উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস & প্রশ্ন বিন্যাস 2023 | WBCHSE 12 (HS) Sanskrit Syllabus & Question Pattern 2023

উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস & প্রশ্ন বিন্যাস 2023 | WBCHSE 12 (HS) Sanskrit Syllabus & Question Pattern 2023

উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস 2023 – WBCHSE 12 (HS) Sanskrit Syllabus 2023

  • সাহিত্য বিভাগঃ 
    • গদ্যঃ
      • ১। আর্যাবর্তবর্ণনম্ – ত্রিবিক্রম ভট্ট
      • ২। বনগতা গুহা – গোবিন্দকৃষ্ণ মোদক
    • পদ্যঃ
      • ১। গঙ্গাস্তোত্রম্ (শ্লোক ১- ১০) – শঙ্করাচার্য
      • ২। শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়) 
    • নাটকঃ
      • বাসন্তিকস্বপ্নম্ – প্রথমঃ অঙ্কঃ (নির্বাচিত অংশ) – কৃষ্ণমাচার্য্য
    • সংস্কৃত সাহিত্যের ইতিহাসঃ
      • ১। গ্রন্থের এবং কবির পরিচিতি
      • ২।  গ্রন্থের বৈশিষ্ট্য, বিষয়বস্তু, রচনাশৈলী সম্পর্কে ধারণা (ভাস – স্বপ্নবাসবদত্তম্, শূদ্রক – মৃচ্ছকটিকম্, কালিদাস – অভিজ্ঞানশকুন্তলম্, কালিদাস – মেঘদূত্ম্, জয়দেব – গীতগোবিন্দম্,  আর্যভট্ট, বরাহমিহির, জ্যোতির্বিদ্যা, গণিত, চরক ও সুশ্রুত) 
      • ভাবসম্প্রসারণ
  • ভাষা বিভাগ
    • সংস্কৃত ব্যাকরণঃ 
      • ১। কারক প্রকরণ 
      • ২। সমাস প্রকরণ 
      • ৩। তদ্ধিত প্রত্যয় 
      • ৪। আত্মনেপদ ও পরস্মৈপদ
      • ৫। শব্দ যুগলের অর্থ পার্থক্য 
      • ৬। এক কথায় প্রকাশ 
      • ৭। সনন্ত, যঙন্ত, ণিজন্ত, নামধাতু ও স্ত্রী-প্রত্যয় প্রকরণ 
    • ভাষাতত্ত্ব
  • অনুবাদ
  • অনুচ্ছেদ রচনা।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্ন বিন্যাস 2023 – WBCHSE 12 (HS) Sanskrit Question Pattern 2023

বিভাগMCQ (1 mark)SAQ (1 mark)Descriptive (8 mark)Amplification
সাহিত্য বিভাগগদ্য1. আর্যাবর্তবর্ণনম্1×2=21×2=25×1=5
অথবা
5×1=5
4×1=4

অথবা

4×1=4
2. বনগতা গুহা1×2=21×1=1
পদ্য1. গঙ্গাস্তোত্রম্ (শ্লোক ১- ১০)1×2=21×1=15×1=5
অথবা
5×1=5
2. শ্রীমদ্ভগবদ্গীতা - কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়)1×2=21×2=2
নাটক বাসন্তিকস্বপ্নম্ - প্রথমঃ অঙ্কঃ (নির্বাচিত অংশ) 1×4=41×3(4)=35×1(2)=5**
সংস্কৃত সাহিত্যের ইতিহাস1. স্বপ্নবাসবদত্তম্, মৃচ্ছকটিকম্, অভিজ্ঞানশকুন্তলম্, মুদ্রারাক্ষসম্‌, মেঘদূত্ম্, গীতগোবিন্দম্1×3=31×2(3)=25×1(2)=5**
2. আর্যভট্ট, বরাহমিহির
3. চরক সংহিতা , সুশ্রুত সংহিতা
ভাষা বিভাগসংস্কৃত ব্যাকরণ1. কারক বিভক্তি**1×3(4)=3****
2. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ**1×2(3)=2****
3. শব্দ যুগলের অর্থ পার্থক্য**1×2(3)=2****
4. এক কথায় প্রকাশ **1×3(4)=3****
5. পরিনিষ্ঠিত রূপ নির্ণয়**1×3(4)=3****
6. ভাষাতত্ত্ব****5×1(2)=5**
অনুচ্ছেদ রচনাসংস্কৃত ভাষায় ******5×1(3)=5**
অনুবাদবাংলা থেকে সংস্কৃত ******5×1(2)=5**

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *