বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

X

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ নিখিল অবসর জীবন যেভাবে কাটাতে চায় [HS – 2017] –

  • (ক) দেশ-বিদেশ ভ্রমণ করে
  • (খ) দুঃস্থ মানুষের সেবা করে
  • (গ) গান শুনে ও নাটক দেখে
  • (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

উত্তর: Show

(ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

১.২ মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে –

  • (ক) দশজন লোক
  • (খ) পাঁচজন লোক
  • (গ) সাতজন লোক
  • (ঘ) ন-জন লোক

উত্তর: Show

(ঘ) ন-জন লোক

১.৩ উচ্ছব নাইয়ার বাবার নাম –

  • (ক) হরিহর নাইয়া
  • (খ) হরিশঙ্কর নাইয়া
  • (গ) হরিরাম নাইয়া
  • (ঘ) হরিচরণ নাইয়া

উত্তর: Show

(ঘ) হরিচরণ নাইয়া

১.৪ উচ্ছবের বাড়ি যে নদীর তীরে –

  • (ক) রূপনারায়ন
  • (খ) মাতলা
  • (গ) কেলেঘাই
  • (ঘ) সুবর্ণরেখা

উত্তর: Show

(খ) মাতলা

১.৫ “এক সময় দাগি ডাকাত ছিল” [HS – 2016, 2020] –

  • (ক) ফজুল শেখ
  • (খ) নিবারণ বাগদি
  • (গ) করিম ফরাজি
  • (ঘ) নকড়ি নাপিত

উত্তর: Show

(খ) নিবারণ বাগদি

১.৬ ‘আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন’ – কবিতাটিতে কবি ‘আমৃত্যু’ বলতে কী বুঝিয়েছেন?

  • (ক) জন্মের আগে পর্যন্ত
  • (খ) মৃত্যুর আগে পর্যন্ত
  • (গ) মৃত্যুর পর
  • (ঘ) জন্মান্তর

উত্তর: Show

(খ) মৃত্যুর আগে পর্যন্ত

১.৭ “নদীর জল, ……. পাপড়ির মতো লাল” – শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও

  • (ক) মচকা ফুলের
  • (খ) গোলাপ ফুলের
  • (গ) জবা ফুলের
  • (ঘ) মোরগ ফুলের

উত্তর: Show

(ক) মচকা ফুলের

১.৮ “আমার ক্লান্তির উপরে ঝরুক” –

  • (ক) বকুল ফুল
  • (খ) মহুয়া ফুল
  • (গ) শিউলি ফুল
  • (ঘ) কোনটিই নয়

উত্তর: Show

(খ) মহুয়া ফুল

১.৯ ক্রন্দনরতা জননী হলেন –

  • (ক) কবির মা
  • (খ) শহীদের মা
  • (গ) কবির স্বদেশ
  • (ঘ) যে কোনো নারী

উত্তর: Show

(গ) কবির স্বদেশ

১.১০ “তাঁর নাকি দারুণ বক্স অফিস”-

  • (ক) হাসির নাটকের
  • (খ) সামাজিক নাটকের
  • (গ) প্রেমের নাটকের
  • (ঘ) দুঃখের নাটকের

উত্তর: Show

(ক) হাসির নাটকের

অথবা, “The night is calling me” – সংলাপটি লেখা –

  • (ক) বার্নার্ড শ
  • (খ) শেলি
  • (গ) বায়বন
  • (ঘ) শেক্সপিয়ার

উত্তর: Show

(ক) বার্নার্ড শ

১.১১ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন [HS – 2015] –

  • (ক) কলেজে
  • (খ) পুলিশে
  • (গ) জাহাজে
  • (ঘ) ডাকবিভাগে

উত্তর: Show

(খ) পুলিশে

অথবা, ‘সাজাহান’ নাটকটির রচয়িতা –

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) দ্বিজেন্দ্রলাল রায়
  • (গ) গিরিশচন্দ্র ঘোষ
  • (ঘ) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

উত্তর: Show

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

১.১২ “দু’জনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”- দুজন হ’ল [HS – 2019] –

  • (ক) শম্ভু ও বৌদি
  • (খ) অমর ও বৌদি
  • (গ) শম্ভু ও অমর
  • (ঘ) শম্ভু ও যুবক

উত্তর: Show

(গ) শম্ভু ও অমর

অথবা, “উঃ কী শীত সব আছে শুধু” যা নেই [HS – 2019] –

  • (ক) মানুষ নেই
  • (খ) আলো নেই
  • (গ) লোকজন নেই
  • (ঘ) শীতের পোশাক নেই

উত্তর: Show

(ক) মানুষ নেই

১.১৩ গলদের নিপাত করেছিল-

  • (ক) দ্বিতীয় ফ্রেডরিক
  • (খ) আলেকজান্ডার
  • (গ) ফ্রেডরিক
  • (ঘ) সিজার

উত্তর: Show

(ঘ) সিজার

অথবা, উনি রীতিমতো হতভম্ব – উনি হলেন –

  • (ক) লেখকের মা
  • (খ) মর্দানা
  • (গ) বলী কান্ধারী
  • (ঘ) গুরু নানক

উত্তর: Show

(গ) বলী কান্ধারী

১.১৪ চারণ কবি নামে প্রসিদ্ধ –

  • (ক) কাজী নজরুল ইসলাম
  • (খ) রজনীকান্ত সেন
  • (গ) অতুপ্রসাদ সেন
  • (ঘ) মুকুন্দ দাস

উত্তর: Show

(ঘ) মুকুন্দ দাস

১.১৫ প্রথম ভারতীয় সবাক ছবি –

  • (ক) জামাইষষ্ঠী
  • (খ) আলমআরা
  • (গ) চণ্ডীদাস
  • (ঘ) বিল্বমঙ্গল

উত্তর: Show

(খ) আলমআরা

১.১৬ বিখ্যাত কুস্তিগীর গোবর গুহর প্রকৃত নাম –

  • (ক) অম্বিকাচরণ
  • (খ) রামচরণ গুহ
  • (গ) যতীন্দ্রচরণ গুহ
  • (ঘ) পদ্মলোচন গুহ

উত্তর: Show

(গ) যতীন্দ্রচরণ গুহ

১.১৭ ‘ল’ ধ্বনিটি –

  • (ক) নাসিক্য ধ্বনি
  • (খ) পার্শ্বিক ধ্বনি
  • (গ) উষ্ণ ধ্বনি
  • (ঘ) কম্পিত ধ্বনি

উত্তর: Show

(খ) পার্শ্বিক ধ্বনি

১.১৮ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

  • (ক) স্যার উইলিয়াম জোনস
  • (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • (গ) পবিত্র সরকার
  • (ঘ) গোপাল হালদার

উত্তর: Show

(ক) স্যার উইলিয়াম জোনস

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :   ১ × ১২ = ১২

২.১ “তাকে বড়ো উতলা করে” – কাকে, কী বড়ো উতলা করে?

উত্তরঃ কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়াকে বাসিনীর মনিব বাড়ির ফুটন্ত ভাতের গন্ধ উতলা করে। 

২.২ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরানো বচনে কী বলা আছে?

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে ‘পৌষে বাদলা’ সম্পর্কে গ্রামের ‘ডাক পুরুষের’ পুরনো বচনটি হল – ‘শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন,-বাকি সব দিন-দিন।’

২.৩ সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল?

উত্তরঃ ‘মহাপৃথিবী’র কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণ খাদক চিতাবাঘিনির খাদকে পরিণত না হওয়ার জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। 

২.৪ ‘ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তরঃ নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় ইট-কাঠের জঙ্গলে যান্ত্রিক সভ্যতার অভিঘাতে যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার দূষণ যন্ত্রণার কথাই বলা হয়েছে। 

২.৫ ‘বহুদিন জঙ্গলে যাইনি’— জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে? [HS – 2015]

উত্তরঃ আধুনিক কবি শঙ্খ ঘোষ বারবার আরণ্যক জীবনে পেয়েছেন শান্তি, কিন্তু কর্মব্যস্ততার জন্য বহুদিন তিনি আরণ্যক সুখ থেকে বঞ্চিত। তাছাড়া শহুরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা দেখে কবিপ্রাণ ক্লান্ত, বিধ্বস্ত ও রোগাক্রান্ত। 

২.৬ ‘এখন যদি না থাকি’- বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? [HS – 2019]

উত্তরঃ সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় দুঃসময় ও বিপন্নতার ঘেরাটোপে যখন দেশমাতা বন্দিনী ও ক্রন্দনরতা তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে। 

২.৭ বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের অন্যতম চরিত্র অমর গাঙ্গুলী ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? [HS – 2016]

উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে রজনীকান্ত, ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান নাটকের অংশ। 

২.৮ “বহুরূপী তখন লাটে উঠবে।” বহুরূপী লাটে উঠবে কেন?

উত্তরঃ ‘বিভাব’ নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে ‘বহুরূপী’ লাটে উঠবে। 

অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ” –সত্যটি কী?

উত্তরঃ ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য 

২.৯ “সে আবার গেল।”— কে কোথায় গেল?

উত্তরঃ প্রখ্যাত প্রাদেশিক সাহিত্যিক কর্তার সিং দুগগাল-এর ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের তৃষ্ণায় কাতর শিষ্য মর্দানা, অনিচ্ছা সত্ত্বেও গুরুর কথায় দ্বিতীয়বার জল প্রার্থনা করতে বলী কান্ধারীর কুটিরে গিয়েছিল। 

অথবা, লিমা কী?

উত্তরঃ অনুবাদক শঙ্খ ঘোষের ‘পড়তে জানে এমন এক মজুরের’ প্রশ্ন কবিতায় প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী, সর্ববৃহৎ শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র হল লিমা।

২.১০ মুণ্ডমাল শব্দ কী? উদাহরণ দাও।

উত্তরঃ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

২.১১ খণ্ডধ্বনির অপর নাম কী? [HS – 2017]

উত্তরঃ খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।

২.১২ প্যারোল কী?

উত্তরঃ লাঙ্ সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়াই হল পারোল।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *