মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য।
এর কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য : বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1}
বাংলা সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকারময় যুগ’ বলে চিহ্নিত করা হয় কোন্ সময়কালকে?
- ক) দশম-একাদশ শতাব্দী
- খ) একাদশ-দ্বাদশ শতাব্দী
- গ) দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দী
- ঘ) ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী
উত্তর: Show
ঘ) ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী
বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মধ্যযুগ’ বলতে কোন সময়কালকে বোঝানো হয়ে থাকে?
- ক) খ্রিস্টীয় চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী
- খ) খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দী
- গ) খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী
- ঘ) খ্রিস্টীয় পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তর: Show
গ) খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী
মধ্যযুগের কাব্যভাবনা ও বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে ক-টি ভাগে ভাগ করা যায়?
- ক) এক
- খ) দুই
- গ) তিন
- ঘ) চার
উত্তর: Show
গ) তিন
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাক্-চৈতন্য পর্ব বলে চিহ্নিত করা হয়ে থাকে যে সময়কালকে –
- ক) চতুর্দশ – পঞ্চদশ শতাব্দী
- খ) পঞ্চদশ ষোড়শ শতাব্দী
- গ) ষোড়শ – সপ্তদশ শতাব্দী
- ঘ) সপ্তদশ – অষ্টাদশ শতাব্দী
উত্তর: Show
ক) চতুর্দশ – পঞ্চদশ শতাব্দী
কোন্ শতাব্দীকে চৈতন্যপর্ব হিসেবে চিহ্নিত করা হয়?
- ক) চতুর্দশ
- খ) পঞ্চদশ
- গ) ষোড়শ
- ঘ) সপ্তদশ
উত্তর: Show
গ) ষোড়শ
বাংলা সাহিত্যের ইতিহাসে ‘চৈতন্যোত্তর পর্ব’ বলে চিহ্নিত করা হয়ে থাকে কোন্ সময়কালকে?
- ক) পঞ্চদশ-ষোড়শ শতাব্দী
- খ) ষোড়শ-সপ্তদশ শতাব্দী
- গ) সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী
- ঘ) চতুর্দশ-পঞ্চদশ শতাব্দী
উত্তর: Show
গ) সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী
প্রাক্ চৈতন্য যুগের একমাত্র রচিত সাহিত্যিক নিদর্শন হলো –
- ক) রামায়ণ
- খ) শ্রীকৃষ্ণবিজয়
- গ) শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ) মনসামঙ্গল কাব্য
উত্তর: Show
খ) শ্রীকৃষ্ণবিজয়
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হলেন –
- ক) বড়ুচন্ডীদাস
- খ) অনন্ত চন্ডীদাস
- গ) দ্বিজ চন্ডীদাস
- ঘ) দীন চন্ডীদাস
উত্তর: Show
ক) বড়ুচন্ডীদাস
শ্রীরামপাঁচালী বা রামায়ণ কে রচনা করেন? –
- ক) বিদ্যাপতি
- খ) কাশীরাম দাস
- গ) কৃত্তিবাস ওঝা
- ঘ) জ্ঞান দাস
উত্তর: Show
গ) কৃত্তিবাস ওঝা
চৈতন্য উত্তর যুগের মহাভারতের রচয়িতার নাম হলো –
- ক) দ্বিজ চন্ডীদাস
- খ) কাশীরাম দাস
- গ) কৃত্তিবাস ওঝা
- ঘ) মালাধর বসু
উত্তর: Show
খ) কাশীরাম দাস
মালাধর বসু রচিত গ্রন্থটির নাম হলো –
- ক) শ্রীকৃষ্ণকীর্তন
- খ) শাক্ত পদাবলী
- গ) অন্নদা মঙ্গল
- ঘ) শ্রীকৃষ্ণবিজয়
উত্তর: Show
ঘ) শ্রীকৃষ্ণবিজয়
পলাশীর যুদ্ধ হয়েছিল –
- ক) ১৭৬০ খ্রি.
- খ) ১৭৭৫ খ্রি.
- গ) ১৭৫৭ খ্রি.
- ঘ) ১৮০০ খ্রি.
উত্তর: Show
গ) ১৭৫৭ খ্রি.
অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্রের মৃত্যু হয় –
- ক) ১৭৬০ খ্রি.
- খ) ১৭৭৫ খ্রি.
- গ) ১৭৫৭ খ্রি.
- ঘ) ১৮০০ খ্রি
উত্তর: Show
ক) ১৭৬০ খ্রি.
বাংলা সাহিত্যের ইতিহাসে যে সময়কালকে যুগসন্ধিক্ষণ বলা হয়, তা হলো –
- ক) ১৭৫৭-১৭৭৫ খ্রি.
- খ) ১৭৬০-১৮০০ খ্রি.
- গ) ১৭৫৭-১৮০০ খ্রি.
- ঘ) ১৭৭৫-১৮০০ খ্রি.
উত্তর: Show
খ) ১৭৬০-১৮০০ খ্রি.
বাংলা ভাষার জন্ম মুহূর্তে যে রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল –
- ক) সেন রাজাদের
- খ) পাল রাজাদের
- গ) বারোভুঁইয়াদের
- ঘ) নন্দ রাজাদের
উত্তর: Show
খ) পাল রাজাদের
বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো –
- ক) শ্রীকৃষ্ণকীর্তন
- খ) শিবায়ন
- গ) চর্যাগীতি
- ঘ) রামায়ণ
উত্তর: Show
গ) চর্যাগীতি
ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক হিসেবে সংস্কৃত ভাষাকে যে রাজারা স্বীকৃতি দিয়েছিলেন –
- ক) সেন রাজারা
- খ) পাল রাজারা
- গ) দাস রাজারা
- ঘ) চালুক্য রাজারা
উত্তর: Show
ক) সেন রাজারা
‘নৃপতিতিলক’ – নামে পরিচিত ছিলেন –
- ক) ইলিয়াস শাহ
- খ) হোসেন শাহ
- গ) দনুজমর্দনদেব
- ঘ) জালালুদ্দিন
উত্তর: Show
খ) হোসেন শাহ
‘আর্যসপ্তশতী’র রচয়িতাকার হলেন –
- ক) গোবর্ধন আচার্য
- খ) গুণরাজ খান
- গ) যদু ভট্ট
- ঘ) গোপাল
উত্তর: Show
ক) গোবর্ধন আচার্য