শিকার : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

Shikar HS Previous Year MCQ

শিকার – জীবনানন্দ দাশ

শিকার : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

উচ্চ মাধ্যমিক – ২০২৪

‘শিকার’ কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন?

  • ক) হরিণের মাংস তৈরি করার জন্য
  • খ) কৃষকদের উৎসবের জন্য
  • গ) অন্ধকার দূর করার জন্য
  • ঘ) দেশোয়ালিদের পরবের জন্য।

উত্তর: Show

ক) হরিণের মাংস তৈরি করার জন্য

উচ্চ মাধ্যমিক – ২০২৩

শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি –

  • ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল
  • খ) নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল
  • গ) অর্জুন বনের ছায়ায় দাঁড়াল
  • ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল

উত্তর: Show

খ) নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল

উচ্চ মাধ্যমিক – ২০২২
[২০২২ – সালে করোনা মহামারীর কারণে নির্ধারিত উচ্চ মাধ্যমিক সিলেবাসে শিকার কবিতাটি না থাকায় প্রশ্ন হয়নি।]
উচ্চ মাধ্যমিক – ২০২১
[২০২১ – সালে করোনা মহামারীর কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি।]
উচ্চ মাধ্যমিক – ২০২০

‘ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে।’

  • ক) বন ও আকাশ
  • খ) আকাশ ও মাঠ
  • গ) মাঠ ও বন
  • ঘ) সুন্দরীরভবন ও অর্জুনের বন

উত্তর: Show

ক) বন ও আকাশ

উচ্চ মাধ্যমিক – ২০১৯

‘উষ্ণ লাল’ রংটি ছিল –

  • ক) ভোরের সূর্যের
  • খ) অস্তগামী সূর্যের
  • গ) হরিণের মাংসের
  • ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের 

উত্তর: Show

গ) হরিণের মাংসের

উচ্চ মাধ্যমিক – ২০১৮

”চারিদিকে পেয়ারা ও নোনার গাছ-”

  • ক) গোধূলিমদির মেয়েটির মতো
  • খ) মচকা ফুলের পাপড়ির মতো
  • গ) ভোরের রৌদ্রের মতো
  • ঘ) টিয়ার পালকের মতো 

উত্তর: Show

ঘ) টিয়ার পালকের মতো

উচ্চ মাধ্যমিক – ২০১৭

”সূর্যের আলোয় তার রঙ কুঙ্কুমের মতো নেই আর;” – কীসের রং? 

  • ক) দেশোয়ালিদের জ্বালানো আগুনের
  • খ) তারার আলোর
  • গ) মচকা ফুলের
  • ঘ) হরিণের মাংস রাঁধবার আগুনের 

উত্তর: Show

ক) দেশোয়ালিদের জ্বালানো আগুনের

উচ্চ মাধ্যমিক – ২০১৬

”ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি কী করল?

  • ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল
  • খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল
  • গ) অর্জুনের বনের ছায়ায় বসে রইল
  • ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল 

উত্তর: Show

খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল

উচ্চ মাধ্যমিক – ২০১৫

”রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো” –

  • ক) কবির হৃদয়ের রং
  • খ) আকাশের রং
  • গ) সূর্যের আলোর রং
  • ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং 

উত্তর: Show

ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *