একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 2

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 2

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 2

/40
147

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 2

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন-

2 / 40

2) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের দূতী চরিত্রটির নাম হল-

3 / 40

3) ‘তাঁর মনে বড় কষ্ট হইল।’ – কষ্টের কারণ –

4 / 40

4) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

(i) এদিকে একবার আয়তো, শুনে যা।

(ii) এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস?

(iii) ক্ষেন্তির মুখ শুকাইয়া গেল।

(iv) সে মায়ের কাছে এল।

বিকল্পগুলি:

5 / 40

5) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

‘আমি কি যাব ..……. ঠিক করতে?’

6 / 40

6) সত্য-মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও:

(i) মুন্ডারি এনসাইক্লোপিডিয়ার সম্পাদক ফাদার হফম্যান।

(ii) অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু।

(iii) শঙ্করাচার্য কর্ণাটকের বাসিন্দা।

(iv) ব্রাহুই ভাষার চিহ্ন মেলে আফগানিস্তানে।

7 / 40

7) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

সকালে উঠে সহায়হরি তামাক টানিতেছেন, তখন-

(i) বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রোদ এসেছিল

(ii) আকাশ মেঘলা ছিল

(iii) বৃষ্টি হচ্ছিল

(iv) রোদের আতপে বসেছিল

বিকল্পগুলি :

8 / 40

8) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

(i) বৈষ্ণবকর্তা বলরাম দাসের পদের পরিচয় প্রথম জানা যায়।

(ii) বিদ্যাপতি জন্মগ্রহণ করেন।

(iii) বৈয়ব পদকর্তা গোবিন্দদাসের জন্ম।

(iv) জ্ঞানদাসের জন্ম।

বিকল্পগুলি:

9 / 40

9) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: ‘গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র’।

কারণ:

10 / 40

10) উরাল ভাষাবংশের অন্তর্গত ভাষা হল-

11 / 40

11) কোন্ ইন্দো-ইউরোপীয় ভাষায় একমাত্র মূর্ধন্য ধ্বনি আছে?

12 / 40

12) সহায়হরির তুলে আনা মেটে আলুটির ওজন ছিল –

13 / 40

13) সহায়হরি জাতিগত দিক দিয়ে ছিল-

14 / 40

14) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: শাক্যমুনি রাজ্য ত্যাগ করেন।

কারণ:

15 / 40

15) তরুদল কীভাবে অমৃতফল জোগায়?

16 / 40

16) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্যগুলি হল-

(i) ‘অ’-কারের ‘ও’-কার প্রবণতা।

(ii) ‘ক’ সাধারণত ‘খ’ রূপে উচ্চারিত হয়।

(iii) অভিশ্রুতি ও স্বরসংগতির প্রাধান্য লক্ষিত হয়।

(iv) শব্দকোশের অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়।

17 / 40

17) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

বঙ্কিমের প্রবন্ধ সাহিত্যগুলি হল –

(i) কমলাকান্তের দপ্তর

(ii) লোকরহস্য

(iii) কৃষ্ণচরিত্র

(iv) বিবিধ সমালোচনা

18 / 40

18) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

আলাওলের ‘হপ্তপয়কর’ ………….  কবির গ্রন্থের অনুবাদ।

19 / 40

19) নিত্যানন্দ আচার্য যে রাজার সভাকবি ছিলেন তাঁর নাম হল-

20 / 40

20) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) ঈসা মুশা সত্যের পরিচয় পেয়েছিল।

(ii) পথে ফুটে গোলাপ ফুল।

(iii) দেবতা ঠাকুর মৃত পুঁথি-কঙ্কালে।

(iv) লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।

বিকল্পগুলি:

21 / 40

21) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

‘বাতাসকে মুক্ত করে দেয় ….……..

22 / 40

22) ‘সাম্যবাদী’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

23 / 40

23) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

‘তোমাতে রয়েছে সকল ..…….. ।

24 / 40

24) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) আশীর্বাদ হয়েও ক্ষেন্তির বিয়ে হয়নি।

(ii) সহায়হরি দুলে-বাগদি পাড়ায় দিন কাটায়।

(iii) রস আনার জন্য সহায়হরি হাঁড়ি চেয়েছিল।

(iv) রসটি ছিল তালের রস।

বিকল্পগুলি:

25 / 40

25) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিকল্পগুলি:

26 / 40

26) চিরাগত প্রথা অবলম্বন না-করলে মার্জারী তার স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কী বলে উপহাস করবে?

27 / 40

27) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

28 / 40

28)

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

29 / 40

29) ‘বিড়াল’ প্রবন্ধে মার্জারকে ‘পতিত আত্মা’ বলা হয়েছে-

30 / 40

30) পিজিন হল –

31 / 40

31) ‘ব’লে যাও, বলো আরো।’ – কী বলে যাওয়ার কথা বলা হয়েছে?

32 / 40

32) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

বিকল্পগুলি:

33 / 40

33) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে

(ii) করুণার তটিনী তুমি

(iii) কি সেবা তার সে সুখ সাগরে

(iv) বনেশ্বরী ক্লান্তি দূর করে

34 / 40

34) প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল-

35 / 40

35) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

(i) ধর্ম কি? পরোপকারই ধর্ম।

(ii) তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো।

(iii) তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি?

(iv) স্থির হইয়া, হুঁকা হাতে করিয়া, একটু বিচার করিয়া দেখ দেখি?

বিকল্পগুলি:

36 / 40

36) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

পশ্চিমা হিন্দি বলা হয়-

ব্রজভাষাকে

লহন্দীকে

কনৌজীকে

পূর্বী পাঞ্জাবিকে

37 / 40

37) দরিদ্রের চৌর্যবৃত্তির পিছনে দোষ কার?

38 / 40

38) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

ভাগীরথী-হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা উপভাষাটি হল ………. ।

39 / 40

39) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: সিন্ধু সভ্যতা অঞ্চলেই দ্রাবিড়ীয় সভ্যতা-এ কথা আজ প্রতিষ্ঠিত।

কারণ:

40 / 40

40) ‘কোনো চোখের জলও নয়’- কাদের চোখের জলের কথা বলা হয়েছে?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
Nn37%
Salina5%
Priyanka45%
Farhan Molla80%
Rahul Sahis62%
Sudip mahato42%
Soumi62%
Rajib20%
Amit42%
Tina Mondal57%
Sutapa72%
Sk taj2%
Sk raj0%
Purnima60%
Kiran das67%
Akash pramanik57%
Archana Das57%
I52%
দেবযানী মজুমদার70%
Abubakkar siddique62%
Guddo57%
Susmita Sardar27%
dd70%
Deb92%
Salina65%
Nandini das55%
Debdas67%
Arindam62%
Yt77%
Po62%
IMTIAZ77%
IMTIAZ37%
S57%
Eshani80%
A80%
Nisha pakre55%
Sudipta Roy70%
Jayetri72%
Kuldip27%
Sutrisha87%
Balaram Mahato47%
Arpita gachui57%
Saki50%
Gayetri Naskar77%
Gayetri Naskar45%
Anisha Mondal50%
Saxi sani50%
Ayan67%
Soumyadip Bhunia62%
Rupsa57%
Sagar barik57%
Papiya37%
Deep Mandal77%
Arpita pal75%
Taslima90%
Ss72%
Pritam Ghosh55%
Sneha Dutta65%
Ruba77%
Sayan yt60%
Arnab60%
Tina Mondal25%
Afrin22%
Madhumita rana67%
K95%
S.B.62%
Puspendu Mondal65%
Prosenjit Datta35%
Sayan20%
Arijit85%
Joy ghughu37%
Jayanta ff50%
dd52%
DD45%
Arindam das67%
Cdjsdb35%
Sk mafuj alam62%
firdoush sk15%
suvo80%
Neha roy42%
Shreya Das62%
Sk mafuj alam55%
A72%
Arindam das62%
Suroj sk37%
Namita52%
Yu50%
Koyel62%
RAJESH KUMAR DHIBAR25%
RAJESH KUMAR DHIBAR15%
Sou67%
AB67%
Sush47%
Arpita pal65%
Md mafizul Lasker47%
Zoya22%
Priti60%
Srija Mullick62%
Samapti Manna40%
Chayan50%
Chandra52%
Halima Mustafa42%
Sathi40%
Ankita60%
ASGAR ALI60%
Arindam Das57%
Jesmin khatun57%
Rahul25%
LABANI DAS52%
Priyanka Biswas32%
Abdul20%
Anamika Barman67%
Nandini das37%
Nilkanta mahato32%
পার্থ চট্টোপাধ্যায়87%
Jaya barman37%
Partha35%
Mousumi gain47%
Saheba57%
Jesmin khatun57%
Sajal kayal75%
Ax25%
Diya60%
Arpita Adak47%
Radheshyam bauri35%
Anu62%
Dev50%
BAPI ROY35%
Biswajit Das45%
Shreya Das45%
Madhumita rana57%
Madhumita rana47%
Ushmi das50%
Minu paul60%
Arindam das47%
SUBHAGATA MAJI40%
Animesh25%
Tajmul62%
Swarupananda Dey42%
Tahina50%
Srijoni Seal57%
Somnath Mondal72%
Thig35%
Hjjj20%
Mridul Mandal95%
Mridul Mandal55%
Babusona bain25%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *