আয়নীয় ও সমযোজী বন্ধন – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

আয়নীয় ও সমযোজী বন্ধন – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

আয়নীয় ও সমযোজী বন্ধন – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি, যেটি ঠিক সেটি লেখো: 

1.1 কোন্‌ নিষ্ক্রিয় মৌলের যোজ্যতাকক্ষে 8 টি ইলেকট্রন থাকে না? 

  • (a) Ne 
  • (b): Xe 
  • (c) Ar 
  • (d) He  

উত্তর: Show

(d) He

1.2 সালফার পরমাণু যোজ্যতা কক্ষে 2 টি ইলেকট্রন গ্রহণ করে প্রদত্ত কোন্ নোব্‌ল গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে?

  • (a) হিলিয়াম (He) 
  • (b) নিয়ন (Ne) 
  • (c) আর্গন (Ar) 
  • (d) ক্রিপটন (Kr) 

উত্তর: Show

(c) আর্গন (Ar)

1.3 প্রদত্ত কোনটি আয়নীয় যৌগের ধর্ম নয়? 

  • (a) সাধারণত কঠিন পদার্থ 
  • (b) অতি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 
  • (c) নিম্ন ঘনত্ব 
  • (d) জলে অধিকমাত্রায় দ্রবণীয় 

উত্তর: Show

(c) নিম্ন ঘনত্ব

1.4 প্রদত্ত কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? 

  • (a) সোডিয়াম ক্লোরাইড (NaCl) 
  • (b) হাইড্রোজেন ক্লোরাইড (HCI) 
  • (c) ন্যাপথলিন 
  • (d) গ্লুকোজ 

উত্তর: Show

(a) সোডিয়াম ক্লোরাইড (NaCl)

1.5 প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? 

  • (a) হাইড্রোজেন ক্লোরাইড (HCI) 
  • (b) ক্যালশিয়াম অক্সাইড (CaO) 
  • (c) মিথেন (CH4) 
  • (d) অ্যামোনিয়া (NH3

উত্তর: Show

(b) ক্যালশিয়াম অক্সাইড (CaO)

1.6 প্রদত্ত কোন্ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? 

  • (a) NaCl 
  • (b) LiH 
  • (c) KCI 
  • (d) CaO 

উত্তর: Show

(b) LiH

1.7 CaO গঠনের সময় Ca কয়টি ইলেকট্রন ত্যাগ করে? 

  • (a) 1 টি 
  • (b) 2 টি 
  • (c) 3 টি 
  • (d) 4 টি 

উত্তর: Show

(b) 2 টি

1.8 প্রদত্ত কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? 

  • (a) জলে অদ্রবণীয় 
  • (b) নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক 
  • (c) তড়িতের সুপরিবাহী 
  • (d) নরম কঠিন, তরল বা গ্যাস

উত্তর: Show

(c) তড়িতের সুপরিবাহী

B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও: 

2.1 রাসায়নিক বন্ধন বলতে কী বোঝায়? 

উত্তর: এক বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণী বলের প্রভাবে সুসংবদ্ধ হয়ে মৌলিক বা যৌগিক অণুরূপে বা পুঞ্জীভূত আয়নের সমবায়রূপে অবস্থান করে সেই আকর্ষণী বলকে রাসায়নিক বন্ধন বলে।   

2.2 তড়িৎযোজী যৌগের ক্ষুদ্রতম এককের নাম কী? 

উত্তর: Show

আয়ন (ক্যাটায়ন ও অ্যানায়ন)

2.3 হাইড্রাইড আয়নের (H) ইলেকট্রন বিন্যাস কোন্ মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো? 

উত্তর: Show

হিলিয়াম

2.4 CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? 

উত্তর: Show

আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন

2.5 ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? 

উত্তর: Show

ক্লোরোফর্ম

2.6 একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে।

উত্তর: Show

হাইড্রোজেন ক্লোরাইড

2.7 দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী তরল পদার্থের নাম লেখো। 

উত্তর: Show

জল

2.8 F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (F = 9) 

উত্তর:

2.9 N2 অণুর লুইস্ ডট্ চিত্র অঙ্কন করো। (N = 7) 

উত্তর:

2.10 হাইড্রোজেন অণুর লুইস্ ডট ডায়াগ্রাম অঙ্কন করো। 

উত্তর:

2.11 ‘ড্যাস্’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। 

উত্তর:

2.12 আয়নীয় ও সমযোজী যৌগের একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তর:

C. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 2

নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাও : 

3.1 ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নীচের দুটি ধর্মের তুলনা করো : গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা। 

3.2 সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো। 

3.3 সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? 

3.4 সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-CI হিসেবে প্রকাশ করা যায় না কেন? 

3.5 একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। 

3.6 MgCl2-তে কী ধরণের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2-তে রাসায়নিক বন্ধন গঠিত হয়?

3.7 হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? 

3.৪ লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। 

3.9 NH3 -তে কোন্‌ ধরণের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। 

3.10 দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na-এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H-এর সঙ্গে। (H = 1, F = 9, Na = 11)

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *