বাংলা ক – সেট 14 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
বাংলা ক – সেট 14 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A
XIV
BENGALI (Group – A)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু–
- (ক) সাহসী প্রকৃতির লোক
- (খ) অলস প্রকৃতির লোক
- (গ) ভীরু প্রকৃতির লোক
- (ঘ) কর্মঠ প্রকৃতির লোক
উত্তর: Show
(খ) অলস প্রকৃতির লোক
১.২ শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি, যে নাট্যদলের সদস্য ছিলেন, তার নাম—
- (ক) নান্দীকার
- (খ) নান্দীমুখ
- (গ) বহুরূপী
- (ঘ) স্বপ্নসন্ধানী
উত্তর: Show
(গ) বহুরূপী
অথবা, রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন-
- (ক) ৪৫ বছর
- (খ) ৫৫ বছর
- (গ) ৬৮ বছর
- (ঘ) ৬০ বছর
উত্তর: Show
(ক) ৪৫ বছর
১.৩ ‘শিকার’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম-
- (ক) ধূসর পাণ্ডুলিপি
- (খ) মহাপৃথিবী
- (গ) বেলা অবেলা কালবেলা
- (ঘ) রূপসী বাংলা
উত্তর: Show
(খ) মহাপৃথিবী
১.৪. ‘হাফ আখড়াই” গানের জন্ম দেন –
- (ক) লক্ষ্মীকান্ত বিশ্বাস
- (খ) রামনিধি গুপ্ত
- (গ) মোহনচাঁদ বসু
- (ঘ) গঙ্গানারায়ণ নস্কর
উত্তর: Show
(গ) মোহনচাঁদ বসু
১.৫ বুড়ির নিঃসাড় দেহ দেখে গ্রামের লোকেরা সর্বপ্রথম খবর দিয়েছিল-
- (ক) মোল্লাসাহেবকে
- (খ) ভট্টচাজ্যমশাইকে
- (গ) ফজলু শেখকে
- (ঘ) চৌকিদারকে
উত্তর: Show
(ঘ) চৌকিদারকে
১.৬ ‘চোখের জলটা তাদের জন্য’-
- (ক) বিপ্লবীদের জন্য
- (খ) কথকের মা আর তার বন্ধুর জন্য
- (গ) পাঞ্জাসাহেবের অধিবাসীদের জন্য
- (ঘ) গুরুনানকের শিক্ষ্যদের জন্য
উত্তর: Show
(গ) পাঞ্জাসাহেবের অধিবাসীদের জন্য
অথবা, ‘তারা থাকত কোন্ বাসায়’?– ‘তারা’ হল-
- (ক) যারা লিমা বানিয়েছিল
- (খ) যারা চীনের প্রাচীর বানিয়েছিল
- (গ)যারা থিব্স বানিয়েছিল
- (ঘ) যারা ব্যাবিলনকে আবার গড়ে তুলেছিল
উত্তর: Show
(ক) যারা লিমা বানিয়েছিল
১.৭ ‘পথিক’ নাটকটি যার লেখা –
- (ক) বিজন ভট্টাচার্য
- (খ) উৎপল দত্ত
- (গ) তুলসী লাহিড়ি
- (ঘ) শম্ভু মিত্র
উত্তর: Show
(গ) তুলসী লাহিড়ি
অথবা, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন – [H.S. – 15]
- (ক) জাহাজে
- (খ) পুলিশে
- (গ) ডাক বিভাগে
- (ঘ) কলেজে
উত্তর: Show
(খ) পুলিশে
১.৮ ‘যা পারি কেবল সেই কবিতায় জাগে’–কবিতায় জাগে – [H.S. – 17]
- (ক) কবির ক্রোধ
- (খ) কবির বিবেক
- (গ) কবির অক্ষমতা
- (ঘ) কবির আক্ষেপ
উত্তর: Show
(খ) কবির বিবেক
১.৯ ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ গঠন করেন-
- (ক) মনোমোহন বসু
- (খ) প্রিয়নাথ বসু
- (গ) রাজনারায়ণ বসু
- (ঘ) নবগোপাল মিত্র
উত্তর: Show
(খ) প্রিয়নাথ বসু
১.১০ ‘তার আসার কথা ওঠেনা’-কার? –
- (ক) বড়ো ছেলে
- (খ) মেজো ছেলে
- (গ) সেজো ছেলে
- (ঘ) ছোট ছেলে
উত্তর: Show
(গ) সেজো ছেলে
১.১১ ‘চোখ তো সবুজ চায়/দেহ চায়—’
- (ক) সবুজ বাগান
- (খ) সবুজ দেখতে
- (গ) সবুজ ঘাস
- (ঘ) সবুজের সমারোহ
উত্তর: Show
(ক) সবুজ বাগান
১.১২ যেটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্ভুক্তি নয়-
- (ক) নৃভাষাবিজ্ঞান
- (খ) শৈলীবিজ্ঞান
- (গ) সমাজভাষাবিজ্ঞান
- (ঘ) ধ্বনিবিজ্ঞান
উত্তর: Show
(ঘ) ধ্বনিবিজ্ঞান
১.১৩ মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যায়-
- (ক) ট্রেনে
- (খ) ট্রামে
- (গ) বাসে
- (ঘ) হেঁটে
উত্তর: Show
(খ) ট্রামে
১.১৪ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন-
- (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
- (খ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) নন্দলাল বসু
উত্তর: Show
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১৫ ‘রাজা রথারোহনম্ নাটয়তি’– এর অর্থ হল–
- (ক) রাজা রথে আরোহন করলেন
- (খ) রাজা রথ থেকে নামলেন
- (গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
- (ঘ) রাজা রথে যাত্রা করলেন
উত্তর: Show
(গ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
অথবা, ‘Life’s but a walking shadow’- যে নাটকের অংশ—
- (ক) ম্যাকবেথ
- (খ) ওথেলো
- (গ) কিংলীয়র
- (ঘ) জুলিয়াস সিজার
উত্তর: Show
(ক) ম্যাকবেথ
১.১৬ ‘ভাত’ গল্পে যজ্ঞের জন্য বালি আনতে হবে–
- (ক) শ্মশান থেকে
- (ক) নদীর ধার থেকে
- (গ) সমুদ্রের পাড় থেকে
- (ঘ) বাদা থেকে
উত্তর: Show
(ক) শ্মশান থেকে
১.১৭ ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে বোঝানো হয়েছে-
- (ক) নাগরিক জীবনের দূষিত পরিবেশকে
- (খ) শ্রমিকদের দীর্ঘশ্বাসকে
- (গ) মহুয়ার বনকে
- (ঘ) কবির হতাশাকে
উত্তর: Show
(ক) নাগরিক জীবনের দূষিত পরিবেশকে
১.১৮ শ্বাসাঘাত’ হ’ল একটি-
- (ক) অবিভাজ্য ধ্বনি
- (খ) যুক্ত ধ্বনি
- (গ) সহধ্বনি
- (ঘ) বিভাজ্য ধ্বনি
উত্তর: Show
(ক) অবিভাজ্য ধ্বনি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ ‘এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে/মাঝে মাঝে শুনি’- কবি কী শোনেন?
উত্তরঃ নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।
২.২ ‘আমি পারবো না’–কে, কী পারবে না?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের কেন্দ্রীয় চরিত্রের মৃত্যুঞ্জয় তার বেতনের টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে পারবে না।
২.৩ ‘আজ সারারাত্রি ঘুমাবো না’– কে, কেন ঘুমাবেন না?
উত্তরঃ ‘নানা রঙের দিন’ নাটকের সুজা তার প্রিয়তমা পিয়ারাবানুকে একথা বলেছে।
জীবনের শেষ যুদ্ধযাত্রায় যাওয়ার আগে না ঘুমিয়ে কাটিয়ে তার প্রিয়তমা পিয়ারাবানুর সঙ্গে হেসে-গেয়ে-ভালবেসে এক স্বর্গীয় আনন্দ অনুভব করতে চেয়েছে।
২.৪ ‘এমনি সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম’- সাহেবের পরিচয় দাও।
উত্তরঃ রুশদেশীয় চিত্রপরিচালক সাহেবের পুরো নাম সের্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইন। যিনি প্রথম জীবনে নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি চলচ্চিত্রের মাধ্যমে নিজের শিল্প দর্শন ফুটিয়ে তুলেছিলেন। দর্শকদের শুধু মনোরঞ্জনের জন্য নয় তাদের নতুন চিন্তার জগতে উপনীত করাই ছিল তার চলচ্চিত্র নির্মাণের মুখ্য উদ্দেশ্য। তাঁর বিখ্যাত ছবিগুলি হল – স্ট্রাইক, ব্যাটেলশিপ পটেমকিন্।
২.৫ ‘আর কেউ কাঁদেনি’-এখানে ‘আর কেউ’ বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তরঃ কবি শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় জগত বিখ্যাত ‘স্প্যানিশ আর্মাডা’ জাতীয় গৌরবের প্রতীক বলে তার পরাজয়ের বেদনা শুধু সম্রাট ফিলিপের নয় সমগ্র স্পেনবাসীর হৃদয়ে বেজেছিল। সমগ্র স্পেন বাসী কাঁদলেও ইতিহাসে রাজার দুঃখের কথাই লেখে।
অথবা, ‘উনি রীতিমতো হতভম্ব’–কে, কেন, হতভম্ব হয়ে গেলেন?
উত্তরঃ কর্তার সিং দুগগালের ‘অলৌকিক’ গল্পের দরবেশ বলী কান্ধারী যখন দেখেন তার জল ভর্তি কুয়ো মুহূর্তের মধ্যে জলাশূন্য, তখন তিনি হতভম্ব হয়ে পড়েন।
২.৬ ‘মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়’- কী টের পাওয়া যায়? (H.S. – 20)
উত্তরঃ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের চোখ দেখে টের পাওয়া যায় যে, নিখিলের কোনো কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।
২.৭ ‘শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়?-কীভাবে?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।
২.৮ ‘একটা অদ্ভুত শব্দ’— শব্দের পরিণতি কী হয়েছিল?
উত্তরঃ আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘একটা অদ্ভুত শব্দ’ বলতে শিকারির বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে আর এর পরিনতি হলো একটি সুন্দর বাদামী হরিণের নিস্পন্দ নিরপরাধ ঘুমের কোলে ঢোলে পড়া।
২.৯ শব্দার্থের সংকোচন-এর একটি উদাহরণ দাও।
উত্তরঃ ‘মৃগ’ শব্দটির মূল অর্থ ছিল ‘পশু’। বর্তমান অর্থ পশুদের মধ্যে শুধু ‘হরিণ’কেই বোঝায়। এক্ষেত্রে শব্দার্থের সংকোচ ঘটেছে।
২.১০ মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
উত্তরঃ মুখের মান্য বাংলায় স্বরধ্বনি হল – ৭টি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হল – ৩০টি।
২.১১ খণ্ড ধ্বনির অপর নাম কী? [HS – 2017]
উত্তরঃ খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।
২.১২ ‘মিছে কথা বলব না’–কে, কোন্ সত্য কথা জানিয়েছিলেন?
উত্তরঃ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটার কালীনাথ সেন সত্য কথা বলেছেন।
সত্য কথাটি হলো কালীনাথ সেনের রাত্রে ঘুমানোর ঘর নেই তাই তিনি গ্রীন রুমে ঘুমান। আর এই সত্য কথাখানি মালিকের কানে তুলতে না বলেছেন, কেননা তাহলে তিনি বেঘোরে মারা পড়বেন।
অথবা, ‘ওগো তুমি পালাও’– কে, কাকে পালাতে বলেছিলেন?
উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি অমরের বাড়ির কল্পিত দক্ষিণমুখী জানালা যার তলা দিয়ে মনিসমাদ্দারলেন চলে গেছে সেই জানালা দিয়ে বৌদি, নায়করূপী শম্ভু মিত্রকে পালাতে বলেছেন।