এগ্রোনমি – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Agronomy Set-1 ABTA HS Test Paper Solution 2024-2025)
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025
এগ্রোনমি – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
I (Page No. – AC33)
Agronomy
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (সকল প্রশ্ন আবশ্যিক): 1×21-21
(i) বিজ্ঞানী স্যাকস (Sacks) প্রদত্ত বৃদ্ধির রেখাচিত্রটি (growth curve) কী নামে পরিচিত?
- (a) সিগময়েড কার্ভ
- (b) প্যারাসলিক কার্ভ
- (c) আপরাইসিং কার্ভ
- (d) 50° কার্ভ
উত্তর: Show
(a) সিগময়েড কার্ভ
(ii) নীচের ফসলগুলির মধ্যে কোন্ ফসলের মুকুট শেকড় (crown root) দেখা যায়?
- (a) ধান
- (b) গম
- (c) পাট
- (d) আলু।
উত্তর: Show
(b) গম
(iii) বুশেনিং (Bushening) একটি প্রয়োজনীয় মাধ্যমিক পরিচর্যা যেটি কোন্ ফসলে প্রয়োজন হয়?
- (a) ধান
- (b) গম
- (c) পাট
- (d) আখ।
উত্তর: Show
(a) ধান
(iv) গমের বামনত্বের (dwarfness) জন্য দায়ী জিনটি হল –
- (a) নোরিন-12
- (b) নোরিন-10
- (c) নোরিন-14
- (d) নোরিন-16।
উত্তর: Show
(b) নোরিন-10
(v) মাটিতে লোহার অভাব দূর করার জন্য কী প্রয়োগ করা যেতে পারে –
- (a) ক্যালসিয়াম নাইট্রেট
- (b) ইউরিয়া
- (c) সুপার ফসফেট
- (d) ফেরাস সালফেট।
উত্তর: Show
(d) ফেরাস সালফেট
(vi) ফসলের ফুল পরিস্ফুটনে (flowering) যে হরমোনটি সাহায্য করে, সেটি হল –
- (a) অক্সিন
- (b) জিব্বেরেলিন
- (c) সাইটোকাইনিন
- (d) ফ্লোরিজেন।
উত্তর: Show
(d) ফ্লোরিজেন
(vii) নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য মৌল নয় –
- (a) Ca
- (b) Mg
- (c) K
- (d) Ag
উত্তর: Show
(d) Ag
(viii) উদ্ভিদের কোন্ পুষ্টিমৌলকে উৎসেচক সক্রিয়ক (Enzyme activator) বলা হয় –
- (a) ফসফরাস
- (b) পটাশিয়াম
- (c) নাইট্রজেন
- (d) সালফার।
উত্তর: Show
(b) পটাশিয়াম
(ix) জৈব রাসায়নিক সারটির নাম হল –
- (a) ইউরিয়া
- (b) পটাশিয়াম সালফেট
- (c) অ্যামোনিয়াম ক্লোরাইড
- (d) কোনোটিই নয়।
উত্তর: Show
(a) ইউরিয়া
(x) কোন্ ফসলটি গরিব মানুষের কমলালেবু (orange) বলে পরিচিত?-
- (a) বেগুন
- (b) টম্যাটো
- (c) আলু
- (d) আম।
উত্তর: Show
(b) টম্যাটো
(xi) একটি ঘণীভূত জৈব সার হল –
- (a) খোল
- (b) আবর্জনা সার
- (c) কেঁচো সার
- (d) খামারের আবর্জনা সার।
উত্তর: Show
(a) খোল
(xii) দামোদর উপত্যকা প্রকল্প কত সালে গঠিত হয়?
- (a) 1985
- (b) 1948
- (c) 1949
- (d) 1956।
উত্তর: Show
(b) 1948
(xiii) বহুবর্ষজীবী গুল্মজাতীয় কোন্ গাছের পাতা জমিতে প্রয়োগ করে সবুজ সার তৈরি করা হয়?
- (a) গ্লাইরিসিডিয়া
- (b) ধৈঞ্চা
- (c) শন
- (d) কোনোটিই নয়।
উত্তর: Show
(a) গ্লাইরিসিডিয়া
(xiv) নীচের কোন্ মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক (Physiologically dry soil) মাটি বলা হয়?
- (a) অম্ল মাটি
- (b) ক্ষার মাটি
- (c) এঁটেল মাটি
- (d) দোঁয়াশ মাটি।
উত্তর: Show
Ans
(xv) কোনটি ভূমিক্ষয়ের (Soil erosion) শোচনীয় রূপ?
- (a) চাদর ক্ষয়
- (b) রিল বা ফিতে ক্ষয়
- (c) গালিক্ষয়
- (d) র্যাভাইন ক্ষয়।
উত্তর: Show
(c) গালিক্ষয়
(xvi) বৃষ্টি পরিমাপক যন্ত্রটি (Rain measuring instrument) হল-
- (a) থার্মোমিটার
- (b) আর্ক অক্সানোমিটার
- (c) রেইন গজ
- (d) ব্যারোমিটার।
উত্তর: Show
(c) রেইন গজ
(xvii) নীচের উপাদানগুলোর মধ্যে কোনটি অম্ল মাটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়?
- (a) চুন
- (b) জিপসাম
- (c) রক
- (d) মারবেল
উত্তর: Show
(a) চুন
(xviii) বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব হল-
- (a) 0.02-0.03 শতাংশ
- (b) 0.03-0.01 শতাংশ
- (c) 0.03-0.1 শতাংশ
- (d) 0.04-0.1 শতাংশ
উত্তর: Show
Ans
(xix) কোন্ পোকার আক্রমণে ধানের সাদাশীষ বের হয়?
- (a) গান্ধীপোকা
- (b) মাজরা পোকা
- (c) বাদামী শোষক পোকা
- (d) শীষকাটালেদা পোকা।
উত্তর: Show
(b) মাজরা পোকা
(xx) কোন্ এলাকায় শস্য পর্যায় অবলম্বন করে চাষ করা যায়?
- (a) বৃষ্টি সেবিত এলাকা
- (b) সেচ সেবিত এলাকা
- (c) জলের জোগানবিহীন এলাকা
- (d) কোনোটিই নয়।
উত্তর: Show
(b) সেচ সেবিত এলাকা
(xxi) কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?-
- (a) কোয়েম্বাটুর
- (b) কুফরি
- (c) বারাকপুর
- (d) লক্ষ্মৌ।
উত্তর: Show
(a) কোয়েম্বাটুর
এগ্রোনমি – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) আলোক সময়কালনীতি (photoperiodism) কাকে বলে?
উত্তর: শস্যের বৃদ্ধির ওপর আলোর স্থিতিকালের প্রভাবনীতিকে আলোক সময়কালনীতি বলে। আলোর স্থিতিকাল উদ্ভিদের ফুল ধারণের ক্ষমতা বাড়িয়ে দেয়।
(ii) আলুর সুপ্তাবস্থা বলতে কী বোঝ?
উত্তর: সজীব অথচ বর্ধনশীলতা বর্জিত দশাকে জীববিদ্যার ভাষায় বীজের সুপ্তাবস্থা বলে। পরিপক্ক আলুর বীজ উপযুক্ত পরিবেশ পেলেও যখন অঙ্কুরিত হয় না, আলুর এই দশাকে আলুর সুপ্তাবস্থা বলে। থায়োইউরিয়া দ্রবণে আলুবীজ শোধন করলে সুপ্তাবস্থা দূর হয়।
অথবা, মালচিং কি? কৃত্রিম মালচ বলতে কী বোঝ?
উত্তর: মাটির ওপরের স্তরের কৈশিক নলের ধারাবাহিকতা বিচ্ছিন্ন করতে ও মাটির ওপর গাছের গোড়ায় রস ধারণক্ষম জৈব পদার্থ (যেমন – শুকনো পাতা, চট, খড়কুটো জৈব সার প্রভৃতি) প্রয়োগ করার পদ্ধতিকে মালচিং বলে।
(iii) পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ উদ্ভিদের কোন্ খাদ্য মৌলের প্রভাবে হয়?
উত্তর: সালফার (S) খাদ্য মৌলের প্রভাবে।
(iv) 30 kg পটাশিয়াম (P2O5) সরবরাহের জন্য কত পরিমাণ মিউরিয়েট অব পটাশ (60% K2O) লাগবে?
উত্তর: \(60 kg\) পটাশিয়াম সরবরাহের জন্য মিউরিয়েট অব পটাশ লাগে \(100 kg\)
\(1 kg\) পটাশিয়াম সরবরাহের জন্য মিউরিয়েট অব পটাশ লাগে \(\frac{100}{60} kg\)
\(30 kg\) পটাশিয়াম সরবরাহের জন্য মিউরিয়েট অব পটাশ লাগে \(\frac{100×30}{60} kg = 50 kg\)
অথবা, CAN সারটিকে প্রশম বলা হয় কেন?
উত্তর: ক্যালশিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট [Ca(NH4NO3)2] একটি রাসায়নিক সার (N – 25%, Ca – 8.1%) । এই সার অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ক্যালশিয়াম কার্বনেট মিশিয়ে তৈরি হয়। অ্যামোনিয়াম নাইট্রেট দ্বারা উৎপন্ন অম্লত্ব ক্যালশিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হওয়ায় মাটিতে অম্লত্ব বা ক্ষারত্ব উৎপন্ন করে না। যে কারনে CAN সারটিকে প্রশম সার বলা হয়।
(v) মুড়ি আখ চাষ বলতে কী বোঝ? একটি সাথী ফসলের উদাহরণ দাও।
উত্তর: আখ কাটবার পর গাছের গোড়া থেকে আবার চারা বের হয় ও তা থেকে অল্প খরচে আখ উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে স্বল্প খরচে আখের চাষকে মুড়ি আখ চাষ বলে। আখের জমিতে মূলো, মুগ , সয়াবীন সাথী ফসল হিসাবে চাষ করা যায়।
(vi) IPM & IWM-এর পুরো নাম লেখো।
উত্তর: IPM – Integrated Pest Management & IWM – Integrated Weed Management
অথবা, জৈব কীটনাশক কাকে বলে? উদাহরণ দাও ।
উত্তর: যে সব কীটনাশক বা রোগনাশক জীবাণু থেকে পাওয়া যায় তাদের জৈব কীটনাশক (Biopesticide) বলে। যেমন – Trichoderma viridi, Bacillus thuringiensis
[Note : যে সব কীটনাশক বা রোগনাশক বিভিন্ন উদ্ভিদের উদ্ভিদজাত রস বা নির্যাস থেকে উৎপন্ন হয় তাকে Botanical Pesticides বলে। যেমন – বেল, তুলসী, রসুন ইত্যাদি গাছের নির্যাস ছত্রাক রোগ দমনে সাহায্য করে।](vii) খরা কাকে বলে? এর সূচক কী?
উত্তর: ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত সংজ্ঞা অনুসারে, একটি নির্দিষ্ট অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে 51-75 শতাংশ কম বৃষ্টিপাত হলে সেই অবস্থাকে খরা বলা হয়। যদি স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে 26-50 শতাংশ কম বৃষ্টিপাত হয় তাহলে ওই অবস্থাকে মাঝারি খরা বলা হয়।
খরার সূচক :
আবহাওয়ার সাপেক্ষে | স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত |
জলচক্রের সাপেক্ষে | জলাভূমির (নদী, পুকুর ইত্যাদি) জলস্তর কমে যাওয়া |
কৃষির সাপেক্ষে | উদ্ভিদের শেকড় এলাকায় জলের অপ্রতুলতা |
(viii) শুষ্ক কৃষি বা শুষ্ক জমিতে কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর: শুষ্ক কৃষির বৈশিষ্ট্যগুলি হলো –
- 1. বৃষ্টিপাত < 750 mm. ।
- 2. উদ্ভিদ শেকড় এলাকায় জলের অপ্রতুলতা।
- 3. ফসল উৎপাদন < 200 দিন।
- 4. ফসল উৎপাদন বছরে একবার এবং মিশ্র ও অন্তর্বর্তী ফসলের চাষ লক্ষ করা যায়।
(ix) নিম্নলিখিতগুলির উদাহরণ দাও- (a) ফসফরাস ঘটিত রাসায়নিক সার (b) সবুজ সার শস্য (c) জীবাণু সার।
উত্তর: (a) ফসফরাস ঘটিত রাসায়নিক সার: রক ফসফেট (P2O5 – 25%, Ca – 33%), সিঙ্গেল সুপার ফসফেট (P2O5 – 16%, Ca – 19%, S – 12%)
(b) সবুজ সার শস্য: ধৈঞ্চা, শন, বরবটি ইত্যাদি।
(c) জীবাণু সার: কয়েকটি উদ্ভিদ ও জীবনু বাতাসের নাইট্রোজেন সরাসরি নিজের দেহে নাইট্রোজেনের যৌগে পরিনত করে আবদ্ধ করতে পারে, তাকে জীবানু সার বলে। উদাহরণ – রাইজোবিয়াম, ফসফোব্যাকট্রিন, অ্যাজোটোব্যাক্টর।
(x) উর্বরতা ও উৎপাদিকা শক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তর:
উর্বরতা শক্তি | উৎপাদিকা শক্তি |
1) মাটির উর্বরতা শক্তি হল মাটির জন্মগত ক্ষমতা যা উপযুক্ত পরিমানে ও নির্দিষ্ট অনুপাতে বিষাক্ত দ্রব্যমুক্ত উদ্ভিদ খাদ্য সরবরাহ করে। | 1) মাটির উৎপাদিকা শক্তি মাটির ফসল উৎপাদনের ক্ষমতাকে নির্দেশ করে। |
2) উর্বরতা শক্তি, উৎপাদিকা শক্তির উপর নির্ভরশীল। | .2) উৎপাদিকা শক্তি, উর্বরতা শক্তির উপর নির্ভরশীল। |
অথবা, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কাকে বলে? এর একক কী?
উত্তর: 100 গ্রাম শুকনো মাটি যত মিলিগ্রাম হাইড্রোজেন বা সমক্ষমতা সম্পন্ন অন্য ধাতু বা ক্যাটায়ন আকর্ষণ করতে পারে, তাকে সেই মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বলে। এর একক মিলি-ইকুইভেলেন্ট।
(xi) আলু ও গমের বিজ্ঞানসম্মত নাম ও পরিবারটি (Family) লেখো।
উত্তর:
বিজ্ঞানসম্মত_নাম | পরিবার | |
আলু | সোলানাম টিউবারোসাম | সোলানেশি |
গম | ট্রিটিকাম এস্টিভাম , ট্রিটিকাম ডাইকক্কাম | গ্রামিনী বা পোয়াষী |
(xii) নিম্নলিখিত ফসলগুলির (যেকোনো দুটির) জাতের নাম লেখো:- (a) টম্যাটোর জাত (b) গমের পাহাড়ী জাত (c) আলুর চিপস উৎপাদনকারী জাত (d) আঁশহীন আমের জাত।
উত্তর: (a) টম্যাটোর জাত – আংগুর লতা, বেস্ট অফ অল;
(b) গমের পাহাড়ী জাত – মুনার, সীতা, ত্রিমুন্ডি, লাল কনক, VL-421
(c) আলুর চিপস উৎপাদনকারী জাত – চিপসোনা -1, চিপসোনা -2;
(d) আঁশহীন আমের জাত – হিমসাগর, অ্যালফানসো, দশহরী।
(xii) আলু বা পাটের ফলন নির্ধারণকারী উপদানগুলির নাম লেখো।
উত্তর: আলুর ফলন নির্ধারণকারী উপদানগুলির নাম হল – একক এলাকায় গাছের সংখ্যা, গাছ প্রতি আলুর সংখ্যা, আলুর আকার ও ওজন।
পাটের ফলন নির্ধারণকারী উপদানগুলির নাম হল – একক এলাকায় গাছের সংখ্যা, গাছের উচ্চতা, পাট গাছের পরিধি, একক এলাকায় গাছে আঁশের পরিমান।
অথবা, কলার তেউড় নির্বাচন সম্পর্কে যা জানো লেখো।
উত্তর: তরবারির ন্যায় সরু ও লম্বা পাতা বিশিষ্ট্য তেউড় উৎকৃষ্ট।
(xiii) আখ কাটার উৎকৃষ্ট সময় কখন?
উত্তর: আখ কাটার উৎকৃষ্ট সময় হল যখন – গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গাছে ফুল আসবে, সহজেই পর্বের কাছে ভেঙে যাবে, নখ দিয়ে টোকা দিলে ঝনঝন শদ্ধ করবে।
(xiv) আলুর মাধ্যমিক পরিচচর্যায় ভেলী ধরানো হয় কেন?
উত্তর: আলুর মাধ্যমিক পরিচচর্যায় ভেলী ধরানোর কারণগুলি হল – a) জলসেচ সহজে করা যায়, b) আগাছা দমন সহজে করা যায়, c) চাপান সার মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়, d) আলুর কন্দ গঠন ভালো হয়, e) সোলানাইজেশন প্রক্রিয়ায় সবুজ আলু হওয়ার সম্ভবনা কমে।
অথবা, গমের জলসেচ সম্পর্কে যা জানো লেখো।
উত্তর: মোট ছয়টি জলসেচ লাগে –
- a) মুকুট শেকড় দশা (বীজ বোনার 21-25 দিনের মধ্যে)
- b) পাশকাঠি ছাড়া দশা (বীজ বোনার 45-60 দিনের মধ্যে)
- c) গর্ভ থোড় দশা (বীজ বোনার 60-70 দিনের মধ্যে)
- d) ফুল আসার দশা (বীজ বোনার 90-95 দিনের মধ্যে)
- e) দানায় দুধ আসার দশা (বীজ বোনার 100-105 দিনের মধ্যে)
- f) দানা পুষ্ট দশা (বীজ বোনার 115-120 দিনের মধ্যে)
WBHA ও ABTA এর agronomy subject এর MCQ SAQ LONG Please
WBHA ও ABTA এর agronomy এর MCQ SAQ LONG PDF please