সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘সাম্যবাদী’। এই কবিতার চরন ১ – ৯ (‘‘গাহি সাম্যের গান ……. কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-’’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতাটি পড়তে ক্লিক করুন।
# samyabadi kabita MCQ
সাম্যবাদী কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা
সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম
শব্দার্থ ও টীকা
- সাম্য: সমতা
- হিন্দু: বেদ-পুরাণ-স্মৃতি ও তন্ত্রের উপর ভিত্তি করে গড়ে ওঠা সনাতনী ভারতীয় ধর্ম।
- বৌদ্ধ: গৌতম বুদ্ধ প্রবর্তিত ধর্ম।
- মুসলিম: হজরত মুহাম্মদ প্রবর্তিত ধর্ম আশ্রিত ব্যক্তিগণ।
- ক্রিশ্চান: জিশুখ্রিস্ট দ্বারা প্রবর্তিত ধর্মাবলম্বী ব্যক্তিগণ।
- পার্সি: জরাথ্রুস্টপন্থী পারস্য দেশ থেকে আগত পারসিক জাতি।
- জৈন: মহাবীর প্রবর্তিত ধর্ম সম্প্রদায়।
- ইহুদি: প্রাচীন জুডিয়া দেশের মানুষ।
- সাঁওতাল: ভারতের আদিম উপজাতি বিশেষ।
- ভিল: ভারতের তৃতীয় বৃহত্তম প্রাচীন উপজাতি।
- গারো: ভারতের মেঘালয়ে বসবাসকারী উপজাতি বিশেষ।
- কন্ফুসিয়াস: চৈনিক দার্শনিক।
- চার্বাক-চেলা: চার্বাক নামক লোকায়ত দর্শনের অনুসারী।
- পুঁথি ও কেতাব: বই বা পুস্তক
- কোরান: আরবি ভাষায় লিখিত মুসলমানদের ধর্মগ্রন্থ।
- পুরাণ: বৈদিক পরবর্তী ভারতে জনশ্রুতি অবলম্বনে সৃষ্ট গ্রন্থাদি।
- বেদ: ব্রহ্মার মুখনিঃসৃত ধর্মজ্ঞাপক গ্রন্থ।
- বেদান্ত: বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম বেদান্ত ব্য উপনিষদ।
- বাইবেল: খ্রস্টানদের ধর্মপুস্তক।
ত্রিপিটক: পালি ভাষায় লেখা বৌদ্ধদের ধর্মগ্রন্থ।
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম যে কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল –
- (ক) সর্বহারা
- (খ) ফণীমনসা
- (গ) অগ্নিবীণা
- (ঘ) সাম্যবাদী
উত্তর: Show
(ঘ) সাম্যবাদী
(ii) ‘সাম্যবাদী’ কবিতাটির প্রকাশকাল –
- (ক) ১৯২১ খ্রীস্টাব্দের ১৫ ই আগস্ট
- (খ) ১৯২৩ খ্রীস্টাব্দের ৫ ই জুন
- (গ) ১৯২৫ খ্রীস্টাব্দের ২৫ শে ডিসেম্বর
- (ঘ) ১৯২৭ খ্রীস্টাব্দের ২৩ শে জানুয়ারি
উত্তর: Show
(গ) ১৯২৫ খ্রীস্টাব্দের ২৫ শে ডিসেম্বর
(iii) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রকাশিত হয় যে পত্রিকায় –
- (ক) বিজলী
- (খ) লাঙল
- (গ) ধূমকেতু
- (ঘ) সওগাত
উত্তর: Show
(খ) লাঙল
(iv) ‘সাম্যবাদী’ কবিতাটি পরে যে কাব্যগ্রন্থে স্থান পায় –
- (ক) সাম্যবাদী
- (খ) সর্বহারা
- (গ) বিষের বাঁশি
- (ঘ) ছায়ানট
উত্তর: Show
(খ) সর্বহারা
(v) ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,’ – যেখানে এটা সম্ভব ? –
- (ক) বন্ধুত্বের ভাবনায়
- (খ) রাজতন্ত্রে
- (গ) সাম্যবাদী সমাজে
- (ঘ) স্বাধীনতার ভাবনায়
উত্তর: Show
(গ) সাম্যবাদী সমাজে
(vi) ‘গাহি সাম্যের গান’ – কেন?
- (ক) সবার মনোরঞ্জন করার জন্য
- (খ) ধর্মীয় বৈষম্য দূর করার জন্য
- (গ) স্বাজাত্যবোধ জাগিয়ে তোলার জন্য
- (ঘ) বিপ্লবীদের উজ্জীবিত করার জন্য
উত্তর: Show
(খ) ধর্মীয় বৈষম্য দূর করার জন্য
(vii) ‘পার্সি’ বলতে বোঝায় –
- (ক) আফগানিস্তানের বাসিন্দাদের
- (খ) পাকিস্তানের বাসিন্দাদের
- (গ) ইরানের বাসিন্দাদের
- (ঘ) ইরাকের বাসিন্দাদের
উত্তর: Show
(গ) ইরানের বাসিন্দাদের
(viii) কাকে জৈন ধর্মের প্রবর্তক বলে মনে করা হয়? –
- (ক) জরাথ্রুষ্ট
- (খ) গৌতম বুদ্ধ
- (গ) মহাবীর
- (ঘ) কনফুসিয়াস
উত্তর: Show
(গ) মহাবীর
(ix) কনফুসিয়াস হলেন –
- (ক) চৈনিক দার্শনিক
- (খ) জাপানি দার্শনিক
- (গ) ফরাসি দার্শনিক
- (ঘ) ভারতীয় দার্শনিক
উত্তর: Show
(ক) চৈনিক দার্শনিক
(x) সাঁওতাল ভিল গারো হল –
- (ক) ভারতের একটি ধর্ম সম্প্রদায়
- (খ) ভারতের আদিবাসী
- (গ) ভারতের মৎস্যজীবী
- (ঘ) ভারতের আর্যদের
উত্তর: Show
(খ) ভারতের আদিবাসী
(xi) চার্বাক চেলা বলতে বোঝানো হয়েছে –
- (ক) বৌদ্ধ সন্ন্যাসী
- (খ) পাশ্চাত্য দর্শনের অনুসরণকারী
- (গ) প্রাচ্য দর্শনের অনুসরণকারী
- (ঘ) লোকায়ত দর্শনের অনুসরণকারী
উত্তর: Show
(ঘ) লোকায়ত দর্শনের অনুসরণকারী
(xii) ‘বন্ধু, যা খুশি হও,’ কী হওয়ার কথা বলা হয়েছে? –
- (ক) ভালো মানুষ
- (খ) যেকোনো বর্ণের মানুষ
- (গ) যেকোনো ধর্মের মানুষ
- (ঘ) যেকোনো ভাষার মানুষ
উত্তর: Show
(গ) যেকোনো ধর্মের মানুষ
(xiii) ‘পেটে-পিঠে, কাঁধে-মগজে’ যা বওয়ার কথা বলা হয়েছে –
- (ক) পুঁথি ও কেতাব
- (খ) খাওয়ার ও বস্তা
- (গ) ধর্মগ্রন্থ
- (ঘ) ঝোলা ও বোঝা
উত্তর: Show
(ক) পুঁথি ও কেতাব
(xiv) কোরান ধর্মগ্রন্থটি হল –
- (ক) ইহুদীদের
- (খ) মুসলমানদের
- (গ) জৈনদের
- (ঘ) শিখদের
উত্তর: Show
(খ) মুসলমানদের
(xv) কোরআন হল –
- (ক) হাদিসের অন্য নাম
- (খ) প্রসন্ন গোয়ালিনীর দেরির কারণ
- (গ) কলমা
- (ঘ) আল্লাহর বাণী সংকলন
উত্তর: Show
(ঘ) আল্লাহর বাণী সংকলন
সাম্যবাদী কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1}
(xvi) পুরান হল –
- (ক) হিন্দুদের প্রাচীন কিংবদন্তি মূলক আঠারটি গ্রন্থ
- (খ) মুসলমানদের প্রাচীন কিংবদন্তি মূলক আঠারটি গ্রন্থ
- (গ) খ্রিস্টানদের প্রাচীন কিংবদন্তি মূলক আঠারটি গ্রন্থ
- (ঘ) পার্সিদের প্রাচীন কিংবদন্তি মূলক আঠারটি গ্রন্থ
উত্তর: Show
(ক) হিন্দুদের প্রাচীন কিংবদন্তি মূলক আঠারটি গ্রন্থ
(xvii) বেদ কয় প্রকারের? –
- (ক) তিন
- (খ) চার
- (গ) ছয়
- (ঘ) সাত
উত্তর: Show
(খ) চার
(xviii) বেদান্ত হলো –
- (ক) কাশীরাম দাস প্রণীত মহাভারত
- (খ) বাল্মিকী প্রণীত ধর্মগ্রন্থ
- (গ) ব্যাসদেব প্রণীত দর্শন গ্রন্থ
- (ঘ) শ্রীকৃষ্ণ মুখনিসৃত গীতা
উত্তর: Show
(গ) ব্যাসদেব প্রণীত দর্শন গ্রন্থ
(xix) বাইবেল হল –
- (ক) হিন্দুদের ধর্মগ্রন্থ
- (খ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থ
- (গ) পারসিকদের ধর্মগ্রন্থ
- (ঘ) জৈনদের ধর্মগ্রন্থ
উত্তর: Show
(খ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থ
(xx) ত্রিপিটক হল –
- (ক) হিন্দুদের ধর্মগ্রন্থ
- (খ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থ
- (গ) বৌদ্ধদের ধর্মগ্রন্থ
- (ঘ) জৈনদের ধর্মগ্রন্থ
উত্তর: Show
(গ) বৌদ্ধদের ধর্মগ্রন্থ
(xxi) ত্রিপিটক যে ভাষায় লিখিত, তা হল –
- (ক) হিব্রু
- (খ) পালি
- (গ) সংস্কৃত
- (ঘ) হিন্দি
উত্তর: Show
(খ) পালি
(xxii) ত্রিপিটকের তিনটি ভাগ হলো –
- (ক) অরুণ, ধর্ম, বিনয়
- (খ) ধর্ম, সূত্র, বিনয়
- (গ) সূত্র, কিরন, অনুনয়
- (ঘ) বরুন, ধর্ম, সূত্র
উত্তর: Show
(খ) ধর্ম, সূত্র, বিনয়
Very nice