বাংলা ক – সেট 21 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-21 ABTA HS Test Paper Solution 2023-2024)
বাংলা ক – সেট 21 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
XXI (Page No. – 266)
BENGALI (Group-A)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮
(i) “নির্ঘাত মরে গেছে বুড়িটা”- কথাটি বলেছিল –
- (ক) জগা
- (খ) নকড়ি
- (গ) নিবারণ
- (ঘ) করিম
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) জগা [/expand]
(ii) বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল?- (H.S. – 16)
- (ক) চিঁড়ে
- (খ) মুড়ি
- (গ) বাতাসা
- (ঘ) ছাতু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ছাতু [/expand]
(iii) গ্রুয়েল কথাটির অর্থ হল-
- (ক) ভাতের ফ্যান
- (খ) ফলের শরবত
- (গ) এক ধরনের টনিক
- (ঘ) এক ধরনের তরল সুস্বাদু খাবার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ভাতের ফ্যান [/expand]
(iv) ‘বৃষ্টিতে তা হল ধারালো’ – এখানে ধারালো হয়ে উঠেছে-
- (ক) বাতাসের বেগ
- (খ) রাঢ় বঙ্গের শীত
- (গ) ঝড়ের তীব্রতা
- (ঘ) নদীর স্রোত
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) রাঢ় বঙ্গের শীত [/expand]
(v) ‘এ হল ভগবানের মার।’- একথা বলেছিল-
- (ক) সতীশ মিস্ত্রি
- (খ) উচ্ছব
- (গ) সাধনবাবু
- (ঘ) বড়ো পিসিমা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) সতীশ মিস্ত্রি [/expand]
(vi) ‘জেগে উঠিলাম’ – এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন –
- (ক) মোহভঙ্গ হওয়া
- (খ) ঘুম থেকে জাগা
- (গ) স্বপ্নভঙ্গ হওয়া
- (ঘ) চেতনার পরিপূর্ণতা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) চেতনার পরিপূর্ণতা [/expand]
(vii) ‘একটা অদ্ভুত শব্দ’ – এই শব্দটি হল-
- (ক) জন্তুর ডাক
- (খ) হরিণের আর্ত চিৎকার
- (গ) বন্দুকের গুলি
- (ঘ) মানুষের আর্তনাদ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) বন্দুকের গুলি [/expand]
(viii) ‘অলস সূর্য’ – কবি সূর্যের সামনে ‘অলস’ বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ –
- (ক) বয়স বোঝাতে
- (খ) লাল রং বোঝাতে
- (গ) অস্তগামী সূর্য বোঝাতে
- (ঘ) সন্ধ্যা বোঝাতে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) অস্তগামী সূর্য বোঝাতে [/expand]
(ix) কবি বহুদিন যেতে পারেননি-
- (ক) সমুদ্রে
- (খ) জঙ্গলে
- (গ) মরুভূমিতে
- (ঘ) পাহাড়ে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) জঙ্গলে [/expand]
(x) ‘জীবনকে উপলব্ধি করা যাবে না’ – কোথায়? –
- (ক) ঘরের মধ্যে
- (খ) মঞ্চের উপরে
- (গ) শহরে
- (ঘ) শিক্ষিতদের মধ্যে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ঘরের মধ্যে [/expand]
অথবা, (xi) ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে- (H.S. – 15)
- (ক) একটি
- (খ) দুটি
- (গ) তিনটি
- (ঘ) পাঁচটি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দুটি [/expand]
(xii) কাবুকি থিয়েটার কোন দেশের? (H.S. – 20)
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্রের
- (খ) ভিয়েতনাম
- (গ) জাপান
- (ঘ) রাশিয়া
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) জাপান [/expand]
অথবা, (xiii) ‘আমি একদম একা- একেবারে নিঃসঙ্গ’ বক্তা-
- (ক) কালীনাথ
- (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
- (গ) রামব্রীজ
- (ঘ) ঔরঙ্গজেব
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায় [/expand]
(xiv) “Life’s but a walking shadow, a poor player” -সংলাপটি যে নাটকের-
- (ক) রিচার্ড দ্য থার্ড
- (খ) ওথেলো
- (গ) টেম্পস্ট
- (ঘ) ম্যাকবেথ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ম্যাকবেথ [/expand]
অথবা, (xv) ‘বিভাব’ নাটকে তুলসী লাহিড়ীর কোন নাটকের উল্লেখ আছে?-
- (ক) পথিক
- (খ) নর্তক
- (গ) ছেঁড়া তার
- (ঘ) দুঃখীর ইমান
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) পথিক [/expand]
(xvi) ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে – (H.S. – 20)
- (ক) শূন্য মাঠ
- (খ) শূন্য জঙ্গল
- (গ) শূন্য উদ্যান
- (ঘ) শূন্য মরুভূমি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) শূন্য উদ্যান [/expand]
(xvii) হাসান আব্দালের বর্তমান নাম – (H.S. – 20)
- (ক) হাসান সাহেব
- (খ) পাঞ্জা সাহেব
- (গ) নানা সাহেব
- (ঘ) বলী সাহেব
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) পাঞ্জা সাহেব [/expand]
(xviii) প্রথম সবাক বাংলা সিনেমাটি হল-
- (ক) জামাইষষ্ঠী
- (খ) আলমআরা
- (গ) মেঘে ঢাকা তারা
- (ঘ) জতুগৃহ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) জামাইষষ্ঠী [/expand]
(xix) বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন-
- (ক) সারদারঞ্জন রায়চৌধুরী
- (খ) কার্তিক বসু
- (গ) গোপাল বসু
- (ঘ) শ্যামসুন্দর মিত্র
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) সারদারঞ্জন রায়চৌধুরী [/expand]
(xx) কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন?-
- (ক) পিকাসো
- (খ) রাফায়েল
- (গ) লিও নার্দো দ্য ভিঞ্চি
- (ঘ) মাইকেল অ্যাঞ্জেলা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) পিকাসো [/expand]
(xxi) অনুসর্গের অপর নাম –
- (ক) বিভক্তি
- (খ) পরসর্গ
- (গ) প্রত্যয়
- (ঘ) সংকোচন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) পরসর্গ [/expand]
(xxii) একই পদ পাশাপাশি দু-বার বসার প্রক্রিয়াকে বলে- (H.S. – 17)
- (ক) সমাস
- (খ) সন্ধি
- (গ) পদদ্বৈত
- (ঘ) প্রত্যয়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পদদ্বৈত [/expand]
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) ‘এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল’- কে, কী শুনে আর পড়ে এসেছে?
উত্তর: ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নায়ক মৃত্যুঞ্জয় এতদিন খবরের কাগজে পড়েছে আর শুনে এসেছে যে দুর্ভিক্ষে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। কিন্তু আজ সে তা চাক্ষুষও করল।
(ii) ‘আরবি মন্ত্র পড়ছে ওরা’ – ওরা কারা? ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল?
উত্তর: ‘ভারতবর্ষ’ গল্পে মৃতকল্প বুড়ির চ্যাংদোলা সহ মড়াটা মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে নিয়ে আসছিল।
(iii) ‘নিস্পন্দ নিরপরাধ ঘুম।’ – ঘুমকে ‘নিরপরাধ’ বলা হয়েছে কেন?
উত্তর: শহুরে নাগরিক সভ্যতার উল্লাস ও আয়োজনে বনভূমির মাঝে ভোরের আলোর মতো পবিত্র হরিণটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিরপরাধ হরিণটি চিরনিদ্রায় নিথর হয়। তাই নিঃসাড় হরিণের মৃত্যুকে নিরপরাধ বলে কবি উল্লেখ করেছেন।
(iv) ‘সত্য যে কঠিন’ বলার কারণ কী?
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবির মনে প্রত্যয় জন্মেছে জীবনের সংগ্রামই হল সত্যসাপেক্ষ ত্যাগ তিতিক্ষা। স্বভাবতই সত্য এখানে কঠিন রূপে প্রতিভাত হয়।
(v) ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।’ – কী ভাবে?
উত্তর: ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি সমর সেন বিভিন্ন চিত্রকল্পের প্রয়োগে সাঁওতাল পরগনার নিসর্গ প্রকৃতিকে জীবন্ত রূপ প্রদান করেছেন। কবির প্রাণবন্ত ভাষায়, এই দূর সমুদ্র রাত্রির নির্জন নিঃসঙ্গতার বুকে আলোড়ন সৃষ্টি করে।
(vi) ‘সবুজের অনটন ঘটে’ – কোথায়, কেন সবুজের অনটন ঘটে?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।
(vii) ‘এই যে পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট’- পুলিশ আসছিল কেন?
উত্তর: অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল।
অথবা, ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ – সত্যটি কী?
উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না। এটাই হল জীবনের সত্য।
(viii) ‘বিভাব’ নাটকের নেপথ্যে কোন্ গানটি শোনা গিয়েছিল?
উত্তর: ‘বিভাব’ নাটকের নেপথ্যে ‘মালতী লতা দোলে’ গানটি শোনা গিয়েছিল।
অথবা, ‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ বিদেশি নাটকের ছায়ায় রচিত?
উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকটি রুশ নাট্যকার আন্তন চেকভের – দ্য সোয়ান সং নাটকের অনুপ্রেরণায় রচিত।
(ix) ‘কত সব খবর’ – খবরটি কী?
উত্তর: ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বলা হয়েছে ইতিহাসের পাতায় সর্বত্র প্রকাশিত হয় দিগ্বিজয়ী সম্রাট ও বীরদের বিজয় গৌরবের কাহিনী। অথচ দেশ-সমাজ-প্রগতি-সভ্যতা গড়ে তোলে শ্রমজীবী মানুষ। কিন্তু সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ইতিহাসে চিরকাল অবহেলিত, অনাদৃত ও অনুল্লেখিত থেকে যায়। আর তাই কবিতায় এই খবরের কথাই বলা হয়েছে।
অথবা, ‘…মার সঙ্গে তর্ক শুরু করি’ – কোন্ বিষয় নিয়ে তর্ক? (H.S. – 17)
উত্তর: কর্তার সিং দুগ্গালের লেখা ‘অলৌকিক’ গল্পে গল্পকথকের মনে হয়েছে পাঞ্জা সাহেবে পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা। এছাড়া গুরু নানকের হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার ঘটনাটা তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি। আর এই বিষয় নিয়েই তার মায়ের সাথে তর্ক বেঁধেছিল।
(x) ধ্বনিমূল বলতে কী বোঝায়?
উত্তর: কোন ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলের এই প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র্য দেখা যায়।
(xi) সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন?
উত্তর: সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন নোয়াম চমস্কি।
(xii) শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখো।
উত্তর: শব্দার্থতত্ত্বের শাখাগুলি হল –
- ১। শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব
- ২। সত্যসাপেক্ষ তত্ত্ব
- ৩। বিষয়মূলক তত্ত্ব