একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 3

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 3

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 3

/40
101

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 3

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) দেশি>দিশি, এই জাতীয় ধ্বনি পরিবর্তন কোন্ উপভাষায় দেখা যায়?

2 / 40

2) “…তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না।”-বিড়াল মানুষের জ্ঞানোন্নতির কোন উপায়ের কথা বলেছে?

3 / 40

3) মাহারাষ্ট্রী অপভ্রংশ থেকে নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এসেছে  ……………… ।

4 / 40

4) ‘বিড়াল’ প্রবন্ধের কথক হুঁকো হাতে ঝিমোতে ঝিমোতে কোন যুদ্ধের কথা ভাবছিলেন?

5 / 40

5) ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট  ………………. ।

6 / 40

6) জলযোগের সময় বিড়ালের সঙ্গে কমলাকান্ত কী ভাগ করে খেতে চেয়েছেন?

7 / 40

7) ‘দেবদূতের ডানাগুলোর পিছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃৎ’ -এখানে ‘পরভৃৎ’ শব্দের অর্থ কী?

8 / 40

8) খুব কাছ থেকে নজর করলে থুত্থুরে বুড়োকে কীরকম দেখাচ্ছিল?

9 / 40

9)  “ক্ষেন্তি মা, এসব কোথা থেকে আনলি?”- ‘এসব’ বলতে কীসের কথা বলা হয়েছে?

10 / 40

10) চর্যাপদগুলি মূলত কোন্ ধর্মের সাধনগীতি?

11 / 40

11) বৈষ্ণব পদাবলির মূল বিষয়-

12 / 40

12) জৈন কী?

13 / 40

13) ‘বেদান্ত’ বলতে কী বোঝায়?

14 / 40

14) পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কাকে বলা হয়?

15 / 40

15) প্রদত্ত বিবৃতি (বি) ও কারণ (কা)-এর ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো:

 

বিবৃতিঃ বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলা ঠিক নয়।

 

কারণঃ বেদের ভাষার বিবর্তিত ও ঈষৎ পরিবর্তিত রূপ হল সংস্কৃত ভাষা।

16 / 40

16) ” ‘ছ’-সাত পুরুষে ভঙ্গ, পচা শ্রোত্রীয়।”- উক্তিটির অর্থ কী?

17 / 40

17) “কি সেবা তার সে সুখ-সদনে।-“- অংশটির অর্থ কী?

18 / 40

18) ‘পুঁই মাচা’ গল্পে প্রায় বছর চল্লিশের বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী ক্ষেন্তির বিয়ে ও পরে তার অকালমৃত্যুর ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশের এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের সেই উপজীব্য সত্যটি হল-

19 / 40

19) “পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ করিলেন “- কী লক্ষ করলেন?

20 / 40

20) ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল-

21 / 40

21) ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

 

কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনীর আনা দুধ বিড়াল খেয়ে নিল।

কমলাকান্ত হুঁকো হাতে ওয়াটার্লর যুদ্ধের কথা ভাবছিলেন।

কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হলেন।

কমলাকান্ত ভাঙা লাঠি নিয়ে বিড়ালকে মারতে গেলেন।

22 / 40

22) ” ..…….. নিশায় সুশান্ত নিদ্রা, ……… দূর করে।”-

শূন্যস্থান পূরণ করো:

23 / 40

23) যাজনপল্লির পুরুতটি কে ছিলেন?

24 / 40

24) ‘হাসিছেন তিনি’-তিনি কোথায় হাসছেন?

25 / 40

25) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

26 / 40

26) “এ-যে এক জোচ্চোর ফেরেব্বাজ,”-কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে?

27 / 40

27) চর্যাপদের পুথিতে প্রাপ্ত পদের সংখ্যা হল –

28 / 40

28) ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?

29 / 40

29) কার কাছ থেকে ক্ষেন্তি চিংড়ি মাছ চেয়ে এনেছিল?

30 / 40

30) সমাজের উন্নতির কথায় বিড়ালের বিতৃষ্ণা কেন?

31 / 40

31) ‘স্পর্ধা জানাচ্ছে …….. আর ……. ফাঁসুড়েকে” – শূন্যস্থান পূরণ করো।

32 / 40

32) Linguistic Survey of India 1903-1928-এর মূল সম্পাদক ছিলেন

33 / 40

33) ‘দিদি বড় ভালোবাসত’- বক্তা ও ‘দিদি’ কে, কে?

34 / 40

34) সত্য ও মিথ্যা নির্ণয় করো:

i. পরমেশ্বর চাটুজ্যে হলেন সহায়হরির পূর্বপুরুষ।

ii. পৌষসংক্রান্তিতে সহায়হরি তাঁর আত্মীয়ের বাড়িতে ব্রাহ্মণভোজনের নিমন্ত্রণ পেয়েছিলেন।

iii. অন্নপূর্ণা ক্ষেন্তিকে ভালোবাসতেন না।

iv. ক্ষেন্তির স্মৃতি বাঁচিয়ে রেখেছিল তার লাগানো পুঁইগাছ।

35 / 40

35) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি মূলত গ্রামীণ নাট্যগীতি – এমন বলার কারণ কী?

36 / 40

36) সাঁওতালি ভাষার লিপির নাম-

37 / 40

37) “সেই জানে কত গুণ ধরে কত মতে / গিরীশ।”- ‘গিরীশ’ শব্দের অর্থ কী?

38 / 40

38) বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য?

 

বক্তব্য-Ⅰ: নব্য ভারতীয় আর্য ভাষা বলতে বিশেষ কোনো-একটি ভাষাকে বোঝায় না।

 

বক্তব্য-II: বিশেষত উত্তর ভারতের আধুনিক ভারতীয় ভাষাগুলির সমন্বয় হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা।

39 / 40

39) কমলাকান্ত ভট্টাচার্যের সার্থকতা কোন্ জাতীয় শ্যামাসংগীতে?

40 / 40

40) “ও নাকি উচ্ছ্বগ্‌গু করা মেয়ে”- ও কেন ‘উচ্ছ্বগ্‌গু’ করা মেয়ে?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
নন্দিনী57%
A2%
Souvik sardar2%
Souvik sardar2%
Aahan65%
Eshani72%
Priyanka47%
Farhan Molla70%
Pallabi das37%
Rahul Sahis15%
Rajib17%
Ankit sarkar0%
Ankit sarkar0%
Munira Khatun85%
Akash10%
Nandini das95%
Abubakkar siddique62%
SS50%
Partha72%
Salina85%
Deba85%
Ayan67%
dd75%
Nandini das90%
Nandini das50%
Chayan57%
Suraj karmakar37%
Nisha pakre35%
A.p80%
S42%
Sutrisha65%
Ushmi das45%
Wuusù72%
Sudip85%
Sujay Rana60%
Shreya Das77%
Daba55%
Soumyadip Bhunia75%
A92%
Arpita pal67%
Deep Mandal75%
Ruba92%
Ruba75%
dd72%
Arnab50%
Jesmin khatun47%
Dd70%
Madhumita rana50%
Tina das30%
Puspendu Mondal57%
Jayanta ff50%
bhjhvhgv95%
Nandini das57%
Koyel Roy80%
firdoush sk75%
Halima Mustafa77%
Zoya82%
A75%
Dipen75%
Namita60%
Arindam das92%
Arindam das55%
Srija Mullick70%
AB70%
Priti75%
Susmita Sardar65%
Dipen Das35%
Abhijit Ghosh52%
Chandra57%
Halima Mustafa55%
Puja32%
Arindam das37%
Debi57%
Moupia das60%
Debabrata maity50%
Rinika55%
Arka Maity85%
Tanmoy Manna42%
Bhumika Dey50%
Abhijit Ghosh75%
Kosish Dey52%
Bijoy barman47%
মমতা বন্দ্যোপাধ্যায়85%
M80%
Queen Tithi67%
Jaya barman67%
Partha57%
Mousumi gain45%
Shuvodeep santra37%
Anusree57%
Piyus Marik57%
Arjan55%
Jishu47%
Anu75%
Jesmin khatun40%
Sanjana khatun37%
Diya52%
Somnath Mondal60%
Manoj Roy40%
Babusona Bain27%
Bubu Karmakar22%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *