বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-10 ABTA HS Test Paper Solution 2024-2025)
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
X (Page No. – 108)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(i) “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।”-
- (ক) অফিসের কাজের চাপ প্রবল
- (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল
- (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
- (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল।
উত্তর: Show
(গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
(ii) “ভাত খাবে কাজ করবে”-এই কথা বলেছিল-
- (ক) বামুন ঠাকুর
- (খ) বড়ো পিসিমা
- (গ) বাসিনী
- (ঘ) বড়ো বউ।
উত্তর: Show
(ক) বামুন ঠাকুর
(iii) “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে”-
- (ক) যা ঘটেছে ভুলে যেতে
- (খ) অফিসের কাজে মন বসাতে
- (গ) সংসারে মন দিতে
- (ঘ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।
উত্তর: Show
(ঘ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
(iv) কী উচ্ছবকে বড়ো উতলা করে?-
- (ক) বাদার চালের গন্ধ
- (খ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা
- (গ) বউ ছেলেমেয়ের কথা
- (ঘ) ফুটন্ত ভাতের গন্ধ।
উত্তর: Show
(ঘ) ফুটন্ত ভাতের গন্ধ
(v) থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো-
- (ক) চিটচিটে তুলোর কম্বল
- (খ) ছেঁড়া কাপড়
- (গ) নোংরা চাদর
- (ঘ) দামী শাল।
উত্তর: Show
(ক) চিটচিটে তুলোর কম্বল
(vi) “সে কখনো করে না বঞ্চনা।” -কে কখনো বঞ্চনা করে না?-
- (ক) কঠিন সত্য
- (খ) কল্পনা
- (গ) বাস্তবতা
- (ঘ) মৃত্যু।
উত্তর: Show
(ক) কঠিন সত্য
(vii) “শহরের অসুখ হাঁ করে” কী খায়?-
- (ক) বাতাস
- (খ) ধোঁয়া
- (গ) ধুলো
- (ঘ) সবুজ।
উত্তর: Show
(ঘ) সবুজ
(viii) “নিহত ভাইয়ের শবদেহ দেখে/ না-ই যদি হয়…”-
- (ক) রোষ
- (খ) ক্ষোভ
- (গ) রাগ
- (ঘ) ক্রোধ।
উত্তর: Show
(ঘ) ক্রোধ
(ix) ‘উষ্ণ লাল’ রংটি ছিল-
- (ক) ভোরের সূর্যের
- (খ) অস্তগামী সূর্যের
- (গ) হরিণের মাংসের
- (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের।
উত্তর: Show
(গ) হরিণের মাংসের
(x) ‘লভ সিন’-এ যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল-
- (ক) বেহালা
- (খ) সেতার
- (গ) গীটার
- (ঘ) হারমোনিয়াম।
উত্তর: Show
(ঘ) হারমোনিয়াম
অথবা, (xi) ‘A horse! A horse! My kingdom for a horse!”. -উদ্ধৃত সংলাপটি কোন্ নাটক থেকে নেওয়া-
- (ক) ওথেলো
- (খ) ম্যাকবেথ
- (গ) জুলিয়াস সিজার
- (ঘ) রিচার্ড দ্য থার্ড।
উত্তর: Show
(ঘ) রিচার্ড দ্য থার্ড
(xii) রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-
- (ক) আইজেনস্টাইন
- (খ) আইজেকস্টাইন
- (গ) আইনস্টাইন
- (ঘ) রুশো।
উত্তর: Show
(ক) আইজেনস্টাইন
অথবা, (xiii) ‘কাবুকি থিয়েটার’ কোন্ দেশের?-
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) ভিয়েতনাম
- (গ) জাপান
- (ঘ) রাশিয়া।
উত্তর: Show
(গ) জাপান
(xiv) রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা ‘বকশিশ’ দিয়েছিলেন?-
- (ক) চার টাকা
- (খ) দু টাকা
- (গ) এক টাকা
- (ঘ) তিন টাকা।
উত্তর: Show
(ঘ) তিন টাকা
অথবা, (xv) ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে-
- (ক) একটি
- (খ) দুটি
- (গ) তিনটি
- (ঘ) পাঁচটি।
উত্তর: Show
(খ) দুটি
(xvi) ‘আটলান্টিস’ হল-
- (ক) মহাসাগর
- (খ) দ্বীপরাজ্য
- (গ) উপকথার রাজ্য
- (ঘ) রোমের রাজধানী।
উত্তর: Show
(খ) দ্বীপরাজ্য
অথবা, (xvii) বলীকান্ধারী ছিলেন একজন-
- (ক) তান্ত্রিক
- (খ) সুফি সাধক
- (গ) ভক্তিবাদী
- (ঘ) দরবেশ।
উত্তর: Show
(ঘ) দরবেশ
(xviii) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা-
- (ক) ছয়
- (খ) সাত
- (গ) আট
- (ঘ) নয়।
উত্তর: Show
(খ) সাত
(xix) ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ‘ধোঁয়াশা’- এটি হল-
- (ক) মিশ্র রূপমূল
- (খ) জটিল রূপমূল
- (গ) জোড়কলম রূপমূল
- (ঘ) সমন্বয়ী রূপমূল।
উত্তর: Show
(গ) জোড়কলম রূপমূল
(xx) ‘কবিরঞ্জন’ কার উপাধি?-
- (ক) জয়দেব
- (খ) বিদ্যাপতি
- (গ) কমলাকান্ত ভট্টাচার্য
- (ঘ) রামপ্রসাদ সেন।
উত্তর: Show
(ঘ) রামপ্রসাদ সেন
(xxi) ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন-
- (ক) ভূপেন হাজারিকা
- (খ) বেগম আখতার
- (গ) রামনিধি গুপ্ত
- (ঘ) নির্মলেন্দু চৌধুরী।
উত্তর: Show
(খ) বেগম আখতার
(xxii) ‘বলো বলো বলো সবে’ গানটি লিখেছেন-
- (ক) কাজী নজরুল ইসলাম
- (খ) রজনীকান্ত সেন
- (গ) দ্বিজেন্দ্রলাল রায়
- (ঘ) অতুলপ্রসাদ সেন।
উত্তর: Show
(ঘ) অতুলপ্রসাদ সেন
#বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল?
উত্তর: মৃত্যুঞ্জয়ের বাড়িতে ন’জন লোক।
(ii) পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাক পুরুষের’ পুরোনো বচনে কী বলা হয়েছে?
উত্তর: সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে ‘পৌঁষে বাদলা’ সম্পর্কে গ্রামের ‘ডাক পুরুষের’ পুরনো বচনটি হল – ‘শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন,-বাকি সব দিন-দিন।’
(iii) “চিনিলাম আপনারে”- কবি কীভাবে নিজেকে চিনেছিলেন? (H.S. – 19, 16)
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন ‘আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়’।
(iv) “মোরগফুলের মতো লাল আগুন”- এখানে কোন্ আগুনের কথা বলা হয়েছে?
উত্তর: ‘বোধ’-এর কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় দেশওয়ালি মানুষরা হিমের রাতে নিজেদের শরীর গরম রাখার জন্য মোরগ ফুলের মতো লাল আগুন জ্বালিয়েছিল।
(v) কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন?
উত্তর: ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় শীতের দুঃস্বপ্ন বলেছেন।
(vi) “অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে” কী করেন? [HS-2023]
উত্তর: অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন।
অথবা, “তখন মনে মনে কত আশা, কত প্ল্যান!”- কে, কীসের আশা ও প্ল্যান করেছিলেন? [H.S. – 2023]
উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্টতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন।
(vii) ‘আমি তা পারি না’- কবি কী পারেন না? (H.S. – 16)
উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
(viii) “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়”- কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? (H.S. – 15)
উত্তর: বিভাব নাটকের ‘লভ সিনে’ নায়কের ভূমিকায় অভিনয়কারী শম্ভু মিত্র কলেজ ফেরত নায়িকাকে খালি ধাক্কা দিয়ে বেড়ান।
অথবা, ‘নানা রঙের দিন’-এর ‘চরিত্রলিপি’ বয়সসহ উল্লেখ করো।
উত্তর: চরিত্রলিপি
নাম | চরিত্র | বয়স |
রজনীকান্ত চট্টোপাধ্যায় | বৃদ্ধ অভিনেতা | ৬৮ বছর |
কালীনাথ সেন | প্রম্পটার | প্রায় ৬০ বছর |
(ix) “যখন সমুদ্র তাকে খেল”- সমুদ্র কী খেয়েছিল? [H.S. – 2017]
উত্তর: ব্রেটোল্ট ব্রেখ্ট -এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বর্ণিত পৌরাণিক উপকথার নগরী আটলান্টিস দ্বীপটি একসময় সমুদ্রের অতলে তলিয়ে যায়। উক্ত কারণে বলা হয়েছে সমুদ্র আটলান্টিসকে খেয়েছে।
অথবা, “জয় তোরণে ঠাসা”- কোন্ শহর?
উত্তর: অনুবাদক কবি শঙ্খ ঘোষের ‘বহুল দেবতা, বহুস্বর’ কাব্যগ্রন্থের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বিভিন্ন স্থাপত্যের নিদর্শনে রমনীয় রোমের কথা উল্লেখ করেছেন। বিখ্যাত সপ্তম আশ্চর্যের অন্যতম কলোসিয়াম এখানেই অবস্থিত। তাছাড়াও রয়েছে রোম ফাউন্টেন বা ফোয়ারা। এই সমস্ত কারণেই কবি বলেছেন, রোম শহর জয়-তোরনের ঠাসা।
(x) ‘থিসরাস’ কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও।
উত্তর: থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়।
একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।
বি.দ্র. –
- ১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
- ২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
- ৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
- ৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।
- ৫। একটি বাংলা থিসিরাস হল – অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।
(xi) সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী?
উত্তর: যে প্রক্রিয়ায় শব্দের চেহার অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোটো হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলে।
যেমন – মাইক্রোফোন > মাইক, ফান্ডামেন্টাল > ফান্ডা।
(xii) শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখো।
উত্তর: শব্দার্থতত্ত্বের দুটি শাখার হলো –
- ১। উপাদানমূলক তত্ত্ব
- ২। সত্যসাপেক্ষ তত্ত্ব।