পরমাণুর নিউক্লিয়াস – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরমাণুর নিউক্লিয়াস (Atomic Nucleus) – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরমাণুর নিউক্লিয়াস – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

A) বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : 

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো: প্রতিটি প্রশ্নের মান – 1

1.1 আয়নায়ন ক্ষমতা অনুযায়ী প্রদত্ত কোন্ ক্রমটি সঠিক?

  • (a) α > β > γ 
  • (b) γ > β > α 
  • (c) α > γ > β
  • (d) β > α > γ 

উত্তর: Show

(a) α > β > γ

1.2 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β-কণা হল –

  • (a) ইলেকট্রনের স্রোত 
  • (b) প্রোটনের স্রোত 
  • (c) নিউট্রনের স্রোত 
  • (d) তড়িৎচুম্বকীয় তরঙ্গ 

উত্তর: Show

(a) ইলেকট্রনের স্রোত

1.3 তেজস্ক্রিয় পরমাণু থেকে β-কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর – 

  • (a) ভরসংখ্যা বাড়ে 
  • (b) পারমাণবিক সংখ্যা বাড়ে 
  • (c) ভরসংখ্যা কমে 
  • (d) পারমাণবিক সংখ্যা কমে

উত্তর: Show

(b) পারমাণবিক সংখ্যা বাড়ে

1.4 α-কণায় উপস্থিত – 

  • (a) একটি প্রোটন, একটি নিউট্রন 
  • (b) একটি প্রোটন 
  • (c) দুটি প্রোটন, দুটি নিউট্রন 
  • (d) একটি ইলেকট্রন 

উত্তর: Show

(c) দুটি প্রোটন, দুটি নিউট্রন

1.5 α-কণা, β-কণা ও γ-রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল –

  • (a) y > α > β
  • (b) γ > β > α
  • (c) α > β > γ
  • (d) β > γ > α

উত্তর: Show

(b) γ > β > α

B) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 1

■ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :

2.1 তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে β-কণা নির্গত হয়? 

উত্তর: Show

পরমাণুর নিউক্লিয়াস

2.2 92U238 থেকে α-কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? 

উত্তর: Show

90

2.3 কোন্ ধরণের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? 

উত্তর: Show

নিউক্লীয় সংযোজন

2.4 নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। 

উত্তর: Show

পারমাণবিক বোমা

2.5 নিউক্লীয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন্ সূত্র তা ব্যাখ্যা করে? 

উত্তর: Show

E=mc2

2.6 পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? 

উত্তর: Show

নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া (নিউক্লীয় বিভাজন)

2.7 একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। 

উত্তর: Show

ইউরেনিয়াম

2.8 পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।

উত্তর: Show

পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা (নিউক্লীয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাকটর)

শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : 

1. ץ-রশ্মি এক ধরনের ………. তরঙ্গ। 

উত্তর: Show

অতিক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট তড়িৎচুম্বকীয়

2. তেজস্ক্রিয়তা হল পরমাণুর হল ………. ঘটনা। 

উত্তর: Show

নিউক্লীয়

3. সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস ………. ।

উত্তর: Show

নিউক্লীয় সংযোজন

বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

বামস্তম্ভডানস্তম্ভ
(i) তেজস্ক্রিয়তার SI একক(a) নিউক্লীয় বিভাজন
(ii) ץ-রশ্মি(b) একমুখী হয়
(iii) শৃঙ্খল বিক্রিয়া(c) বেকারেল
(iv) তেজস্ক্রিয় পরিবর্তন(d) নিস্তড়িৎ

উত্তর: Show

i → c, ii → d, iii → a, iv → b

সত্য / মিথ্যা নিরূপণ করো:

1. একটি ইলেকট্রনের ভর m হলে, β কণার ভর 2m ।

উত্তর: Show

মিথ্যা

2. নিউক্লীয় সংযোজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়।

উত্তর: Show

সত্য

C) দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান – 3

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

4.1 ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লীয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? 

4.2 α ও β রশ্মির আধান ও আয়নায়ন ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। 

4.3 কোনো তেজস্ক্রিয় মৌল থেকে α-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু ץ-রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন?-ব্যাখ্যা করো।

4.4 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 

4.5 একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন এই থাকবে? চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।

দশম শ্রেণির ভৌতবিজ্ঞানের অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর পড়তে ক্লিক করুন।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *