পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-7} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 52 – 55 (বৈশাখ মাসের প্রথমে …… দেখো তো কেমন না যান…) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-7} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • ঘটকালি: ঘটকের কাজ, বিবাহের সম্বন্ধ
  • দ্বিতীয় পক্ষ: দ্বিতীয় স্ত্রী
  • দুর্ঘট: যা অতি কষ্টে ঘটে
  • বেহারা: বাহক

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ক্ষেন্তির বিয়ে হলো যে মাসে – 

  • (ক) বৈশাখ
  • (খ) আষাঢ় 
  • (গ) পৌষ
  • (ঘ) ফাল্গুন

উত্তর: Show

(ক) বৈশাখ

(ii) দ্বিতীয় পক্ষের বিবাহিত পাত্রের বয়স হল – 

  • (ক) চল্লিশ  
  • (খ) চল্লিশের কম 
  • (গ) চল্লিশের খুব বেশি
  • (ঘ) চল্লিশের খুব বেশি নয়

উত্তর: Show

(ঘ) চল্লিশের খুব বেশি নয়

(iii) অন্নপূর্ণা প্রথমে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না কেন? – 

  • (ক) পাত্র গরিব বলে  
  • (খ) পাত্র বড় লোক বলে 
  • (গ) পাত্র দ্বিতীয়পক্ষ ও বয়স বেশি বলে
  • (ঘ) পাত্রের বয়স কম বলে

উত্তর: Show

(গ) পাত্র দ্বিতীয়পক্ষ ও বয়স বেশি বলে

(iv) পাত্রের বাড়ি ছিল – 

  • (ক) গ্রামাঞ্চলে
  • (খ) শহরাঞ্চলে
  • (গ) নদীর তীরে  
  • (ঘ) সমুদ্রধারে 

উত্তর: Show

(খ) শহরাঞ্চলে

(v) পাত্রের কিসের ব্যবসা ছিল? – 

  • (ক) রড ও সিমেন্টের 
  • (খ) চুন ও ইটের 
  • (গ) বালি ও চিপসের 
  • (ঘ) কাঠের 

উত্তর: Show

(খ) চুন ও ইটের

(vi) অন্নপূর্ণা জামাইয়ের সামনে বেরোতে সংকোচ করেছিলেন যে কারণে  – 

  • (ক) প্রথমবার বলে  
  • (খ) জামাই-এর বয়স বেশি বলে  
  • (গ) ভালো শাড়ি ছিল না বলে 
  • (ঘ) লজ্জাশীলা বলে

উত্তর: Show

(খ) জামাই-এর বয়স বেশি বলে

(vii) যে কারণে অন্নপূর্ণা জামাইয়ের সামনে এলেন –  

  • (ক) ক্ষেন্তির মনে কষ্ট হবে বলে 
  • (খ) নতুন শাড়ি পেয়ে
  • (গ) জামাইকে দেখবেন বলে 
  • (ঘ) ক্ষেন্তির হাতখানি জামাইয়ের হাতে তুলে দেবেন বলে 

উত্তর: Show

(ক) ক্ষেন্তির মনে কষ্ট হবে বলে

(viii) বেহারারা সুবিধার জন্য যেখানে পালকী নামিয়েছিল – 

  • (ক) বকুলতলায় 
  • (খ) মন্দিরের সামনে
  • (গ) আমলকী তলায়
  • (ঘ) চাপা তলায় 

উত্তর: Show

(গ) আমলকী তলায়

(ix) বিয়েতে ক্ষেন্তি যে ধরনের শাড়ি পড়েছিল – 

  • (ক) জামদানি  
  • (খ) বেনারসি
  • (গ) স্বর্ণকাতান  
  • (ঘ) বালুচরি

উত্তর: Show

(ঘ) বালুচরি

(x) মেদি ফুল যে রঙের – 

  • (ক) লাল 
  • (খ) নীল 
  • (গ) হলুদ 
  • (ঘ) সাদা

উত্তর: Show

(খ) নীল

(xi) যাবার সময় ক্ষেন্তি তার বাবাকে যে মাসে আনতে যেতে বলেছিল – 

  • (ক) জ্যৈষ্ঠ
  • (খ) আষাঢ় 
  • (গ) শ্রাবণ 
  • (ঘ) ভাদ্র

উত্তর: Show

(খ) আষাঢ়

(xii) ঠানদিদির মতে ক্ষেন্তির বাবা তাকে বাপের বাড়িতে যেদিন আনতে যাবেন – 

  • (ক) এক বছর পরে 
  • (খ) বোনের বিয়েতে 
  • (গ) নাতি হলে 
  • (ঘ) গ্রামের মেলায়

উত্তর: Show

(গ) নাতি হলে

পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *