বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

XIII

BENGALI (Group-A)

১. সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ মেজো আর ছোটোর জন্য বারোমাস যে চাল রান্না হয় – (H.S. – 18)

  • (ক) কনকপানি
  • (খ) পদ্মজালি
  • (গ) রামশাল
  • (ঘ) ঝিঙেশাল

উত্তর: Show

(খ) পদ্মজালি

১.২ “যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ-

  • (ক) অর্থাভাব
  • (খ) লোকের অভাব
  • (গ) সদিচ্ছার অভাব
  • (ঘ) পরিকল্পনার অভাব

উত্তর: Show

(খ) লোকের অভাব

১.৩ উচ্ছবকে বড়ো উতলা করে-

  • (ক) বাদার চালের গন্ধ
  • (খ) ফুটন্ত ভাতের গন্ধ
  • (গ) বউ-ছেলে-মেয়ের কথা
  • (ঘ) যজ্ঞশেষে ভাত পাওয়ার আশা

উত্তর: Show

(খ) ফুটন্ত ভাতের গন্ধ

১.৪ এক সময় দাগি ডাকাত ছিল- (H.S. – 20,16)

  • (ক) ফজুল সেখ
  • (খ) নিবারণ বাগদি
  • (গ) নকড়ি নাপিত
  • (ঘ) করিম ফরাজি

উত্তর: Show

(খ) নিবারণ বাগদি

১.৫ ‘ভাত খাবে কাজ করবে’ একথা বলেছিল-

  • (ক) বাসিনী
  • (খ) বড়ো পিসিমা
  • (গ) বামুন ঠাকুর
  • (ঘ) বড়ো বউ

উত্তর: Show

(গ) বামুন ঠাকুর

 

১.৬ “মেঘমদির মহুয়ার দেশ” আছে- (H.S. – 18)

  • (ক) খুব খুব কাছে
  • (খ) অনেক অনেক দূরে
  • (গ) নিবিড় অরণ্যে
  • (ঘ) প্রান্তরের শেষে

উত্তর: Show

(খ) অনেক অনেক দূরে

১.৭ “জানিলাম এ জগৎ”– (H.S. – 20, 18)

  • (ক) সত্য নয়
  • (খ) স্বপ্ন নয়
  • (গ) মিথ্যা নয়
  • (ঘ) কঠিন নয়

উত্তর: Show

(খ) স্বপ্ন নয়

১.৮ সবুজ সকাল ভেজা – (H.S. – 19)

  • (ক) শিশিরে
  • (খ) ধুলোয়
  • (গ) জলে
  • (ঘ) ভোরের আলোয়

উত্তর: Show

(ক) শিশিরে

১.৯ “তাই বলি গাছ তুলে আনো”- কবি গাছ লাগাতে চান–

  • (ক) শহরে
  • (খ) বাগানে
  • (গ) পথের ধারে
  • (ঘ) ছাদে

উত্তর: Show

(খ) বাগানে

১.১০ “আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন”- (H.S. – 17)

  • (ক) ফ্রেডরিক
  • (খ) সিজার
  • (গ) ফিলিপ
  • (ঘ) আলেকজান্ডার

উত্তর: Show

(গ) ফিলিপ

অথবা, “স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হ’ল”- (H.S. – 19)

  • (ক) ট্রেনটাকে থামানোর
  • (খ) ট্রেনটাকে চালানোর
  • (গ) আহত ট্রেন যাত্রীর খাবার দেবার
  • (ঘ) ট্রেনটাকে বাতিল করার

উত্তর: Show

(ক) ট্রেনটাকে থামানোর

১.১১ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন- (H.S. – 18)

  • (ক) ইসথেটিক মরা
  • (খ) অস্বাভাবিক মরা
  • (গ) অদ্ভুত মরা
  • (ঘ) নান্দনিক মরা

উত্তর: Show

(ক) ইসথেটিক মরা

অথবা, সেই টাকায় তিনি নিজেই আজকে মদগিলে পড়ে আছেন- তিনি হলেন- (H.S. – 18)

  • (ক) রজনী
  • (খ) রামব্রিজ
  • (গ) কালীনাথ
  • (ঘ) মহম্মদ

উত্তর: Show

(খ) রামব্রিজ

১.১২ রজনীকান্ত থিয়েটারে আছেন-

  • (ক) ৬৮ বছর
  • (খ) ৪৫ বছর
  • (গ) ৭২ বছর
  • (ঘ) ৪৩ বছর

উত্তর: Show

(খ) ৪৫ বছর

অথবা, “হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হোন।”— যা হওয়ার কথা বলা হয়েছে- (H.S. – 16)

  • (ক) পুলিশ
  • (খ) সার্জেন্ট
  • (গ) নায়ক
  • (ঘ) ডাক্তার

উত্তর: Show

(গ) নায়ক

১.১৩ “আরে, গেল কোথায় লোকটা?” – লোকটি হল  – 

  • (ক) কালীনাথ
  • (খ) রজনী
  • (গ) দিলদার
  • (ঘ) রামব্রিজ

উত্তর: Show

(ঘ) রামব্রিজ

অথবা, ‘কাবুকি’ থিয়েটারটি ছিল- (H.S. – 20)

  • (ক) রাশিয়ার
  • (খ) জাপানের
  • (গ) ভারতের
  • (ঘ) চিনের

উত্তর: Show

(খ) জাপানের

১.১৪ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন- (H.S. – 18)

  • (ক) রামশঙ্কর ভট্টাচার্য
  • (খ) বিষ্ণুপদ চক্রবর্তী
  • (গ) যদুভট্ট
  • (ঘ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী

উত্তর: Show

(ক) রামশঙ্কর ভট্টাচার্য

১.১৫ সুনয়নী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র- (H.S. – 18)

  • (ক) মা যশোদা
  • (খ) মধ্যযুগের সন্তগণ
  • (গ) হলকর্ষণ
  • (ঘ) ভারত মাতা 

উত্তর: Show

(ক) মা যশোদা

১.১৬ দিব্যেন্দু বড়ুয়া যুক্ত— যে খেলার সঙ্গে—

  • (ক) দাবা
  • (খ) ক্রিকেট
  • (গ) হকি
  • (ঘ) টেবিল টেনিস

উত্তর: Show

(ক) দাবা

১.১৭ উষ্ণ ধ্বনিটি হ’ল- (H.S. – 15)

  • (ক) ত্
  • (খ) শ্
  • (গ) ম্
  • (ঘ) ল্

উত্তর: Show

(খ) শ্

১.১৮ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়- (H.S. – 18)

  • (ক) বিভক্তি
  • (খ) নির্দেশক
  • (গ) প্রত্যয়
  • (ঘ) উপসর্গ

উত্তর: Show

(ঘ) উপসর্গ

 

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ “বচসা বেড়ে গেল।”– বচসা বেড়ে যাওয়ার কারণ কী?

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে মৃতকল্প বুড়ি হিন্দু না মুসলমান তার স্বপক্ষে দুই সম্প্রদায় যখন প্রত্যক্ষ প্রমাণ, প্রমাণ করার চেষ্টা করল তখনই তাদের মধ্যে বচসা বেড়ে গেল। 

২.২ “তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকতো আজ।”— কী হলে এমন হত? (H.S. – 18)

উত্তরঃ মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোটগল্পে চুন্নুনীদের অর্থাৎ উচ্ছবের বউ-ছেলেমেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকতো।

২.৩ “চিনিলাম আপনারে”- কবি কীভাবে নিজেকে চিনলেন? (H.S. – 19, 16)

উত্তরঃ রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

২.৪ “এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে/মাঝে মাঝে শুনি”- কবি কী শোনেন?

উত্তরঃ নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। 

২.৫ “আমি তা পারি না”- বক্তা কী পারেন না? (H.S. – 16)

উত্তর:  বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

২.৬ “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল” – সে নদীতে নামল কেন? (H.S. – 18)

উত্তরঃ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।সারারাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি জলে নেমেছিল।

২.৭ ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝ? (H.S. – 16)

উত্তরঃ একটি ধ্বনিমূল যে যে অবস্থানে উচ্চারিত হয়, তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান।

উদাহরণঃ ‘ই’ ধ্বনিমূল শব্দের আদি(ইলিশ), মধ্য(কোকিল) ও অন্ত্য(বই) অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটিই হল ‘ই’ ধ্বনিমূলের অবস্থান। 

২.৮ সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? (H.S. – 16)

উত্তরঃ সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

২.৯ থিসরাস কী? (H.S. – 20, 16)

উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। 

একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

বি.দ্র. – 

  • ১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
  • ২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
  • ৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
  • ৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।
  • ৫। একটি বাংলা থিসিরাস হল – অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

২.১০ ‘সই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা’- কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?

উত্তরঃ বার্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চিন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়ান-এর সময়ে চিনের প্রাচীন তৈরির কাজ শুরু হয় বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যেদিন চিনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হল, তখন কেউই আর সেইসব রাজমিস্ত্রিদের মনে রাখল না। এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।

অথবা, “সেকালে ঘন ঘন সাকা হত”- সাকা হলে কী করতে হত? [H.S. – 16]

উত্তরঃ ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘শাকা’। আর ‘শাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন। 

২.১১ ‘বিভাব’ নাটকের নামকরণ কীভাবে হয়েছিল? [H.S. – 16]

উত্তরঃ জনৈক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র পর্যালোচনা করে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন ‘বিভাব’। 

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনের পরনে কী ছিল? 

উত্তরঃ নাট্যকার রজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা ও গায়ে কালো চাদর।

২.১২ “Box Office বলেও তো একটা কথা আছে”– বক্তা কখন কথাটি বলেছেন? (H.S. – 16)

উত্তরঃ ‘বিভাব’ নাটকে বৌদি ওরফে তৃপ্তি মিত্র ‘মালতি লতা দোলে’ রবীন্দ্র সংগীতটি এই ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্র আপত্তি করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক উক্ত কথাটি বলেছিলেন।

অথবা, “তাতে বয়সটা ঠিক বোঝা যায় না।” কীসে বয়সটা ঠিক বোঝা যায় না? (H.S. – 16, 19)

উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তবাবু ছোকরাদের মতো আদব-কায়দা করেন তাছাড়া লম্বা-চওড়া চেহারার অধিকারী তিনি। আর সর্বোপরি তিনি তার লম্বা চুলে প্রত্যহ হাফ সিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি করেন যে, তার বয়সটা বোঝা যায় না।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *