ধাতুবিদ্যা (Metallurgy) অনুশীলনী সাঁতরা প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধাতুবিদ্যা (Metallurgy)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সাঁতরা প্রকাশনীর (ড. শুভেন্দু মাইতি, ড. সুজিত কুমার বেরা ও দিলীপ কুমার সাঁতরা) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।
ধাতুবিদ্যা – অনুশীলনী প্রশ্নোত্তর – সাঁতরা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) : প্রশ্নের মান-1
1. নীচের কোন্ ধাতুসংকরে জিংক বর্তমান?
- (a) কাঁসা
- (b) পিতল
- (c) ব্রোঞ্জ
- (d) ডুরালুমিন
উত্তর: Show
(b) পিতল
2. লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল –
- (a) FeO
- (b) Fe2O3
- (c) Fe3O4
- (d) FeCO3
উত্তর: Show
(b) Fe2O3
3. ডুরালুমিনে কোনটি থাকে না?
- (a) Al
- (b).Cu
- (c) Mg
- (d) Ni
উত্তর: Show
(d) Ni
4. নীচের কোনটি জিঙ্কের আকরিক জিংক ব্লেন্ডের সংকেত?
- (a) ZnO
- (b) ZnS
- (c) ZnCO3
- (d) ZnSO4
উত্তর: Show
(b) ZnS
5. নীচের কোনটি সালফাইড আকরিক?
- (a) রেড হেমাটাইট
- (b) ক্যালামাইন
- (c) বক্সাইট
- (d) জিংক ব্লেন্ড
উত্তর: Show
(d) জিংক ব্লেন্ড
6. থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় –
- (a) কার্বন
- (b) আয়রন
- (c) কপার
- (d) অ্যালুমিনিয়াম
উত্তর: Show
(d) অ্যালুমিনিয়াম
7. তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় –
- (a) কার্বন বিজারণ পদ্ধতি
- (b) তড়িৎ বিজারণ পদ্ধতি
- (c) থার্মিট পদ্ধতি
- (d) স্বতঃবিজারণ পদ্ধতি
উত্তর: Show
(b) তড়িৎ বিজারণ পদ্ধতি
8. নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত?
- (a) Al2O3
- (b) Al2O3, H2O
- (c) Al2O3, 2 H2O
- (d) AlF3, 3 NaF
উত্তর: Show
(c) Al2O3, 2 H2O
9. ক্যালামাইন নীচের কোন্ ধাতুর আকরিক?
- (a) Cu
- (b) Al
- (c) Fe
- (d) Zn
উত্তর: Show
(d) Zn
2 অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (VSAQ) : প্রশ্নের মান-1
➤ শূন্যস্থান পূরণ করো:
1. থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত Fe2O3 ও Al -এর ওজনগত অনুপাত হল …….. ।
উত্তর: Show
3 : 1
2. মরিচা পড়া হল একটি …….. প্রক্রিয়া।
উত্তর: Show
তড়িৎ-রাসায়নিক
➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো:
1. সোডিয়াম, ক্যালশিয়াম ধাতুকে কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না।
উত্তর: Show
সত্য
2. ইলেকট্রন হল ম্যাগনেশিয়াম ও জিংকের ধাতুসংকর।
উত্তর: Show
মিথ্যা
➤ এক কথায় উত্তর দাও :
1. অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তর: Show
বক্সাইট (Al2O3, 2 H2O)
2. গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন্ ধাতু অধঃক্ষিপ্ত হয়?
উত্তর: Show
তামা (Cu)
3. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো।
উত্তর: Show
সোডিয়াম (Na)
4. জলের মধ্যে কোন্ আয়নের উপস্থিতি মরচে ধরাকে ত্বরান্বিত করে?
উত্তর: Show
Cl– , SO42-
5. তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটি কী?
উত্তর: Show
বেসিক কপার কার্বনেট [CuCO3, Cu(OH)2]
➤ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(a) কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয় | (i) টিন |
(b) থামিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে | (ii) Na/Hg |
(c) অ্যামালগাম | (iii) অ্যালুমিনিয়াম |
(d) কাঁসাতে উপস্থিত | (iv) Zn |
উত্তর: Show
a→iv, b→iii, c→ii, d→i
3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (SAQ) : প্রশ্নের মান-2
1. উপাদান উল্লেখ করে তামার একটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো।
2. অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও।
3. অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো।
4. জিংক ব্লেন্ডকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন।
5. সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়-কেন?
6. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এর একটি প্রয়োগ লেখো।
7. সংকেতসহ দস্তার একটি প্রধান আকরিকের নাম লেখো।
8. জারণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও।
9. থার্মিট পদ্ধতি কাকে বলে?
10. অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন?
11. MSO4 (M = ধাতু) -এর জলীয় দ্রবণকে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো।
12. ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কী বোঝো?
13. খনিজ মল বলতে কী বোঝো?
14. সমুদ্রগামী লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন?
15. CuSO4-এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
16. জিংক অক্সাইড থেকে কীভাবে জিংক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
17. লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো।
18. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্দ্বারে ঘটে? Mn+ + ne ⇄ M (M = ধাতু) বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তিসহ উদাহরণ দাও।
4. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলি (LAQ) : প্রশ্নের মান-3
1. লোহায় মরচে নিবারণের উপায়গুলি বর্ণনা করো।
2. মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিংক ও কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো।
3. তড়িৎবিশ্লেষণের সাহায্যে Al ধাতু নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়?