বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

V 

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ ‘গাঁ থেকে এইছি। খেতে পাইনে বাবা।’ বক্তা- 

  • (ক) মৃত্যুঞ্জয়
  • (খ) নিখিল
  • (গ) মৃত্যুঞ্জয়ের ভাই
  • (ঘ) টুনুর মা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) মৃত্যুঞ্জয় [/expand]

১.২ কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল- (H.S. – 15)

  • (ক) স্বপন
  • (খ) বিমল
  • (গ) ভজন
  • (ঘ) দীপেন

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ভজন [/expand]

১.৩ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা।’ এই কথাটি বলেছিল –

  • (ক) জগা
  • (খ) নকড়ি
  • (গ) নিবারণ
  • (ঘ) করিম

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) জগা [/expand]

১.৪ “একটু বসেই তাই উঠে গেল কলঘরে।” মৃত্যুঞ্জয় কলঘরে গিয়েছিল –

  • (ক) জল খাওয়ার জন্য
  • (খ) চোখে-মুখে জল দেওয়ার জন্য
  • (গ) বমি করার জন্য
  • (ঘ) জল আনার জন্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) বমি করার জন্য [/expand]

১.৫ ‘বাবুরা খায়’– (H.S. – 20)

  • (ক) নানাবিধ চাল
  • (খ) নানাবিধ ফল
  • (গ) নানাবিধ পানীয়
  • (ঘ) নানাবিধ শাক

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) নানাবিধ চাল [/expand]

১.৬ “নদীর জল …..  পাপড়ির মতো লাল।”-

  • (ক) মোরগফুলের পাপড়ির
  • (খ) জবাফুলের
  • (গ) মচকাফুলের পাপড়ির
  • (ঘ) নারীর পায়ের আলতার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) মচকাফুলের পাপড়ির [/expand]

১.৭ ‘সে কখনো করে না বঞ্চনা’– সে হল– (H.S. – 16)

  • (ক) মিথ্যা
  • (খ) সত্য
  • (গ) বন্ধু
  • (ঘ) জননী

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সত্য [/expand]

১.৮ অলস সূর্য ছবি আঁকে –

  • (ক) দিগন্তে
  • (খ) পশ্চিমের আকাশে
  • (গ) সন্ধ্যার জলস্রোতে
  • (ঘ) হৃদয়ে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) সন্ধ্যার জলস্রোতে [/expand]

১.৯ ‘আমি দেখি” কবিতার কবির চোখ চায়-

  • (ক) লাল
  • (খ) নীল
  • (গ) হলুদ
  • (ঘ) সবুজ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) সবুজ [/expand]

১.১০ সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিলেন-

  • (ক) তেরো
  • (খ) সতেরো
  • (গ) তেইশ
  • (ঘ) নয়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) তেরো [/expand]

অথবা, রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন – (H.S. – 16)

  • (ক) শাজাহান
  • (খ) দিলদার
  • (গ) ঔরঙ্গজেব
  • (ঘ) মিরজুমলা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দিলদার [/expand]

১.১১ ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল- 

  • (ক) ৫০ বছর
  • (খ) ৬৮ বছর
  • (গ) ৬০ বছর
  • (ঘ) ৭০ বছর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) ৬৮ বছর [/expand]

অথবা, “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে” সংলাপটি বলেছেন –

  • (ক) শম্ভু
  • (খ) বৌদি
  • (গ) শম্ভু ও অমর
  • (ঘ) অমর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) শম্ভু [/expand]

১.১২ শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে উল্লিখিত ‘কাবুকি’ যে দেশের থিয়েটার-

  • (ক) চিন
  • (খ) জাপান
  • (গ) আমেরিকা
  • (ঘ) ভিয়েতনাম

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) জাপান [/expand]

১.১৩ গলদের নিপাত করেছিল-

  • (ক) আলেকজান্ডার
  • (খ) দ্বিতীয় ফ্রেডারিক
  • (গ) সিজার
  • (ঘ) হিটলার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) সিজার [/expand]

অথবা, বলী কান্ধারী ছিলেন একজন –

  • (ক) তান্ত্রিক
  • (খ) সুফিসাধক
  • (গ) ভক্তিবাদী
  • (ঘ) দরবেশ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) দরবেশ [/expand]

১.১৪ মাঝি মাল্লার গান-

  • (ক) ঝুমুর
  • (খ) টপ্পা
  • (গ) ভাটিয়ালি
  • (ঘ) ভাওয়াইয়া

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ভাটিয়ালি [/expand]

১.১৫ শান্তিনিকেতনে ‘কলাভবন’ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৯০২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে [/expand]

১.১৬ সত্যজিৎ রায় যে পুরস্কারটি পাননি –

  • (ক) পদ্মশ্রী
  • (খ) নাবেল
  • (গ) অস্কার
  • (ঘ) লিজিয়ন অফ অনার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) নাবেল [/expand]

১.১৭ বিধেয় হয় সাধারণত বাক্যের-

  • (ক) কর্তা
  • (খ) কর্ম
  • (গ) ক্রিয়া
  • (ঘ) অপাদান পদ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ক্রিয়া [/expand]

১.১৮ রূপমূল হ’ল –

  • (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
  • (খ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক
  • (গ) শব্দার্থের উপাদান
  • (ঘ) পদের গঠন বৈচিত্র‍্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক [/expand]

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ ‘ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না।’- কেন?

উ. কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাটার বিশেষ প্রয়োজন হয় না। কারণ বাড়ি থেকে বেরিয়ে দু-পা হেঁটে এসে গ্রামে ওঠে এবং প্রায় অফিসের দরজায় গিয়ে নামে। তাছাড়া তার চাকর ও ছোট ভাই বাজার ও কেনাকাটা করে। 

২.২ বড়ো বউ-এর উচ্ছবকে ভালো লাগেনি কেন?

উ. সমাজ সচেতন লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের শুরুতেই একজন লোকের (উৎসব নাইয়া) উল্লেখ পাওয়া যায়, যার চাউনি ছিল উগ্র রকমের। তাই তাকে বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। 

২.৩ ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি সত্যকে কোন্ বিশেষণে ভূষিত করেন?

উ. সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রূপনারানের কূলে’ কবিতায় সত্যকে ‘কঠিন’ বিশেষণে ভূষিত করেছেন।

 ২.৪ ‘শিকার’ কবিতায় দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালে কেন?

উ. চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় দেশোয়ালীরা সারারাত মাঠে আগুন জ্বেলে শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য। 

২.৫ “বাগানে বসাও”- কে বাগানে কী বা কাকে বসাতে বলেছেন?

উ. নগর জীবনের যান্ত্রিকতা, বিষাক্ত ধূলিধূসরিত পান্ডুরতা, বিবর্ণ পৃথিবীর নির্মমতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের মনও চোখ দুই-ই ক্লান্ত এবং দূষিত। তাই কবি বাগানে সবুজ গাছ বসাতে বলেছেন। 

২.৬ “যা পারি কেবল”– কে কী পারেন? (H.S. – 16)

উ. বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ – রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

২.৭ “ওগো, তুমি পালাও….” – কোথা দিয়ে ‘বৌদি’ পালাতে বলেছেন?

উ. নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি অমরের বাড়ির কল্পিত দক্ষিণমুখী জানালা যার তলা দিয়ে মনিসমাদ্দারলেন চলে গেছে এখানে সেই জানালা দিয়ে ‘বৌদি’ পালাতে বলেছেন। 

অথবা, “আরে, গেল কোথায় লোকটা?” -কোন্ লোকের কথা বলা হয়েছে?

উ. নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে শারীরিকভাবে অনুপস্থিত থিয়েটারের রক্ষণাবেক্ষণকারী  রামব্রিজের কথা বলা হয়েছে। 

২.৮ “মরা হাতি সোয়া লাখ”- ‘নানা রঙের দিন’ নাটকে কোন্ প্রসঙ্গে কথাটি এসেছে?

উ. নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা প্রসঙ্গে প্রশ্নোদ্ধৃত প্রবাদটি প্রয়োগ করা হয়েছে। 

অথবা, শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কী হওয়া উচিত ছিল?

উ. নাট্যকার শম্ভু মিত্রের মতে, দুরন্ত অভাব থেকে জন্ম নেওয়া এই নাটকের দৃশ্যায়নের জন্য প্রয়োজনীয় কোন উপকরণ না থাকায়, এর নাম ‘অভাব নাটক’ রাখা উচিত। 

২.৯ “সোনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল”– লিমা কী? 

উ. ব্রের্টোল্ট ব্রেখ্ট রচিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমা হল – প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী, সর্ববৃহৎ শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। আর্থিক স্বচ্ছলতার কারণে লিমার সৌন্দর্য মূল্যবান সোনার সঙ্গে তুলনীয়। 

অথবা, ‘দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই….’- মর্দানা কোন্ দৃশ্য দেখে চেঁচিয়ে উঠেছিলেন?

উ. পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে দরবেশ বলি কান্ধারি তার কুয়োর জল শুকনো দেখে গুরু নানকের উপরে ক্ষিপ্ত হয়ে, তাকে হত্যা করার উদ্দেশ্যে পাথরের চাঙ্গড় পাহাড়ের চূড়া থেকে নিচে গড়িয়ে দেন – এই দৃশ্য দেখে মর্দানা চেঁচিয়ে উঠেছিল। 

২.১০ মুন্ডমাল শব্দ কী?

উ. একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

২.১১ বাক্যের প্রধান দুটি অংশ কী কী?

উ. বাক্যের প্রধান অংশ দুটি। যথাঃ 

  • ১। উদ্দেশ্য 
  • ২। বিধেয় 

২.১২ শব্দার্থ পরিবর্তনকে ক-টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উ. শব্দার্থ পরিবর্তনের প্রধান তিন প্রকার ধারা আছে। যথাঃ 

  • ১। শব্দার্থের প্রসার 
  • ২। শব্দার্থের সংকোচ
  • ৩।  শব্দার্থের রূপান্তর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *