2024 সাল থেকে একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) একাদশ শ্রেণির পরীক্ষাকে দুটি সেমিস্টারে ভাগ করেছে : সেমিস্টার-I & সেমিস্টার-II.
সেমিস্টার-I পরীক্ষার রুটিন (XI Semester-I Examination, 2024) নিচে দেওয়া হল।
একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার রুটিন : 2024 (XI Semester-I Routine 2024)
দুপুর 3.00 টা থেকে বিকাল 4 টা 15 মিনিট পর্যন্ত (1 ঘন্টা এবং 15 মিনিট)।
# চিহ্নিত বিষয়গুলির জন্য মোট সময় 45 মিনিট (দুপুর 3.00 টা থেকে বিকাল 3 টা 45 মিনিট পর্যন্ত)।
সেমিস্টার-1 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা 2025 সালের ফেব্রুয়ারী মাসে হবে ।
[table id=89 responsive=scroll responsive_breakpoint=”phone”/]
আরও পড়ুন –