বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2022-23

বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

II

BENGALI (GROUP-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ “ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”

  • (ক) নিখিলের
  • (খ) মৃত্যুঞ্জয়ের
  • (গ) টুনুর মায়ের
  • (ঘ) টুনুর

উত্তর: Show

(খ) মৃত্যুঞ্জয়ের

১.২ মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন –

  • (ক) পরিচ্ছন্ন হয়েছে
  • (খ) ছিঁড়ে গেছে
  • (গ) অদৃশ্য হয়েছে
  • (ঘ) নতুন হয়েছে

উত্তর: Show

গ) অদৃশ্য হয়েছে

১.৩ শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয় –

  • (ক) মহানাম ভট্টাচার্যকে
  • (খ) মহানাম বাচস্পতিকে
  • (গ) মহানাম চক্রবর্তীকে
  • (ঘ) মহানাম শতপথিকে

উত্তর: Show

(ঘ) মহানাম শতপথিকে

১.৪ “উচ্ছব কাঠ কাটা শেষ করে।” – উচ্ছব কাঠ কাটলো –

  • (ক) আড়াই মন
  • (খ) দেড় মন
  • (গ) দু’মন
  • (ঘ) তিন মন

উত্তর: Show

(ক) আড়াই মন

১.৫ বুড়িকে ‘হরিবোল’ বলতে শুনেছিল –

  • (ক) নিবারণ বাগদী
  • (খ) ভটচাজমশাই
  • (গ) নকড়ি নাপিত
  • (ঘ) চৌকিদার

উত্তর: Show

(গ) নকড়ি নাপিত

১.৬ “রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে” –

  • (ক) কয়লার খনির গভীর, বিশাল শব্দ
  • (খ) ঘুমহীন ক্লান্ত দুঃস্বপ্ন
  • (গ) দেবদারুর দীর্ঘ রহস্য
  • (ঘ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস

উত্তর: Show

(ঘ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস

১.৭ ‘যে মেয়ে নিখোঁজ’ তার সন্ধান মেলে –

  • (ক) জঙ্গলে
  • (খ) স্কুলে
  • (গ) পুকুরে
  • (ঘ) নদীতে

উত্তর: Show

(ক) জঙ্গলে

১.৮ “বহুদিন জঙ্গলে যাইনি”- কারণ –

  • (ক) জঙ্গল ভালো লাগে না
  • (খ) বহুদিন শহরেই আছি
  • (গ) জঙ্গলে হিঃস্র পশুর ভয়
  • (ঘ) নানান কর্মব্যস্ততা

উত্তর: Show

(খ) বহুদিন শহরেই আছি

১.৯ “একটি তারা এখন আকাশে রয়েছে” – একটি তারা’র সঙ্গে করি যার তুলনা করেছেন –

  • (ক) একটি ফুলের
  • (খ) একটি মেয়ের
  • (গ) একটি মুক্তোর
  • (ঘ) একটি নদীর

উত্তর: Show

(খ) একটি মেয়ের

১.১০ “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত” – একথা বলেছেন –

  • (ক) অমর গাঙ্গুলি
  • (খ) শম্ভু মিত্র
  • (গ) বৌদি
  • (ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর: Show

(ঘ) বল্লভভাই প্যাটেল

অথবা, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল –

  • (ক) নিভে যাওয়া বাতি
  • (খ) জ্বলন্ত মোমবাতি
  • (গ) নিভে যাওয়া ধূপকাঠি
  • (ঘ) জ্বলন্ত প্রদীপ

উত্তর: Show

(খ) জ্বলন্ত মোমবাতি

১.১১ ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায় –

  • (ক) টুং টাং আওয়াজ
  • (খ) টুং টুং আওয়াজ
  • (গ) ঠুং ঠাং আওয়াজ
  • (ঘ) ঠাং ঠাং আওয়াজ

উত্তর: Show

(ঘ) ঠাং ঠাং আওয়াজ

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকটি যে নাটকের অনুবাদ সেটি হল-

  • (ক) ওথেলো
  • (খ) সোয়ান সং
  • (গ) উলুখাগড়া
  • (ঘ) থার্ড থিয়েটার

উত্তর: Show

(খ) সোয়ান সং

১.১২ “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?” – বক্তা হলেন –

  • (ক) শম্ভু
  • (খ) অমর
  • (গ) বৌদি
  • (ঘ) সার্জেন্ট

উত্তর: Show

(ক) শম্ভু

অথবা, “আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই” – ঘুমোন

  • (ক) রজনীকান্ত
  • (খ) রামব্রিজ
  • (গ) রামচরণ
  • (ঘ) কালীনাথ সেন

উত্তর: Show

(ঘ) কালীনাথ সেন

১.১৩ “সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য।” 

  • (ক) ব্যাবিলনে
  • (খ) আটলান্টিসে
  • (গ) বাইজেনটিয়ামে
  • (ঘ) স্পেনে

উত্তর: Show

(খ) আটলান্টিসে

অথবা, ‘অলৌকিক’ গল্পটি বাংলাভাষায় অনুবাদ করেছেন –

  • (ক) কর্তার সিং দুগাল
  • (খ) শঙ্খ ঘোষ
  • (গ) অনিন্দ্য সৌরভ
  • (ঘ) সুভাষ মুখোপাধ্যায়

উত্তর: Show

(গ) অনিন্দ্য সৌরভ

১.১৪ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন –

  • (ক) স্যার উইলিয়াম জোনস
  • (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • (গ) ফেদিনা দ্য স্যোসুর
  • (ঘ) নোয়াম চমস্কি

উত্তর: Show

(ক) স্যার উইলিয়াম জোনস

১.১৫ মুখের মান্য বাংলার অর্ধস্বরধ্বনি হ’ল –

  • (ক) দুটি
  • (খ) তিনটি
  • (গ) চারটি
  • (ঘ) সাতটি

উত্তর: Show

(গ) চারটি

১.১৬ ভারতের কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্যান্ড হল –

  • (ক) ভূমি
  • (খ) মোহিনের ঘোড়াগুলি
  • (গ) চন্দ্ৰবিন্দু
  • (ঘ) কালপুরুষ

উত্তর: Show

(খ) মোহিনের ঘোড়াগুলি

১.১৭ ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন যে বিজ্ঞানী –

  • (ক) জগদীশচন্দ্র বসু
  • (খ) সত্যেন্দ্রনাথ বসু
  • (গ) প্রফুল্লচন্দ্র রায়
  • (ঘ) মেঘনাদ সাহা

উত্তর: Show

(ঘ) মেঘনাদ সাহা

১.১৮ বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিতি –

  • (ক) সারদারঞ্জন রায়চৌধুরী
  • (খ) পঙ্কজ রায়
  • (গ) এস এন ব্যানার্জি
  • (ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

উত্তর: Show

(ক) সারদারঞ্জন রায়চৌধুরী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ “একটা কাজ করে দিতে হবে ভাই” – কাকে, কী কাজ করে দেওয়ার আবেদন জানানো হ’ল?

উ. কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় তার সহকর্মী নিখিলকে তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য অনুরোধ করে। 

২.২ “তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।”- অদ্ভুত দৃশ্যটি কী?

উ. সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে যার মৃতকল্প দেহকে কেন্দ্র করে সাম্প্রদায়িক টানাপোড়েন, সেই বুড়ির মৃত দেহটা হঠাৎই নড়ছিল এবং নড়তে নড়তে উঠেবসার চেষ্টা করছিল – এটাই ছিল অদ্ভুত দৃশ্য। 

২.৩ “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল” – কে কেন নামল? (H.S. – 18)

উ. জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।

সারারাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি জলে নেমেছিল।

২.৪ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে?

উ. কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে।

২.৫ ‘চিনিলাম আপনারে’– কবি কীভাবে নিজেকে চিনলেন? (H.S. – 19, 16)

উ. রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

২.৬ ‘আমি তা পারি না’- বক্তা কী পারেন না? (H.S. – 16)

উ. বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ – রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

২.৭ উপসর্গ কাকে বলে? (H.S. – 19)

উ. যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে, তাকে উপসর্গ বলে।

যেমনঃ ‘অ’ উপসর্গ যোগে শব্দঃ অজানা, অচেনা, অপরিচিত।

২.৮ ন্যূনতম শব্দজোড় কাকে বলে? (H.S. – 17)

উ. দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।

যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়। 

২.৯ “তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি।”— কোন্ প্যাঁচ বের করার কথা বলা হয়েছে? (H.S. – 20)

উ. ভালো স্টেজ, সিনসিনারি, দরজা-জানালা, টেবিল-বেঞ্চি ইত্যাদির অভাব; সর্বোপরি বাংলা সরকারের খাজনার চাপকে সুকৌশলে এড়িয়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর শম্ভূ মিত্র নাটক চালিয়ে যেতে ভঙ্গি বহুল এক নাটক উপস্থাপনার ব্যবস্থা করেছেন। আনুষঙ্গিক উপকরণের অভাব থাকা সত্ত্বেও শুধু নাটকের প্রতি প্রীতিকে অবলম্বন করে কোনরকম একটা প্ল্যাটফর্ম-এ অভিনয়ের অভিনব কৌশলকে ‘প্যাঁচ’ বলা হয়েছে। 

অথবা, “সদ্বংশের পবিত্র রক্ত।”- সদ্বংশের পরিচয় দাও।

উ. অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের বংশ পরিচয় দিতে গিয়ে বলেছিলেন রাঢ় বাংলার সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে তিনি জন্মেছিলেন। 

২.১০ “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না – হাসিও পাবে না।”- কোথায় পাওয়া যাবে বলে বক্তা মনে করেন?

উ. নাট্যকারের মতে, বাইরের জগতের সাধারণ মানুষের জীবন-যাপনের মধ্যেই জীবনকে উপলব্ধি করতে হবে। তবেই হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে – যা চার দেওয়ালের মধ্যে সম্ভব নয়। 

অথবা, “তার আগে তুমি এই থিয়েটার করা ছেড়ে দাও”— কাকে কেন থিয়েটার করা ছেড়ে দিতে বলেছে?

উ. নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চ্যাটার্জিকে তার প্রেমিকা অভিনয় ছাড়তে বলেছিলেন। 

অভিনেতা রজনীকান্তের অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি শর্ত দিয়েছিল তাকে বিয়ে করতে হলে থিয়েটার ছাড়তে হবে। কারণ অভিনেতার অভিনয় উপভোগ করা যায় কিন্তু তাকে নিয়ে সংসার করা যায় না। রজনীকান্তের মনে হয়েছিল অভিনেতা আসলে মানুষের মনোরঞ্জনকারী, চাকর, জোকার বা ক্লাউনেরই নামান্তর মাত্র। 

২.১১ “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”- কেন কেঁদেছিল?

উ. জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক, সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ। 

অথবা, “চোখের জলটা তাদের জন্য।” কাদের জন্য?

উ. পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে খিদে-তেষ্টায় কাতর দেশবাসীকে যারা রুটি-জল পৌঁছে দিয়েছিল এবং ট্রেন থামানোর জন্য আত্মাহুতি দিয়েছিল, এই চোখের জলটা ছিল তাদের জন্য। 

২.১২ মুণ্ডমাল শব্দ কাকে বলে?

উ. একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *