পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 56 – 63 (ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা …… পিঁপড়ের টোপে মুড়ির চারতো সুবিধে হবে না।) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-8} – একাদশ শ্রেণি – বাংলা
পুঁইমাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- আমসত্ব: পাকা আমের শুষ্ক রস
- বসন্ত: সংক্রামক রোগ বিশেষ
- চামার: চর্মকার, মুচি, নিষ্ঠুর (ব্যঙ্গে)
- তত্ত্ব: উপঢৌকন, উপহার
- হাভাতে: ভাতের কাঁঙাল, হতভাগা
- চার: মাছ আকর্ষণ করবার মশলা
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) অন্নপূর্ণা আমসত্ত্ব কবে রৌদ্রে দিয়েছিলেন? –
- (ক) বৈশাখ-জ্যৈষ্ঠ
- (খ) ভাদ্র-আশ্বিনে
- (গ) পৌষ-মাঘে
- (ঘ) ফাল্গুন-চৈত্রে
উত্তর: Show
(ঘ) ফাল্গুন-চৈত্রে
(ii) কোথায় আমসত্ত্ব রৌদ্রে শুকাতে দিয়েছিলেন? –
- (ক) উঠানে
- (খ) উঠানের মাচায়
- (গ) চালের উপর
- (ঘ) কুলোয়
উত্তর: Show
(খ) উঠানের মাচায়
(iii) সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলতে বলতে কী করছিলেন? –
- (ক) মুড়ি খাচ্ছিলেন
- (খ) হুকো টানছিলেন
- (গ) তামাক সাজাচ্ছিলেন
- (ঘ) দাবায় চাল দিচ্ছিলেন
উত্তর: Show
(গ) তামাক সাজাচ্ছিলেন
(iv) বিষ্ণু সরকার উবু হয়ে যার উপর বসেছিলেন –
- (ক) কম্বল আসনের উপর
- (খ) মাদুরের উপর
- (গ) তালপাতার চাটায়ের উপর
- (ঘ) শীতলপাটির উপর
উত্তর: Show
(গ) তালপাতার চাটায়ের উপর
(v) তালপাতার চাটাইয়ের উপর বিষ্ণু সরকার উবু হয়ে এমন ভাবে বসে ছিলেন, দূর থেকে দেখলে মনে হবে –
- (ক) কাদা চটকাচ্ছেন
- (খ) ময়দা চটকাচ্ছেন
- (গ) রান্নাকরছেন
- (ঘ) গুল বসাচ্ছেন
উত্তর: Show
(খ) ময়দা চটকাচ্ছেন
(vi) সহায়হরি হুকাতে কবার টান দিয়ে কাসতে লাগলেন? –
- (ক) পাঁচ-ছটি
- (খ) ছয়-সাতটি
- (গ) সাত-নয়টি
- (ঘ) আট-দশটি
উত্তর: Show
(ক) পাঁচ-ছটি
(vii) ক্ষেন্তির মৃত্যুর সম্ভাব্য কারণ –
- (ক) পারিবারিক হিংসা
- (খ) বসন্ত
- (গ) কলেরা
- (ঘ) অনাহারে
উত্তর: Show
(খ) বসন্ত
(viii) মেয়েকে বাপের বাড়ি না পাঠাবার কারণ –
- (ক) যৌতুকের টাকা বাকি
- (খ) ছেলে না হওয়া
- (গ) বাড়িতে প্রচুর কাজ
- (ঘ) নিজে না আসতে চাওয়া
উত্তর: Show
(ক) যৌতুকের টাকা বাকি
(ix) কত টাকা পণ বাকি ছিল? –
- (ক) দুশো টাকা
- (খ) প্রায় আড়াইশো টাকা
- (গ) তিনশ টাকা
- (ঘ) পাঁচশো টাকা
উত্তর: Show
(খ) প্রায় আড়াইশো টাকা
(x) পুজোর তত্ত্বের টাকার পরিমান –
- (ক) বিশ
- (খ) ত্রিশ
- (গ) চল্লিশ
- (ঘ) পঞ্চাশ
উত্তর: Show
(খ) ত্রিশ
(xi) কার নামে এ অঞ্চলে বাঘে-গরুতে একঘাটে জল খেয়েছে? –
- (ক) রামেশ্বর চাটুয্যে
- (খ) তিনকড়ি মুখুজ্জে
- (গ) সহায়হরি গাঙ্গুলী
- (ঘ) পরমেশ্বর চাটুয্যে
উত্তর: Show
(ঘ) পরমেশ্বর চাটুয্যে
(xii) সহায়হরি কবে মেয়ে ক্ষেন্তিকে দেখতে গিয়েছিলেন? –
- (ক) ভাদ্র
- (খ) পৌষ
- (গ) আশ্বিন
- (ঘ) মাঘ
উত্তর: Show
(খ) পৌষ
(xiii) কোন্ মাসে ক্ষেন্তির বসন্ত হল? –
- (ক) মাঘ
- (খ) ফাল্গুন
- (গ) চৈত্র
- (ঘ) বৈশাখ
উত্তর: Show
(খ) ফাল্গুন
(xiv) ক্ষেন্তির বসন্ত হওয়ায় তাকে কোথায় ফেলে দিয়ে যায়? –
- (ক) হাতি বাগানের পিসির কাছে
- (খ) দমদমের মাসির কাছে
- (গ) দক্ষিনেশ্বরের দিদির কাছে
- (ঘ) টালার বোনের বাড়িতে
উত্তর: Show
(ঘ) টালার বোনের বাড়িতে
(xv) টালার বোনের বাড়ি খোঁজ পেয়েছিল কীভাবে? –
- (ক) কালীঘাটে পুজো দিতে এসে
- (খ) দক্ষিনেশ্বরে পুজো দিতে এসে
- (গ) জাদুঘর দেখতে এসে
- (ঘ) চিড়িয়াখানা দেখতে এসে
উত্তর: Show
(ক) কালীঘাটে পুজো দিতে এসে
(xvi) ক্ষেন্তির গহনা গুলির শেষ পরিণতি কী হয়েছিল? –
- (ক) বাপের বাড়িতে পাঠিয়ে দেয়
- (খ) গা থেকে খুলে নেয়
- (গ) শরীরে থেকে যায়
- (ঘ) চোর নিয়ে পালিয়ে যায়
উত্তর: Show
(খ) গা থেকে খুলে নেয়
পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :