নবম শ্রেণি – ভৌতবিজ্ঞান – পরিমাপ – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী

নবম শ্রেণি – ভৌতবিজ্ঞান – পরিমাপ – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)

নীচের কোন্ রাশিটির একক 3 টি মৌলিক একক দ্বারা গঠিত ? –

  • a) বেগ,
  • b) ত্বরণ,
  • c) দ্রুতি,
  • d) বল।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) বল [/expand]

ওজনের মাত্রীয় সংকেত হল – 

  • a) MLT-2
  • b) ML-1T-2
  • c) M-1LT-2
  • d)  MLT-3

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] a) MLT-2  [/expand]

তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হল –

  • a) দ্রুতি, বেগ,
  • b) কার্য, ত্বরণ,
  • c) কার্য, বল,
  • d) ক্ষমতা, ত্বরণ।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) কার্য, বল [/expand]

সাধারণ স্কেলের সাহায্যে নীচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? –

  • a) 3.2 cm,
  • b) 4.2 cm,
  • c) 7.3 cm
  • d) 2.12 cm

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) 2.12 cm [/expand]

1 nm = কত মিটার? –

  • a) 100 মিটার,
  • b) 1000 মিটার,
  • c) 10 মিটার,
  • d) 10-9 মিটার।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) 10-9 মিটার [/expand]

নীচের কোন দুটি ভৌত রাশির মাত্ৰীয় সংকেত একই? –

  • a) দ্রুতি, বেগ,
  • b) সরণ, কার্য,
  • c) বল, ভরবেগ,
  • d) বেগ, ত্বরণ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] a) দ্রুতি, বেগ [/expand]

অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল –

  • a) তুলাযন্ত্র
  • b) মাপনী চোঙ
  • c) মিটার স্কেল
  • d) স্টপওয়াচ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] b) মাপনী চোঙ [/expand]

SI-তে তাপমাত্রার একক হল –

  • a) degree Celsius
  • b) candela
  • c) kelvin
  • d) mol

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) kelvin [/expand]

4°C উয়তায় 5 cm3 জলের ভর –

  • a) 5 g,
  • b) 5 kg,
  • c) 0.5 g,
  • d) 50 kg

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] a) 5 g [/expand]

নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন্ একক ব্যবহৃত হয়? –

  • a) অ্যাংস্ট্রম,
  • b) X-একক,
  • c) AU,
  • d) ফার্মি।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) AU [/expand]

সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে রাখা বাটখারাগুলির ভরের অনুপাত –

  • a) 5:4:2:1,
  • b) 5:3:2:1,
  • c) 5:3:3:1
  • d) 5:2:2:1

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) 5:2:2:1 [/expand]

আলাের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ে সুবিধাজনক একক হল –

  • a) কিলোমিটার
  • b) লিটার
  • c) মিটার
  • d) অ্যামস্ট্রং

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) অ্যামস্ট্রং [/expand]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *