ধাতুবিদ্যা (Metallurgy) অনুশীলনী অভিনব প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধাতুবিদ্যা (Metallurgy)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অভিনব প্রকাশনীর (ধনঞ্জয় সরকার ও ড. অশোক কুমার ঘোষ) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।
ধাতুবিদ্যা – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: প্রশ্নমান-1
1.1 পিতল ও কাঁসা উভয়েই থাকে –
- (a) Cu
- (b) Sn
- (c) Ni
- (d) Zn
উত্তর: Show
(a) Cu
1.2 কোনটি ডুরালুমিনে থাকে? –
[Hint : ডুরালুমিন – Al + Cu + Mg + Mn]- (a) Fe
- (b) Zn
- (c) Mn
- (d) Ag
উত্তর: Show
(c) Mn
1.3 কোনটি সালফাইড আকরিক? –
- (a) বক্সাইট
- (b) রেড হেমাটাইট
- (c) কপার গ্লান্স
- (d) ক্যালামাইন
উত্তর: Show
(c) কপার গ্লান্স
1.4 বক্সাইট কোন্ ধাতুর আকরিক? –
- (a) Al
- (b) Ca
- (c) Zn
- (d) Fe
উত্তর: Show
(a) Al
1.5 ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক? –
- (a) Al
- (b) Cu
- (c) Zn
- (d) Fe
উত্তর: Show
(c) Zn
1.6 কোন্ আয়নের উপস্থিতিতে লোহার মরিচা পড়া ত্বরান্বিত হয়?-
- (a) Na+
- (b) Ca2+
- (c) OH–
- (d) CI–
উত্তর: Show
(d) CI–
1.7 থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় –
- (a) Cu
- (b) Al
- (c) Fe
- (d) Zn
উত্তর: Show
(b) Al
1.8 আয়রনের আকরিকটি হল –
- (a) ম্যাগনেটাইট
- (b) ক্যালামাইন
- (c) গিবসাইট
- (d) কিউপ্রাইট
উত্তর: Show
(a) ম্যাগনেটাইট
1.9 কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় –
- (a) Na
- (b) K
- (c) Ca
- (d) Zn
উত্তর: Show
(d) Zn
1.10 নীচের কোন্ ধাতুটি তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? –
- (a) Na
- (b) Zn
- (c) Al
- (d) Ca
উত্তর: Show
(b) Zn
1.11 গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি হল –
- (a) তামা
- (b) দস্তা
- (c) লোহা
- (d) অ্যালুমিনিয়াম
উত্তর: Show
(b) দস্তা
1.12 নীচের কোনটি লোহার আকরিক নয়? –
- (a) ম্যাগনেটাইট
- (b) সিডেরাইট
- (c) রেড হেমাটাইট
- (d) ক্রায়োলাইট
উত্তর: Show
(d) ক্রায়োলাইট
1.13 মরিচা ধরা হল একটি –
- (a) জারণ প্রক্রিয়া
- (b) বিজারণ প্রক্রিয়া
- (c) জারণ-বিজারণ
- (d) কোনোটিই নয়
উত্তর: Show
(c) জারণ-বিজারণ
1.14 CuSO4 থকে Cu কে প্রতিস্থাপিত করতে পারে –
- (a) Fe
- (b) Au
- (c) Ag
- (d) Hg
উত্তর: Show
(a) Fe
2 অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) (প্রশ্নের মান-1)
2.1 রট আয়রনে কার্বনের পরিমাণ কত?
উত্তর: Show
0.1% – 0.15%
2.2 মরিচার সংকেত কী?
উত্তর: Show
Fe2O3, x H2O
2.3 অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো।
উত্তর: Show
বক্সাইট (Al2O3 , 2 H2O)
2.4 গ্যালভানাইজেশন-এর ক্ষেত্রে লোহার উপর কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয়?
উত্তর: Show
দস্তা
2.5 জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে?
উত্তর: Show
0%
➤ নীচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো: (প্রশ্নের মান – 1)
2.7 রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হওয়ার ঘটনাকে ……. বলে।
উত্তর: Show
বিজারণ
2.8 ক্রায়োলাইট ……. ধাতুর আকরিক।
উত্তর: Show
অ্যালুমিনিয়াম
2.9 থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক হল ……. ।
উত্তর: Show
অ্যালুমিনিয়াম
2.10 কপার পাইরাইটস্-এর সংকেত হল ……. ।
উত্তর: Show
Cu2S, Fe2S3 বা CuFeS2
2.11 থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al এর ওজনগত অনুপাত ……. ।
উত্তর: Show
3 : 1
2.12 কার্বন-বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে সাধারণত ……. ব্যবহার করা হয়।
উত্তর: Show
কার্বন
➤ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
2.13 ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে ওপরের ধাতুটির নাম হল সোডিয়াম।
উত্তর: Show
মিথ্যা
2.14 বক্সাইটের সংকেত হল AI2O3
উত্তর: Show
মিথ্যা
2.15 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1) বক্সাইট | (a) ZnCO3 |
2) রেড হিমাটাইট | (b) Al2O3 , 2H2O |
3) ক্রায়োলাইট | (c) Fe2O3 |
4) ক্যালামাইন | (d) AIF3, 3 NaF |
উত্তর: Show
1→b, 2→c, 3→d, 4→a
2.16 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1) কাঁসা | (a) Cu + Zn + Ni |
2) পিতল | (b) Cu + Sn |
3) জার্মান সিলভার | (c) Al + Cu + Mg + Mn |
4) ডুরালুমিন | (d) Cu + Zn |
উত্তর: Show
1→b, 2→d, 3→a, 4→c
2.17 থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর নাম লেখো।
উত্তর: Show
লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানীজ
2.18 ইস্পাতে কার্বনের শতকরা পরিমান কত?
উত্তর: Show
0.15% – 1.5%
3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ) (প্রশ্নের মান – 2)
3.1 অ্যালুমিনিয়াম এবং ক্যালশিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে Al এবং Ca ধাতু নিষ্কাশন করা যায় না কেন?
3.2 আর্দ্র বায়ুতে জিংকের উজ্জ্বলতা হ্রাস পায় কেন?
3.3 অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন?
3.4 থার্মিট মিশ্রণ কী? থার্মিট পদ্ধতিতে বিজারক কী?
3.5 অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম ও সংকেত উল্লেখ করো।
3.6 বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন?
3.7 আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে উদাহরণ-সহ দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে?
3.8 তামার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। মরচে কী?
3.9 থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো।
3.10 লোহাতে মরিচা কীভাবে পড়ে তা রাসায়নিক বিক্রিয়াসহ ব্যাখ্যা করো।
3.11 CuSO4 দ্রবণে লোহার পেরেক রাখলে কী ঘটে সমীকরণসহ লেখো।
3.12 মরচে নিবারণের তিনটি উপায় লেখো।
3.13 সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন?
3.14 জিঙ্ক ও লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো।
3.15 অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি বা টকজাতীয় খাবার খাওয়া উচিত নয় কেন?
3.16 ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝ?
3.17 CuSO4 এর জলীয় দ্রবনে Zn টুকরো যোগ করলে কী ঘটে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এটি জারণ-বিজারণ বিক্রিয়া।
3.18 লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন?
3.19 সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো।
3.20 আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া – ব্যাখ্যা করো।