথম পিঠে খানি কাকে দিতে হয়? –
- (ক) পুকুরকে
- (খ) উনুনকে
- (গ) ষাঁড়া ষষ্ঠীকে
- (ঘ) চালকে
উত্তর: Show
(গ) ষাঁড়া ষষ্ঠীক
(iv) ষাঁড়া গাছের ঝোপের মাথায় কিসের লতার থলো ছিল? –
- (ক) তেলেকুচা
- (খ) পাকুড়
- (গ) পিয়াল
- (ঘ) মহুয়া
উত্তর: Show
(ক) তেলেকুচা
(v) পুঁটি ও রাধী খিড়কির দোর খুলতেই কোন্ প্রাণী ঝোপের মধ্য দিয়ে ছুটে পালালো? –
- (ক) শিয়াল
- (খ) গন্ধগোকুল
- (গ) গো সাপ
- (ঘ) নেকড়ে
উত্তর: Show
(ক) শিয়াল
(vi) পুঁটি পিঠেখানি কোথায় ফেলেছিল? –
- (ক) খিড়কির পুকুরের কাছে
- (খ) ষাঁড়া গাছের মাথায়
- (গ) দিদির লাগানো পুঁই মাচায়
- (ঘ) যেখান থেকে মা নেবুর চারা গুলো এনেছিলেন
উত্তর: Show
(ঘ) যেখান থেকে মা নেবুর চারা গুলো এনেছিলেন
(vii) অন্নপূর্ণা কবে নেবুর চারা তুলে এনেছিলেন? –
- (ক) বৈশাখ মাসে
- (খ) এ বছর
- (গ) আষাঢ়ের শুরুতে
- (ঘ) আর বছর
উত্তর: Show
(ঘ) আর বছর
(viii) পৌষ পার্বণের রাতে কোন্ পাখি শব্দ করছিল? –
- (ক) পেঁচা
- (খ) কাঠঠোকরা
- (গ) চামচিকা
- (ঘ) কাক
উত্তর: Show
(খ) কাঠঠোকরা
(ix) ‘দিদি বড় ভালোবাসতো ….’ কথাখানি কে বলেছিল? –
- (ক) পুঁটি
- (খ) রাধী
- (গ) দুর্গা
- (ঘ) টেঁপি
উত্তর: Show
(ক) পুঁটি
(x) ‘দিদি বড় ভালোবাসতো ….’ কথাখানি শোনার পর তিন জনের দৃষ্টি কোথায় আবদ্ধ হল? –
- (ক) মায়েরা আনা লেবু চারায়
- (খ) ক্ষেন্তির লাগানো পুঁইমাচায়
- (গ) খিড়কির দরজায়
- (ঘ) ধাবমান শিয়ালে
উত্তর: Show
(খ) ক্ষেন্তির লাগানো পুঁইমাচায়
পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :
- পুঁইমাচা MCQ Part -1 (অনুচ্ছেদ 1 – 10)
- পুঁইমাচা MCQ Part -2 (অনুচ্ছেদ 11 – 18)
- পুঁইমাচা MCQ Part -3 (অনুচ্ছেদ 19 – 24)
- পুঁইমাচা MCQ Part -4 (অনুচ্ছেদ 25 – 36)
- পুঁইমাচা MCQ Part -5 (অনুচ্ছেদ 37 – 44)
- পুঁইমাচা MCQ Part -6 (অনুচ্ছেদ 45 – 51)
- পুঁইমাচা MCQ Part -7 (অনুচ্ছেদ 52 – 55)
- পুঁইমাচা MCQ Part -8 (অনুচ্ছেদ 56 – 63)