দ্বিগবিজয়ের রূপকথা MCQ প্রশ্ন উত্তর {Part-1} : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘দ্বিগবিজয়ে রূপকথা’। এই কবিতার কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি নবনীতা দেবসেন।
Dwigbijoyer Rupkatha দ্বাদশ শ্রেণি সেমিস্টার III বাংলা প্রশ্ন উত্তর
দ্বিগবিজয়ের রূপকথা কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা
দ্বিগবিজয়ের রূপকথা
নবনীতা দেবসেন
শব্দার্থ ও টীকা
- দ্বিগবিজয়: সমস্ত দিক জয় করা
- রূপকথা: কাল্পনিক কাহিনী
- দুয়োরানী: রূপকথার গল্পের ভাগ্যহীনা রানী
- কবচকুণ্ডল: অভেদ্য বর্ম
- তূণীর: বাণ বা শর রাখার আধার
- শিরস্ত্রাণ: মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘দ্বিগবিজয়ের রূপকথা’ কবিতাটির রচয়িতা কে? –
- (ক) কুসুমকুমারী দাশ
- (খ) নবনীতা দেবসেন
- (গ) তিলোত্তমা মজুমদার
- (ঘ) রাধারানী দেবী
উত্তর: Show
(খ) নবনীতা দেবসেন
(ii) নবনীতা দেবসেনের নাম ‘নবনীতা’ কে রাখেন? –
- (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: Show
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(iii) ‘দ্বিগবিজয়ের রূপকথা’ কবিতাটি কোন্ সালে রচিত হয়? –
- (ক) ১৯৭১ সালে
- (খ) ১৯৭৩ সালে
- (গ) ১৯৭৫ সালে
- (ঘ) ১৯৭৭ সালে
উত্তর: Show
(খ) ১৯৭৩ সালে
(iv) ‘দ্বিগবিজয়ের রূপকথা’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? –
- (ক) পক্ষীরাজের ঘোড়া
- (খ) বীরপুরুষ
- (গ) টিনের তলোয়ার
- (ঘ) রক্তে আমি রাজপুত্র
উত্তর: Show
(ঘ) রক্তে আমি রাজপুত্র
(v) পরে ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাখানি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়? –
- (ক) শ্রেষ্ঠ কবিতা
- (খ) খগেন বাবুর পৃথিবী
- (গ) সীতা থেকে শুরু
- (ঘ) সমুদ্রের সন্ন্যাসিনী
উত্তর: Show
(ক) শ্রেষ্ঠ কবিতা
(vi) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাখানি যে শ্রেণীর কবিতা –
- (ক) রূপকাশ্রয়ী কবিতা
- (খ) করুন রসের কবিতা
- (গ) শোক গাথা
- (ঘ) বড় বাটি কি ঘটি
উত্তর: Show
(ক) রূপকাশ্রয়ী কবিতা
(vii) কবিতায় কবি নিজেকে যে নামে অভিহিত করেছেন –
- (ক) রাজকুমার
- (খ) রূপকথার নায়ক
- (গ) যোদ্ধা
- (ঘ) রাজপুত্র
উত্তর: Show
(ঘ) রাজপুত্র
(viii) রাজপুত্রের জননীকে নিম্নোক্ত কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? –
- (ক) দুঃখিনী
- (খ) মায়াবী
- (গ) করুণাময়ী
- (ঘ) লাস্যময়ী
উত্তর: Show
(ক) দুঃখিনী
(ix) রাজপুত্রকে যেতেই হবে যেখানে –
- (ক) রণক্ষেত্রে
- (খ) দ্বিগবিজয়ে
- (গ) দেশ ভ্রমণে
- (ঘ) মাতৃ সাক্ষাতে
উত্তর: Show
(খ) দ্বিগবিজয়ে
(x) উক্ত কবিতায় রাজপুত্র যার সন্তান –
- (ক) সুয়োরানীর
- (খ) পাট রানীর
- (গ) দুয়োরাণীর
- (ঘ) রাণীর
উত্তর: Show
(গ) দুয়োরাণীর
(xi) ‘তূণীর’ শব্দের অর্থ হলো –
- (ক) বাণ বা শর রাখার আধার
- (খ) ধনুক
- (গ) তলোয়ার
- (ঘ) তীর বা শর
উত্তর: Show
(ক) বাণ বা শর রাখার আধার
(xii) শিরস্ত্রাণ শব্দের অর্থ হলো –
- (ক) ঢাল
- (খ) বাহু বন্ধনী
- (গ) বক্ষ আবরণ
- (ঘ) মস্তকাবরণ
উত্তর: Show
(ঘ) মস্তকাবরণ
(xiii) রাজপুত্রের কাছে কিছু না থাকলেও মায়ের আশীর্বাদী স্বরূপ যতটা সরঞ্জাম ছিল –
- (ক) একটি
- (খ) দুটি
- (গ) তিনটি
- (ঘ) চারটি
উত্তর: Show
(খ) দুটি