বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-11 ABTA HS Test Paper Solution 2024-2025)
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
XI (Page No. – 130)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(ⅰ) ‘ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না।’- কার প্রয়োজন হয় না?
- (ক) নিখিলের
- (খ) টুনুর মা-র
- (গ) মৃত্যুঞ্জয়ের
- (ঘ) টুনুর।
উত্তর: Show
(গ) মৃত্যুঞ্জয়ের
(ii) নিখিল কয় সন্তানের পিতা?-
- (ক) এক
- (খ) দুই
- (গ) তিন
- (ঘ) চার।
উত্তর: Show
(খ) দুই
(iii) ‘কনকপানি’ চালের ভাত খায়-
- (ক) বড়োবাবু
- (খ) মেজোবাবু
- (গ) ছোটোবাবু
- (ঘ) পিসিমা।
উত্তর: Show
(ক) বড়োবাবু
(iv) ‘দেবতার গতিক ভালো নয়কো’- বক্তা হল-
- (ক) বাসিনী
- (খ) চলুনীর মা
- (গ) চন্নুনীর মা
- (ঘ) সতীশ মিস্তিরি।
উত্তর: Show
(গ) চন্নুনীর মা
(v) ‘সভ্যতার ছোট্ট উনোনটা’ কী?-
- (ক) বাজার
- (খ) চণ্ডীমণ্ডপ
- (গ) হাট
- (ঘ) গঞ্জ।
উত্তর: Show
(ক) বাজার
(vi) ‘রক্তের অক্ষরে দেখিলাম’-
- (ক) মৃত্যুর রূপ
- (খ) প্রকৃতির রূপ
- (গ) আপনার বেদনা
- (ঘ) আপনার রূপ।
উত্তর: Show
(ঘ) আপনার রূপ
(vii) ‘একটা অদ্ভুত শব্দ’- শব্দটা হল-
- (ক) জন্তুর ডাক
- (খ) হরিণের আর্ত চিৎকার
- (গ) বন্দুকের গুলি
- (ঘ) মানুষের আর্তনাদ।
উত্তর: Show
(গ) বন্দুকের গুলি
(viii) মহুয়ার দেশের মানুষের চোখ-
- (ক) লাল
- (খ) ঘুমহীন
- (গ) তন্দ্রাচ্ছন্ন
- (ঘ) অস্থির।
উত্তর: Show
(খ) ঘুমহীন
(ix) ‘যা পারি কেবল। সে-ই কবিতায় জাগে’- কী জাগে?-
- (ক) কবির বিবেক
- (খ) কবির হিংসা
- (গ) কবির ক্রোধ
- (ঘ) কবির অক্ষমতা।
উত্তর: Show
(ক) কবির বিবেক
(x) অমর গাঙ্গুলী বৌদির কাছে চেয়েছেন-
- (ক) এক কাপ চা
- (খ) দু কাপ চা
- (গ) দেশলাই
- (ঘ) সিগারেট।
উত্তর: Show
(খ) দু কাপ চা
অথবা, (xi) ‘মঞ্চের মাঝখানে’ ওল্টানো রয়েছে-
- (ক) একটি ছবি
- (খ) একটি টুল
- (গ) একটি চেয়ার
- (ঘ) একটি লণ্ঠন।
উত্তর: Show
(খ) একটি টুল
(xii) রামব্রীজকে রজনীবাবু কত টাকা ‘বকশিশ’ দেন-
- (ক) এক টাকা
- (খ) তিন টাকা
- (গ) চার টাকা
- (ঘ) দুই টাকা।
উত্তর: Show
(খ) তিন টাকা
অথবা, (xiii) ‘তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও’- কথাটি বলেছে-
- (ক) সুজা
- (খ) দারা
- (গ) মোরাদ
- (ঘ) পিয়ারাবানু।
উত্তর: Show
(ক) সুজা
(xiv) ‘ব্যাবিলন’ কেন বিখ্যাত ছিল?-
- (ক) শূন্য মাঠ
- (খ) শূন্য পুরী
- (গ) শূন্য মরুভূমি
- (ঘ) শূন্য উদ্যান।
উত্তর: Show
(ঘ) শূন্য উদ্যান
অথবা, (xv) ‘এক দরবেশ কুটির বেঁধে থাকেন।’- ‘দরবেশ’ শব্দের অর্থ –
- (ক) ডাকাত
- (খ) গুরু
- (গ) বাজিকর
- (ঘ) ফকির।
উত্তর: Show
(ঘ) ফকির
(xvi) বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবি হল-
- (ক) সপ্তপদী
- (খ) স্বরলিপি
- (গ) কাঞ্চনজঙ্ঘা
- (ঘ) পথে হল দেরী।
উত্তর: Show
(ঘ) পথে হল দেরী
(xvii) ‘তুমি নির্মল করো মঙ্গল করে’- গানটির রচয়িতা হলেন-
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) দ্বিজেন্দ্রলাল রায়
- (গ) অতুলপ্রসাদ সেন
- (ঘ) রজনীকান্ত সেন।
উত্তর: Show
(ঘ) রজনীকান্ত সেন
(xvii) প্রথম বাঙালী সাঁতারু, যিনি বিখ্যাত হয়েছিলেন-
- (ক) মিহির সেন
- (খ) আরতি সাহা
- (গ) বুলা চৌধুরী
- (ঘ) রেশমি শর্মা।
উত্তর: Show
(ক) মিহির সেন
(xix) রূপমূল পরিবারে ‘রূপ’-এর বিকল্পটি বলা হয়-
- (ক) স্বাধীন রূপমূল
- (খ) পরাধীন রূপমূল
- (গ) সহরূপ
- (ঘ) বন্ধ রূপমূল।
উত্তর: Show
(গ) সহরূপ
(xx) ‘Syntax’ শব্দের অর্থ হল-
- (ক) বাক্যতত্ত্ব
- (খ) শব্দার্থ বিজ্ঞান
- (গ) শৈলী বিজ্ঞান
- (ঘ) ভাষাবিজ্ঞান।
উত্তর: Show
(ক) বাক্যতত্ত্ব
(xxi) ‘এর নাম হওয়া উচিত’-
- (ক) অভাব নাটক
- (খ) বিভাব নাটক
- (গ) হাসির নাটক
- (ঘ) পূর্ণাঙ্গ নাটক।
উত্তর: Show
(ক) অভাব নাটক
অথবা, (xxii) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল-
- (ক) তরবারি
- (খ) জ্বলন্ত মোমবাতি
- (গ) জ্বলন্ত ধূপকাঠি
- (ঘ) আতরদান।
উত্তর: Show
(খ) জ্বলন্ত মোমবাতি
#বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) ‘সে স্বর্গসুখ পায়’- কে, কীভাবে স্বর্গসুখ পায়?
উত্তর: দীর্ঘদিন অভুক্ত উৎসব অশৌচ ভাতের ডেকচি ফেলতে এসে স্টেশনে বসে খাবল খাবল ভাত খায়। আর ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ অনুভব করে।
(ii) ‘ওটা পাশবিক স্বার্থপরতা’- কার মতে, কোনটি পাশবিক স্বার্থপরতা?
উত্তর: মৃত্যুঞ্জয়ের একবেলা খেয়ে রিলিফ ফান্ডে টাকা দেওয়া এবং অন্যের কথা ভেবে নিজে না খেয়ে মরা অন্যায় বলে নিখিল উল্লেখ করলে, মৃত্যুঞ্জয় সেটাকে ‘পাশবিক স্বার্থপরতা’ বলে উল্লেখ করেছে।
(iii) ‘সবুজের অনটন ঘটে’- কীভাবে অনটন ঘটে?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে
(iv) ‘শিশির ভেজা সবুজ সকালে’- কবি কী দেখেন?
উত্তর: কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন।
(v) ‘আমি তা পারি না’- কবি কী পারেন না? (H.S. – 16)
উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
(vi) ‘এ জগৎ স্বপ্ন নয়’- কবির কখন এই উপলব্ধি হল?
উত্তর: বিশ্বকবি জীবনসায়াহ্নে উপনীত হয়ে রূপনারাণ নামক প্রবহমান জীবননদের কূলে আত্মজাগরণের মধ্যদিয়ে এই উপলব্ধি করেন।
(vii) ‘দুরন্ত অভাব থেকেই এর জন্ম’। বক্তা দুরন্ত অভাব বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: বক্তা দুরন্ত ভাব বলতে বুঝিয়েছেন, নাটক করার মত ভালো স্টেজ নেই। সিনসিনারি, আলো, ঝালর নেই। সরকারকে কর দিয়ে ভালো স্টেজ ভাড়া করার জন্য অর্থেরও অভাব রয়েছে।
অথবা, (viii) ‘মরে যাব তবু ভুলব না’- কে, কী ভুলবে না? (H.S. – 20)
উত্তর: আন্তন চেখভের ‘সোয়ন সং’ নাটকের অনুপ্রেরণায় রচিত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র বৃদ্ধ রজনী চট্টোপাধ্যায় তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা, যা তিনি কখনোই ভুলতে পারবেন না বলে উল্লেখ করেছেন।
(viii) ‘মাতালের এই হচ্ছে বিপদ’- মাতালের কোন্ বিপদের কথা বলা হয়েছে?
উত্তর: রজনীকান্তরূপী মাতালের বিপদ হচ্ছে, মাতাল মদ ছাড়তে চাইলেও মদ তাকে ছাড়তে চায় না।
অথবা, (ix) ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: বিভাব নাটকের পার্শ্ব পর পুরুষ চরিত্র অমর গাঙ্গুল বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই সেই দলের সঙ্গে সম্পৃক্ত।
(ix) ‘চিনের প্রাচীর যখন শেষ হল’- তখন কী হয়েছিল?
উত্তর: পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, সুদীর্ঘ চীনের প্রাচীর নির্মাণ যেদিন শেষ হলো তারপর নির্মাণকারী রাজমিস্ত্রিদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
অথবা, ‘আমি কৌতূহলী হয়ে উঠি’- কী বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন? (H.S. – 19, 20)
উত্তর: পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গাল তাঁর মায়ের মুখ থেকে গুরু নানকের গ্রীষ্মের দুপুরে হাসান আব্দালের জঙ্গলে পৌঁছানোর গল্পটি বলায় পরবর্তী অংশ শোনার জন্য লেখক আগ্রাহান্বিত হয়ে পড়েন।
(x) শৈলীবিজ্ঞান কাকে বলে?
উত্তর: শৈলীবিজ্ঞান হল – ভাষাবিজ্ঞানের সেই অংশ, যেখানে ভাষা ব্যবহারের রূপ-রীতি ও স্টাইলের ব্যাখ্যা ও পর্যালোচনা করা হয়।
(xi) গুচ্ছ ধ্বনি কাকে বলে? (H.S. – 20)
উত্তর: পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকে না।
যেমনঃ ‘উত্তর’ শব্দে ‘ত্ত’ (ত্ + ত্) হল গুচ্ছ ধ্বনি।
(xii) নব্য শব্দ প্রয়োগ আসলে কী?
উত্তর: নতুন কোন শব্দ যখন দৈনন্দিন ভাষা ব্যবহারের তালিকায় প্রবেশ করে তখন সেই প্রক্রিয়ার নাম নব্য শব্দ প্রয়োগ।
যেমন – ফেসবুক, সেলফি ইত্যাদি।