একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 4

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 4

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 4

/40
89

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 4

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে পথে কী ফুটে থাকার কথা বলা হয়েছে?

2 / 40

2) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

 

ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা খুব প্রচলিত

 

ভারত ভাষার অরণ্য

 

ভারত বহুভাষাভাষীর দেশ

 

ভারত চার ভাষাবংশের দেশ

 

ভারতে বহু জাতি বহু ভাষা

 

বিকল্পসমূহ:

3 / 40

3) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

………. উপভাষা হল সমাজের নানা শ্রেণির মধ্যে একই ভাষার স্বতন্ত্র রূপ।

4 / 40

4) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

‘সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ ……’

5 / 40

5) চন্ডীদাস মূলত কীসের কবি?

6 / 40

6) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

 

চৌর দোষী বটে, কিন্তু ………  তদপেক্ষা শত গুণে দোষী।

7 / 40

7) সঠিক ঘটনাক্রমটি বেছে নাও:

 

(i) নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম

 

(ii) আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে, ঝিমাইতেছিলাম

 

(iii) ডিউক বলিল, “মেও!”

 

(iv) প্রথমে মনে হইল, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে।

বিকল্পসমূহ:

8 / 40

8) শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে-

9 / 40

9) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

‘মায়ের ……… বুকে নিয়ে।’

10 / 40

10) চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই-

11 / 40

11) ‘হেমাদ্রি’ শব্দের অর্থ কী?

12 / 40

12) পেলাইওর স্ত্রীর নাম-

13 / 40

13) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

বনেশ্বরী প্রদান করে-

 

সুনির্মল জল

 

নিশায় সুশান্ত নিদ্রা

 

পরম আদর

 

দিবসে শীতল শ্বাসী ছায়া

 

বিকল্পসমূহ :

14 / 40

14) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল-

15 / 40

15) কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমোচ্ছিল?

16 / 40

16) ‘পুঁইমাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে প্রকাশিত হয়?

17 / 40

17) পুঁইমাচা’ গল্পটি শুরু হয় কোন ঋতুতে?

18 / 40

18) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

 

সংস্কৃত ও পালি ভাষা ব্যবহার করত ………. ।

19 / 40

19) Assertion – Reasoning Type:

 

সঠিক বিকল্পটি বেছে নাও:

 

বিবৃতি (A): নবজাত শিশুটির সাররাত ধরে জ্বর ছিল।

 

কারণ (R): পেলাইওদের বাড়িতে কাঁকড়ার পচা বদ গন্ধ ছিল।

 

বিকল্পসমূহ:

20 / 40

20) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

 

………… বনে বসে খানিক আগে কী করছিলে শুনি?

21 / 40

21) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

22 / 40

22) কেস স্টাডি:

 

দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রায় জন্মগ্রহণ করে বিপুল সম্ভাবনাময় এক শিশু। কৃষ্ণাঙ্গ এক পরিবারে জন্ম হয় তাঁর। পরবর্তীকালে আফ্রিকান একজন কবি ও রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বর্ণবিদ্বেষের জোর বিরোধিতায় সামিল হয়ে, বোথা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এক নিরাপত্তা পুলিশকে তিনি হত্যা করলেন, এর ফলস্বরূপ কী ঘটল?

 

বিকল্পসমূহ :

23 / 40

23) অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য?

24 / 40

24) চিরাগত প্রথাটি কী ছিল?

25 / 40

25) ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন-

26 / 40

26) ক্ষেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল –

27 / 40

27) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

 

ক্ষেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল-

 

পায়েস

 

মুগতক্তি

 

পাটিসাপটা

 

ঝোলপুলি

 

বিকল্পসমূহ:

28 / 40

28) ক্ষেন্তির বয়স আসলে হল-

29 / 40

29) ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ কোন্‌ ভাষায় রচিত?

30 / 40

30) কমলাকান্ত যদি নেপোলিয়ন হতেন, তবে কোন্ যুদ্ধে জিততে পারতেন বলে তিনি ভাবছিলেন?

31 / 40

31) পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণিক-

32 / 40

32) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

 

ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত ভাষা গুলি হল-

 

(i) গ্রিক, ইতালীয়, কেলতিক

 

(ii) ইন্দো-ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়

 

(iii) হিব্রু, আরবি

 

(iv) ফিনিস, এস্তোনীয়, সাময়েদ।

 

বিকল্পসমূহ:

33 / 40

33) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

34 / 40

34) চার্ট / ডায়াগ্রাম / চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো:

ভেন ডায়াগ্রামটি নির্বাচন করো যা নিম্নোক্ত শ্রেণির মধ্যে থাকা সম্পর্ককে সবথেকে ভালোভাবে উপস্থাপন করে:

দ্রাবিড়, দক্ষিণী, তেলুগু

35 / 40

35) মাইকেল মধুসূদন দত্ত কোন্‌ ছন্দের প্রবর্তন ঘটান?

36 / 40

36) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

‘যত ………. সব মরতে আসে আমার ঘাড়ে…

37 / 40

37) বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও:

 

বিবৃতি ১: আশীর্বাদ হয়েও ক্ষেন্তির বিয়ে হল না।

 

বিবৃতি ২: সহায়হরি পনের টাকা জোগাড় করতে পারেনি।

 

বিকল্পসমূহ:

38 / 40

38) ‘আসাম’ শব্দের উৎপত্তি কী থেকে?

39 / 40

39) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

 

দ্বিজ কানাই রচিত পূর্ববঙ্গ গীতিকার পালার নাম ……..

40 / 40

40) চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
Dip45%
Munira Khatun95%
Eshani85%
Farhan Molla85%
Srija Saha55%
utpal50%
Bharati gorai65%
Priya42%
Ankit sarkar70%
Tina Mondal82%
Munira Khatun95%
Brishti dutta77%
Brishti dutta52%
Arka Maity95%
Guddo62%
Mahima De85%
Partha82%
Nandini das70%
Neon82%
Mainuddin67%
A.p85%
Srija Mullick85%
Arpita pal75%
Abubakkar siddique47%
S87%
Abdjdj75%
Arnab62%
dd67%
Puspendu Mondal70%
Priya biswas57%
A87%
Koyel Roy85%
Sk mafuj alam62%
Halima Mustafa70%
Namita70%
Pritam das70%
AB87%
Arka Maity95%
Sk mafuj alam35%
Gididofoi67%
Halima Mustafa60%
Shreya Das97%
Ayus Marik62%
Marik70%
Red tea ☕☕55%
চমু পাঠান67%
Saheba82%
Srija Saha52%
Debabrata maity52%
Debi57%
Moupia das75%
Rinika80%
Arka Maity92%
Tanmoy Manna57%
Jesmin khatun65%
Bhumika Dey70%
Sanchita Sarkar90%
Bhumika Dey65%
Joydip Barman50%
আদৃত ঘোষ90%
Bijoy barman50%
Bhu70%
Kosish Dey77%
Ranjan dey22%
Priya32%
Ranjan dey20%
Ranjan dey35%
Raj mandal35%
Abhijit Ghosh90%
Jaya barman92%
T . Dey60%
Jaya barman77%
Md Riyaz85%
Partha60%
Mousumi gain55%
Anu90%
Jesmin khatun52%
Momin45%
Debasish roy82%
Somnath Mondal65%
Group67%
Diya62%
Tqjjmuk15%
Animesh25%
Babusona Bain17%
Ushmi das45%
Provat kumar65%
Bidyut samanta62%
Saheba khatun75%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *