বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-8 ABTA HS Test Paper Solution 2024-2025)
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
VIII (Page No. – 95)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(i) “বাদা থেকে চাল এসেছে।”- ‘বাদা’ শব্দের অর্থ-
- (ক) পাত্র
- (খ) বেসন
- (গ) নিম্নভূমি
- (ঘ) দোকান।
উত্তর: Show
(গ) নিম্নভূমি
(ii) “আচ্ছা, কিছুই কি করা যায় না?”- উক্তিটির বক্তা-
- (ক) নিখিল
- (খ) মৃত্যুঞ্জয়
- (গ) টুনুর মা
- (ঘ) মৃত্যুঞ্জয়ের ভাই।
উত্তর: Show
(গ) টুনুর মা
(iii) “উচ্ছব ভাত ভাত করছে দেখো।”- একথা বলেছে-
- (ক) সাধন দাস
- (খ) বাসিনী
- (গ) সতীশবাবু
- (ঘ) বড়ো পিসিমা।
উত্তর: Show
(গ) সতীশবাবু
(iv) “তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।”- অদ্ভুত দৃশ্যটি হল-
- (ক) গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে
- (খ) বুড়ির মড়াটা নড়ছে
- (গ) মাঠ পেরিয়ে একটা চ্যাঙদোলা আসছে
- (ঘ) বুড়ি উঠে দাঁড়ালো।
উত্তর: Show
(খ) বুড়ির মড়াটা নড়ছে
(v) “মন্দিরের চাতালে তাস পেটে।”-
- (ক) চারটি ছেলে
- (খ) দুটি ছেলে
- (গ) তিনটি ছেলে
- (ঘ) কয়েকটি ছেলে।
উত্তর: Show
(গ) তিনটি ছেলে
(vi) “চিনিলাম আপনারে।”- কবি নিজেকে চিনলেন-
- (ক) রক্তের অক্ষরে
- (খ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
- (গ) আঘাতে আঘাতে
- (ঘ) বেদনায় বেদনায়।
উত্তর: Show
(খ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
(vii) “চারিদিকে বন ও আকাশ”-
- (ক) টিয়ার পালকের মতো সবুজ
- (খ) ময়ূরের সবুজ-নীল ডানার মতো
- (গ) কচি বাতাবি লেবুর মতো সবুজ
- (ঘ) মেহগিনির মতো।
উত্তর: Show
(খ) ময়ূরের সবুজ-নীল ডানার মতো
(viii) “রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।”-
- (ক) কয়লার খনির গভীর বিশাল শব্দ
- (খ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
- (গ) সন্ধ্যার জলস্রোত
- (ঘ) বায়ুর দীর্ঘশ্বাস।
উত্তর: Show
(খ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(ix) “নিহত ভাইয়ের শবদেহ দেখে”- কবির মনে জাগে-
- (ক) বিবেক
- (খ) বারুদ
- (গ) ক্রোধ
- (ঘ) মূল্যবোধ।
উত্তর: Show
(গ) ক্রোধ
(x) “এর নাম হওয়া উচিত”-
- (ক) বিভাব নাটক
- (খ) অভাব নাটক
- (গ) হাসির নাটক
- (ঘ) পূর্ণাঙ্গ নাটক।
উত্তর: Show
(খ) অভাব নাটক
অথবা, (xi) “রজনীবাবু মদটা ছেড়ে দিন।”- একথা বলেছেন-
- (ক) রামব্রিজ
- (খ) কালীনাথ
- (গ) রজনী চাটুজ্জে
- (ঘ) শম্ভু।
উত্তর: Show
(খ) রজনী চাটুজ্জে
(xii) “দিলে তো রাগিয়ে”- রাগ করেছিলেন-
- (ক) শম্ভু
- (খ) অমর
- (গ) বৌদি
- (ঘ) সম্পাদক।
উত্তর: Show
(গ) বৌদি
অথবা, (xiii) “Box Office বলেও তো একটা কথা আছে?”- একথা বলেছে-
- (ক) শম্ভু
- (খ) অমর
- (গ) হারমোনিয়াম বাদক
- (ঘ) বৌদি।
উত্তর: Show
(গ) হারমোনিয়াম বাদক
(xiv) “ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া?”- ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে-
- (ক) শম্ভু
- (খ) বৌদি
- (গ) চাঁদ
- (ঘ) অমর।
উত্তর: Show
(গ) চাঁদ
অথবা, (xv) “সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই”- কেবল সার্জেন্টের একটি-
- (ক) টুপি থাকে
- (খ) লাঠি থাকে
- (গ) ক্রস বেল্ট থাকে
- (ঘ) ব্যাজ থাকে।
উত্তর: Show
(গ) ক্রস বেল্ট থাকে
অথবা, (xvi) “যখন সমুদ্র তাকে খেল”- সমুদ্র খেয়েছিল-
- (ক) আর্থাডাকে
- (খ) আটলান্টিসকে
- (গ) ব্যাবিলনকে
- (ঘ) লিমাকে।
উত্তর: Show
(খ) আটলান্টিসকে
অথবা, (xvii) “সেখানেই বসে পড়ে।”- বসে পড়েছিলেন-
- (ক) নানক
- (খ) বলীকান্ধারী
- (গ) মর্দানা
- (ঘ) মায়ের বান্ধবী।
উত্তর: Show
(গ) মর্দানা
(xviii) রবীন্দ্রনাথের প্রথম সংগীত শিক্ষক ছিলেন-
- (ক) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
- (খ) রঘুনাথ রায়
- (গ) নিধুবাবু
- (ঘ) কালী মির্জা।
উত্তর: Show
(ক) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
(xix) প্রথম বাংলা রঙিন ছবি-
- (ক) কাঞ্চনজঙ্ঘা
- (খ) পথে হল দেরী
- (গ) কবি
- (ঘ) জলসাঘর।
উত্তর: Show
(খ) পথে হল দেরী
(xx) “বাংলার তলস্তয় নামে পরিচিত”-
- (ক) মহেন্দ্রচন্দ্র নন্দী
- (খ) প্রফুল্লচন্দ্র রায়
- (গ) জগদীশচন্দ্র বসু
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: Show
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
(xxi) “পার্শ্বিক ধ্বনি হল”-
- (ক) ল্
- (খ) র্
- (গ) দ
- (ঘ) শ্।
উত্তর: Show
(ক) ল্
(xxii) “থিসরাস” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ-
- (ক) সমার্থ শব্দ কোশ
- (খ) রত্নাগার
- (গ) অভিধান
- (ঘ) অর্থকোশ।
উত্তর: Show
(খ) রত্নাগার
# বাংলা ক – সেট 8 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) “প্রতিমাসে ধার করছিস।”- কেন ধার করে?
উত্তর: মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য সংখ্যা ন’জন। মৃত্যুঞ্জয় প্রতিমাসে যে বেতন পায় তাতে তার সংসার চলে না, তাই তাকে প্রতিমাসে ধার করতে হয়।
(ii) “একন চান করব নে।”- বক্তা স্নান করতে চায়নি কেন?
উত্তর: বক্তা উৎসব এখন চান করতে চায় না, কারণ তার মাথায় জল পড়লেই আর পেট মানতে চায় না।
(iii) “চিনিলাম আপনারে”- কবি নিজেকে কীভাবে চিনলেন? (H.S. – 19, 16)
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন ‘আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়’।
(iv) “নামুক মহুয়ার গন্ধ”- কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে?
উত্তর: নাগরিক কবি সমর সেন সাঁওতাল পরগনার মহুয়ার দেশে মহুয়ার গন্ধে মদির হয়ে ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন।
(v) “আগুন জ্বলল আবার।”- আগুন জ্বলল কেন?
উত্তর: ‘মহাপৃথিবী’র কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় শিকারী মানুষের ললুপতার শিকার হয় সুন্দরী বাদামি হরিণটি। তারই মাংস রান্নার জন্য আবার আগুন জ্বালানো হয়েছিল।
(vi) “সে-ই কবিতায় জাগে”- কবিতায় কী জাগে?
উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত তাঁর কবিতার মধ্যে বিবেককে জাগ্রত করে অত্যাচারের প্রতিবাদ করতে পারেন।
(vii) “মানে প্রেমের অভিনয়”- বক্তা কেন একথা বলেছে?
উত্তর: ‘বিভাব’ নাটকে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। তাই তাঁর মতে তাঁদের একটি লভ সিন করা উচিৎ। কিন্তু শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি বুঝতে না পারলে তৃপ্তি মিত্রে তাদের উক্ত কথাটি বলে বোঝান।
অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ”- জীবনের সত্য কী?
উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।
(viii) “পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে।”- পুরানো বাংলা নাটকে কী লেখা ছিল?
উত্তর: পুরানো বাংলা নাটকে লেখা আছে – ‘রাজা রথারোহণম নাটয়তি’ অর্থাৎ রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। মানে রাজা রথে চড়েননি অভিনয় করেছিলেন মাত্র।
অথবা, “বাজে কথা বলে”- বাজে কথাটি কী?
উত্তর: বাজে কথাটি হলো – নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। কারণ তারা মিথ্যে কথা বলে।
(ix) “সেখানেই বসে পড়ে।”- কেন বসে পড়ে?
উত্তর: গুরু নানকের শিষ্য মর্দানারা হাসান আব্দালের জঙ্গলে জল তেষ্টা পেলে, তাকে পরের গ্রাম পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু মর্দানা নড়তে রাজি ছিল না এমনকি সে সেখানেই বসে পড়ে।
অথবা, “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”- ফিলিপ কেঁদেছিলেন কেন?
উত্তর: জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক, সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ।
(x) মিশ্র রূপমূলের একটি উদাহরণ দাও।
উত্তর: দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে।
যেমন – গঙ্গাফড়িং, শাসন কাল।
(xi) লাঙ (Langue) কাকে বলে?
উত্তর: সোস্যুরের মতে – ভাষার নান উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে বলে লাঙ।
(xii) শব্দর্থের উৎকর্ষের একটি উদাহরণ দাও।
উত্তর: ‘ভোগ’ – শব্দের আদি অর্থ ছিল ‘ভোজ্য বস্তু’ আর বর্তমানে ‘দেবতাকে নিবেদিত আহার্য’ এতে শব্দের উৎকর্ষ সাধিত হয়েছে।