নানা রঙের দিন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা
“এরপর রজনীবাবু এসে বলবেন,”— কী বলবেন?
- ক) আমি ফাস্ট সিনে প্লে করব না ভাই
- খ) আমি মাঝ সিনে প্লে করব না ভাই
- গ) আমি লাস্ট সিনে প্লে করব না ভাই
- ঘ) আমি কোনাে সিনে প্লে করব না ভাই
উত্তর: Show
গ) আমি লাস্ট সিনে প্লে করব না ভাই
‘আমি লাস্ট সিনে প্লে করব না ভাই’ – এখানে ‘লাস্ট সিন’ বলতে বোঝানো হয়েছে?
- ক) নাটকের শেষ দৃশ্য
- খ) ব্যক্তিগত সম্পর্কের শেষ
- গ) মৃত্যুকাল
- ঘ) অভিনয়ের শেষ দৃশ্য
উত্তর: Show
গ) মৃত্যুকাল
“ওপারের দূত উইংসে রেডি” এ কথা বলে রজনী কী বােঝাতে চেয়েছেন?
- ক) তার মৃত্যুর আর দেরি নেই
- খ) তার জীবনে পালাবদল ঘটতে চলেছে
- গ) অন্য অভিনেতা উইংসে দাঁড়িয়ে আছে
- ঘ) রজনীবাবুকে পরের সংলাপ বলতে সাহায্যকারী উইংসের পাশে দাঁড়িয়ে
উত্তর: Show
ক) তার মৃত্যুর আর দেরি নেই
“এই পয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম” পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে কোন ঘটনা প্রথম?
- ক) একেবারে একা
- খ) ভােররাতে একা
- গ) মাঝরাতে একা
- ঘ) রাতদুপুরে একা
উত্তর: Show
গ) মাঝরাতে একা
“এ হচ্ছে সবই মাতালের কারবার।”- কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপলদ্ধি ?
- ক) প্রায় মাঝরাতে থিয়েটার করা
- খ) প্রায় মাঝরাতে একা একা থিয়েটারে প্রবেশ করা
- গ) সমগ্র অভিনয়ে নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করা
- ঘ) পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথমবার একা স্টেজে মাঝরাতে দাঁড়িয়ে থাকা
উত্তর: Show
ঘ) পঁয়তাল্লিশ বছরের অভিনয় জীবনে প্রথমবার একা স্টেজে মাঝরাতে দাঁড়িয়ে থাকা
“সব মিলিয়ে যেন একটা শ্মশান,”— কারণ –
- ক) সব গভীর অন্ধকারে ডুবে আছে
- খ) সবাই পালিয়ে গিয়েছে
- গ) পাশেই একটি শ্মশান আছে
- ঘ) আর কেউ নেই বলে
উত্তর: Show
ক) সব গভীর অন্ধকারে ডুবে আছে
“দেয়ালে কালাে কালাে অঙ্গারে লেখা আছে”— কী লেখা আছে?
- ক) নানা রঙের দিনের কথাগুলাে
- খ) মাতাল জীবনের কথাগুলাে
- গ) সাজাহানের জীবনের দুঃখের কথাগুলাে
- ঘ) জীবনের শেষ কথাগুলাে
উত্তর: Show
ঘ) জীবনের শেষ কথাগুলাে
“আয়ােজন করে রেখেছে”— সব মিলিয়ে কীসের আয়ােজন করে রেখেছে?
- ক) মৃত্যুর নিঃঝুম ঘুমের
- খ) থিয়েটার মঞ্চের যাবতীয় দিকের
- গ) থিয়েটার মঞ্চের আলাের
- ঘ) দিলদার চরিত্রে অভিনয় করার
উত্তর: Show
ক) মৃত্যুর নিঃঝুম ঘুমের
“উঃ কী শীত—সব আছে শুধু…”— কী নেই?
- ক) মানুষ নেই
- খ) আলাে নেই
- গ) লােকজন নেই
- ঘ) শীতের পােশাক নেই
উত্তর: Show
ক) মানুষ নেই
“সব ভূতুড়ে বাড়ির মতাে খাঁ খাঁ করছে”— কারণ –
- ক) গভীর অন্ধকার বলে
- খ) মানুষজন নেই বলে
- গ) অভিনয় হচ্ছে না বলে
- ঘ) কিছু দেখা যাচ্ছে না বলে
উত্তর: Show
খ) মানুষজন নেই বলে
“মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন।”— এ কথা বলার কারণ –
- ক) তিনি রােগা হয়ে গেছেন
- খ) তিনি অসুস্থ হয়ে গেছেন
- গ) তিনি বুড়াে হয়ে গেছেন
- ঘ) তিনি মােটা হয়ে গেছেন
উত্তর: Show
গ) তিনি বুড়াে হয়ে গেছেন
“বুড়াে হয়ে গেছেন, আর দু-দিন বাদেই”— কী
- ক) মারা যাবেন মশাই
- খ) খাটে উঠবেন মশাই
- গ) যমের বাড়ি যাবেন মশাই
- ঘ) গঙ্গালাভ করবেন মশাই
উত্তর: Show
খ) খাটে উঠবেন মশাই
“তারা সময়মতাে মাপজোখ করে খাওয়াদাওয়া ক কারণ –
- ক) তাঁদের ভুড়ি হয়ে গিয়েছে
- খ) তাঁদের বয়স হয়ে গিয়েছে
- গ) তাঁদের পেটের রােগ হয়েছে
- ঘ) তাঁদের বেশি খাওয়া বারণ হয়ে গিয়েছে
উত্তর: Show
খ) তাঁদের বয়স হয়ে গিয়েছে
“সারারাত ধরে এইসব ভাবলে”— হঠাৎ কী হওয়ার সম্ভাবনা আছে?
- ক) মাথা ঘুরে যাওয়ার
- খ) দম বন্ধ হয়ে যাওয়ার
- গ) বাড়ির লােকেদের চিন্তা করার
- ঘ) হার্টফেল করার
উত্তর: Show
ঘ) হার্টফেল করার
“রজনীকান্ত অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন।”— তার এই অসহায়তার কারণ –
- ক) সামনের ছায়ামূর্তিটি তাকে আক্রমণ করতে এসেছিল
- খ) কালীনাথ বলে পরিচয় দিলেও রজনীবাবু বুঝেছিলেন সে অন্য কেউ
- গ) কালীনাথকে চিনতে না পারায় অত্যন্ত উত্তেজিত রজনীকান্ত
- ঘ) ইতিপূর্বে মৃত্যুর চিন্তা করতে করতে উত্তেজিত রজনীকান্ত কালীনাথকে মৃত্যুদূত ভেবে বসেন
উত্তর: Show
ঘ) ইতিপূর্বে মৃত্যুর চিন্তা করতে করতে উত্তেজিত রজনীকান্ত কালীনাথকে মৃত্যুদূত ভেবে বসেন
“গ্রিনরুমে ঘুমােই.”— কে ঘুমােন?
- ক) কালীনাথ সেন
- খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
- গ) রামব্রিজ
- ঘ) রামচরণ
উত্তর: Show
ক) কালীনাথ সেন
“মিছে কথা বলব না।”— কারণ –
- ক) রজনীকান্ত বুড়াে মানুষ
- খ) রজনীকান্ত ধনী মানুষ
- গ) রজনীকান্ত সৎ মানুষ
- ঘ) রজনীকান্ত বামুন মানুষ
উত্তর: Show
ঘ) রজনীকান্ত বামুন মানুষ
কালীনাথ রাতে গ্রিনরুমে কী করছিলেন?
- ক) সেই রাতটা গ্রিনরুমে থাকবে বলে এসেছিলেন
- খ) রজনীবাবুকে খুঁজতে এসেছিলেন
- গ) তার ফেলে যাওয়া কিছু জিনিস নিয়ে যেতে এসেছিলেন
- ঘ) ইদানীং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিনরুমেই রাত কাটাতেন
উত্তর: Show
ঘ) ইদানীং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিনরুমেই রাত কাটাতেন
“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই”, কারণ –
- ক) মালিক দুঃখ পাবেন
- খ) মালিক তার মাইনে কমিয়ে দেবেন
- গ) বক্তা একেবারে বেঘােরে মারা পড়বেন
- ঘ) মালিক তাকে তাড়িয়ে দেবেন
উত্তর: Show
গ) বক্তা একেবারে বেঘােরে মারা পড়বেন
ঘটনার দিনের শােয়ে রজনী ক্ল্যাপ পেয়েছিল –
- ক) ২ টি
- খ) ৩ টি
- গ) ৪ টি
- ঘ) ৭ টি
উত্তর: Show
ঘ) ৭ টি
‘মরা হাতি সােয়া লাখ’ – কোন্ প্রবাদের অনুকরণে নাট্যকার এই প্রবাদটি ব্যবহার করেছেন?
- ক) মরা হাতি লাখের সমান
- খ) মরা হাতি দশ লাখ
- গ) মরা হাতি লাখ টাকা
- ঘ) মরা হাতি পাঁচ লাখ
উত্তর: Show
গ) মরা হাতি লাখ টাকা
“আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ”— স্টেজে দাঁড়িয়ে থাকাকালীন বক্তা দর্শকদের থেকে কোন্ প্রতিক্রিয়া পান?
- ক) ভালােবাসা
- খ) আদর
- গ) কদর
- ঘ) স্নেহ
উত্তর: Show
গ) কদর
“একটুও ভালাে লাগে না বাড়িতে!”— বাড়ি রজনীকান্তের ভালাে না লাগার কারণ –
- ক) রজনীবাবুর বাড়িতে এখন কেউ নেই
- খ) রজনীবাবু একক জীবনযাপন করেন
- গ) রজনীবাবুর একান্ত আপনজন বলতে কেউ নেই, যাদের সাহচর্যে দুটো কথা বলে শান্তি পেতে পারেন
- ঘ) বাড়ির সকলের সঙ্গে রজনীবাবুর মনােমালিন্য
উত্তর: Show
খ) রজনীবাবু একক জীবনযাপন করেন
“কেন, আমিও তাে মানুষ কালীনাথ।” — মানুষ হিসেবে বক্তা কী আশা করছিলেন?
- ক) থিয়েটারের সকলে তাকে ভালােবাসবে
- খ) তার ঘরসংসার বউ-ছেলেমেয়ে নিয়ে সুখকর হবে
- গ) চোখের জল ফেলার জন্য তার কেউ থাকবে না
- ঘ) তার অভিনয় মানুষের মনে রয়ে যাবে
উত্তর: Show
খ) তার ঘরসংসার বউ-ছেলেমেয়ে নিয়ে সুখকর হবে
রজনীকান্তের মতে, তার শিরায় প্রবাহিত হচ্ছে –
- ক) অভিনয়ের নেশা
- খ) শিল্পের প্রতি শ্রদ্ধা
- গ) সদবংশের পবিত্র রক্ত
- ঘ) প্রায়শ্চিত্ত করার আকাঙ্ক্ষা
উত্তর: Show
গ) সদবংশের পবিত্র রক্ত