তুর্কি আক্রমণ : সামাজিক ও সংস্কৃতিক পরিণাম : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা – মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য
Turki Akraman : Samajik O Sanskritik Porinam MCQ Part-1
বাংলা দেশে তুর্কি আক্রমণ ঘটেছিল –
- ক) ১২০৩ খ্রি.
- খ) ১৪৯৩ খ্রি.
- গ) ১২০৭ খ্রি.
- ঘ) ১৪৮৪ খ্রি.
উত্তর: Show
ক) ১২০৩ খ্রি.
লক্ষ্মণ সেনকে পরাজিত করেন –
- ক) দুসেন শাহ্
- খ) নসরৎ শাহ
- গ) রুকনউদ্দিন বরবক শাহ্
- ঘ) বখতিয়ার খিলজি
উত্তর: Show
ঘ) বখতিয়ার খিলজি
এ পরাগল খার পৃষ্ঠপােষকতায় মহাভারত-এর অনুবাদ করেছিলেন –
- ক) কাশীরাম দাস
- খ) কবীন্দ্র পরমেশ্বর
- গ) গৌড় মল্লিক
- ঘ) লােচনদাস
উত্তর: Show
খ) কবীন্দ্র পরমেশ্বর
হুসেন শাহ্ বাংলা দেশের সুলতান হন –
- ক) ১৩৪২ খ্রি.
- খ) ১৩৫০ খ্রি.
- গ) ১৪৯৩ খ্রি.
- ঘ) ১৪২২ খ্রি.
উত্তর: Show
গ) ১৪৯৩ খ্রি.
ইলিয়াস শাহ্ বাংলার শাসক ছিলেন —
- ক) ১৪৪২-১৪৫৭ খ্রি.
- খ) ১৩৪২-১৩৫৭ খ্রি.
- গ) ১২৪২-১২৫৭ খ্রি.
- ঘ) ১৫৪২-১৫৫৭ খ্রি.
উত্তর: Show
খ) ১৩৪২-১৩৫৭ খ্রি.
‘গুণরাজ খাঁ’ উপাধি পান –
- ক) বৃহস্পতি মিশ্র
- খ) মালাধর বসু
- গ) কৃত্তিবাস ওঝা
- ঘ) কাশীরাম দাস
উত্তর: Show
খ) মালাধর বসু
বাংলার ৫০০ বছরের সুলতানি শাসনের মধ্যে একমাত্র হিন্দু রাজা ছিলেন—
- ক) লক্ষ্মণসেন
- খ) শশাঙ্ক
- গ) রাজা গণেশ
- ঘ) রাজ্যধর
উত্তর: Show
গ) রাজা গণেশ
রূপ ও সনাতন গােস্বামী যে সুলতানের শাসন সহায়ক ছিলেন তিনি হলেন –
- ক) নাসিরুদ্দিন মামুদ শাহ
- খ) নুসরৎ শাহ্
- গ) হুসেন শাহ্
- ঘ) ইলিয়াস শাহ্
উত্তর: Show
গ) হুসেন শাহ্
বাংলায় যে সুলতানের আমলে জন্মগ্রহণ করে শ্রীচৈতন্যদেব বাংলায় ভক্তিবাদের ঢেউ তােলেন, তিনি হলেন –
- ক) ইলিয়াস শাহ্
- খ) রুকনউদ্দিন বরবক শাহ্
- গ) হুসেন শাহ্
- ঘ) ইলিয়াস শাহ্
উত্তর: Show
গ) হুসেন শাহ্
বখতিয়ার খিলজি বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন—
- ক) ১২০৩ খ্রিস্টাব্দে লক্ষ্মণসেনকে পরাজিত করে
- খ) ১২০২ খ্রিস্টাব্দে লক্ষ্মণসেনকে পরাজিত করে
- গ) ১২০৩ খ্রিস্টাব্দে বল্লালসেনকে পরাজিত করে
- ঘ) ১১৯৮ খ্রিস্টাব্দে বল্লালসেনকে পরাজিত করে
উত্তর: Show
ক) ১২০৩ খ্রিস্টাব্দে লক্ষ্মণসেনকে পরাজিত করে
তুর্কি আক্রমণের পরবর্তী দুশাে বছরকে ‘অন্ধকার’ যুগ বলার কারণ –
- ক) সমাজে কুসংস্কার বেড়ে গিয়েছিল
- খ) ধর্মীয় আগ্রাসন ঘটেছিল
- গ) তেমন কোনাে সাহিত্য সৃষ্টি হয়নি
- ঘ) মানুষের দারিদ্র্য অনেক বেড়ে গিয়েছিল
উত্তর: Show
গ) তেমন কোনাে সাহিত্য সৃষ্টি হয়নি
বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ যে সময়কাল –
- ক) ত্রয়ােদশ-চতুর্দশ শতাব্দী
- খ) দশম-দ্বাদশ শতাব্দী
- গ) পঞ্চদশ-ষােড়শ শতাব্দী
- ঘ) সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী
উত্তর: Show
ক) ত্রয়ােদশ-চতুর্দশ শতাব্দী
বর্গসম্মিলন ছিল—
- ক) দুটি ধর্মের মিলন
- খ) একই ধর্মের দুটি শাখার মিলন
- গ) দুটি পৃথক ধর্মের দুটি গােষ্ঠীর মিলন
- ঘ) একই ধর্মের দুই গােষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়
উত্তর: Show
ঘ) একই ধর্মের দুই গােষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়
মঙ্গলকাব্যের সৃষ্টির কারণ ছিল—
- ক) মানুষের আধ্যাত্মিক চেতনার বিকাশ
- খ) লৌকিক দেবদেবীর আর্যীকরণের প্রক্রিয়া
- গ) মুসলিম আগ্রাসনের প্রতিরােধে অন্যদের তুলনায় মঙ্গল দেবদেবীর ওপরে ভরসা রাখা
- ঘ) মুসলিম শাসকদের পৃষ্ঠপােষকতা
উত্তর: Show
খ) লৌকিক দেবদেবীর আর্যীকরণের প্রক্রিয়া
বাংলা দেশে দিল্লি সুলতানির শাসনকাল ছিল—
- ক) ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২২৭ খ্রিস্টাব্দ
- খ) ১২২৮ খ্রিস্টাব্দ থেকে ১৩৪১ খ্রিস্টাব্দ
- গ) ১৩৪২ খ্রিস্টাব্দ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দ
- ঘ) ১৪১৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৪১ খ্রিস্টাব্দ
উত্তর: Show
খ) ১২২৮ খ্রিস্টাব্দ থেকে ১৩৪১ খ্রিস্টাব্দ
তুর্কি আক্রমণের ছবি পাওয়া যায় বাংলা সাহিত্যের এমন দুটি নিদর্শনের নাম হল –
- ক) শূন্য পুরাণের অন্তর্গত নিরঞ্জন ও বিদ্যাপতির কীর্তিলতা
- খ) সদুক্তিকামৃত এবং টীকাসর্বস্ব
- গ) পবনদূত এবং গীতগােবিন্দম্
- ঘ) শ্রীকৃষ্ণকীর্তন এবং শ্রীকৃষ্ণবিজয়
উত্তর: Show
ক) শূন্য পুরাণের অন্তর্গত নিরঞ্জন ও বিদ্যাপতির কীর্তিলতা
তুর্কি আক্রমণের পরবর্তীকালে বাংলা দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল –
- ক) ১৪১৪ খ্রি. গণেশ জালালউদ্দিনের শাসন প্রতিষ্ঠার ফলে
- খ) ১৪৪২ খ্রি. ইলিয়াস শাহি বংশের দ্বিতীয় ধারার সূচনায়
- গ) ১৪৮৮ খ্রি. থেকে শুরু হওয়া হাবশি খােজাদের শাসনকালে
- ঘ) ১৪৯৩ খ্রি. হুসেন শাহের শাসন শুরু হলে
উত্তর: Show
ঘ) ১৪৯৩ খ্রি. হুসেন শাহের শাসন শুরু হলে
বর্গসম্মিলনের ফলে উচ্চবর্গের কাছ থেকে গ্রহণের মাধ্যমে বাংলা সাহিত্যের যে ধারার সূচনা হয়, তা হল –
- ক) মঙ্গলকাব্য
- খ) অনুবাদ সাহিত্য
- গ) পদাবলি সাহিত্য
- ঘ) জীবনী সাহিত্য
উত্তর: Show
খ) অনুবাদ সাহিত্য
প্রাক্ চৈতন্যযুগ বলা হয়—
- ক) দ্বাদশ-ত্রয়ােদশ শতাব্দীকে
- খ) চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে
- গ) পঞ্চদশ-ষোড়শ শতাব্দীকে
- ঘ) এয়ােদশ-চতুর্দশ শতাব্দীকে
উত্তর: Show
ঘ) এয়ােদশ-চতুর্দশ শতাব্দীকে
১৭৫৭ খ্রিস্টাব্দটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ –
- ক) বক্সারের যুদ্ধ
- খ) পানিপথের তৃতীয় যুদ্ধ
- গ) পলাশির যুদ্ধ
- ঘ) তুর্কি আক্রমণ
উত্তর: Show
গ) পলাশির যুদ্ধ
যুগসন্ধিক্ষণ বলা হয় যে সময়কালকে, তা হল –
- ক) ১৭৫৭-১৮০০ খ্রি.
- খ) ১৭০৭-১৭৬০ খ্রি.
- গ) ১৭৬১-১৮০০ খ্রি.
- ঘ) উপরের কোনােটিই নয়
উত্তর: Show
ক) ১৭৫৭-১৮০০ খ্রি.
‘নৃপতিতিলক’ বলা হয়েছে –
- ক) শশাঙ্ককে
- খ) লক্ষ্মণ সেনকে
- গ) হুসেন শাহ্কে
- ঘ) রাজা কৃষ্ণচন্দ্রকে
উত্তর: Show
গ) হুসেন শাহ্কে
আর্যাসপ্তশতী গ্রন্থটির লেখক –
- ক) গােবর্ধন আচার্য
- খ) রূপ গােস্বামী
- গ) মালাধর বসু
- ঘ) উপরের কেউই নন
উত্তর: Show
ক) গােবর্ধন আচার্য
তুর্কি আক্রমণে গৌড়দেশ থেকে নিশ্চিহ্ন হয় –
- ক) পাল বংশ
- খ) চোল বংশ
- গ) সেন বংশ
- ঘ) রাষ্ট্রকূট বংশ
উত্তর: Show
গ) সেন বংশ
Khub upokrito hoyechi
Exam er age khub vlo kore pore gelei onk number nischit pawa jabe