ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A
বাংলা ক – সেট 1 ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
BENGALI (Group – A) (New Syllabus)
(নতুন পাঠক্রম)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ ‘নিখিল সন্তর্পণে প্রশ্ন করল’। – তার প্রশ্নটি ছিল –
- (ক) তোমার কী হলো
- (খ) কী হলো তোমার
- (গ) কী হলো হে তোমার
- (ঘ) কী হয়েছে তোমার
উত্তর: Show
(গ) কী হলো হে তোমার
১.২ এদিক ওদিক চেয়ে বাসিনী যা নিয়ে উঠোনে ধুতে আসে –
- (ক) চাল
- (খ) রান্নার জন্য সবজি
- (গ) গুগলি
- (ঘ) ঝুড়ি বোঝাই শাক
উত্তর: Show
(ঘ) ঝুড়ি বোঝাই শাক
১.৩ ‘তখনই বুড়ি মারা যাচ্ছিল’- বক্তা হলেন-
- (ক) মোল্লাসাহেব
- (খ) ভট্চাজমশাই
- (গ) ফজলু সেখ
- (ঘ) করিম ফরাজি
উত্তর: Show
(ক) মোল্লাসাহেব
১.৪ প্রথম আধুনিক থিসরাস হ’ল-
- (ক) অমরকোষ
- (খ) রজেটের থিসরাস
- (গ) রত্নাগার
- (ঘ) কোনোটিই নয়।
উত্তর: Show
(খ) রজেটের থিসরাস
১.৫ ‘লাঙ্’ ও ‘পারোল’ ধারণার উদ্ভাবক ছিলেন –
- (ক) নোয়াম চমস্কি
- (খ) ফের্দিনাঁ দ্য সোস্যুর
- (গ) পিটার মার্ক রজেট
- (ঘ) ব্লুমফিল্ড
উত্তর: Show
(খ) ফের্দিনাঁ দ্য সোস্যুর
১.৬ মোটা সাপটা চালের ভাত খায় –
- (ক) বড়ো বউ
- (খ) বুড়ো কর্তা
- (গ) মেজো ছেলে
- (ঘ) বামুন-ঝি-চাকর
উত্তর: Show
(ঘ) বামুন-ঝি-চাকর
১.৭ ‘বরং সমিধে পরিণত হয়ে যাবে’- ‘সমিধ’ শব্দের অর্থ –
- (ক) সমাধান
- (খ) দুর্ভিক্ষের আগুন
- (গ) যজ্ঞের কাঠ
- (ঘ) হৃদয়ের আগুন
উত্তর: Show
(গ) যজ্ঞের কাঠ
১.৮ সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন –
- (ক) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
- (খ) রামশঙ্কর ভট্টাচার্য
- (গ) মোহনচাঁদ বসু
- (ঘ) রূপচাঁদ অধিকারী
উত্তর: Show
(খ) রামশঙ্কর ভট্টাচার্য
১.৯ বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র হল –
- (ক) রাজা হরিশচন্দ্র
- (খ) জামাইষষ্ঠী
- (গ) পথের পাঁচালি
- (ঘ) নাগরিক
উত্তর: Show
(খ) জামাইষষ্ঠী
১.১০ মহুয়া বনের ধারে আছে –
- (ক) কয়লা খনি
- (খ) তামার খনি
- (গ) অভ্রর খনি
- (ঘ) হীরের খনি
উত্তর: Show
(ক) কয়লা খনি
১.১১ ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে –
- (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৮৮ খ্রিস্টাব্দে
উত্তর: Show
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
১.১২ ‘সুন্দরী বাদামি হরিণ’ যেখানে ঘুরেছিল –
- (ক) অর্জুনের বনে
- (খ) সুন্দরীর বনে
- (গ) অর্জুনের বন থেকে সুন্দরীর বনে
- (ঘ) সুন্দরীর বন থেকে অর্জুনের বনে
উত্তর: Show
(ঘ) সুন্দরীর বন থেকে অর্জুনের বনে
১.১৩ ‘আমি দেখি’ কবিতার স্তবক সংখ্যা হল –
- (ক) একটি
- (গ) দুটি
- (গ) তিনটি
- (খ) চারটি
উত্তর: Show
(গ) তিনটি
১.১৪ সেই কবিতায় জাগে –
- (ক) কবির বিবেক
- (খ) ভাষা
- (গ) ক্রোধ
- (ঘ) মূল্যবোধ
উত্তর: Show
(ক) কবির বিবেক
১.১৫ ‘প্রগ্রেসিভ লভ সিন’ করার ভাবনা প্রথম যার মাথায় এসেছিল –
- (ক) শম্ভু
- (খ) অমর
- (গ) বৌদি
- (ঘ) নাট্য পরিচালক
উত্তর: Show
(গ) বৌদি
অথবা, প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল –
- (ক) ৬০ বছর
- (খ) প্রায় ৬৮ বছর
- (গ) প্রায় ৬০ বছর
- (ঘ) ৬৮ বছর
উত্তর: Show
(গ) প্রায় ৬০ বছর
১.১৬ বক্তিয়ারের সিনটা ছিল –
- (ক) ‘রিজিয়া’ নাটকে
- (খ) ‘সাজাহান’ নাটকে
- (গ) ‘চন্দ্রগুপ্ত’ নাটকে
- (ঘ) ‘নুরজাহান’ নাটকে
উত্তর: Show
(ক) ‘রিজিয়া’ নাটকে
অথবা, The Night is Calling-me-me-me- যে নাটকের উক্তি –
- (ক) পিগম্যালিয়ন
- (খ) আর্মস অ্যান্ড দ্য ম্যান
- (গ) ম্যান অ্যান্ড সুপারম্যান
- (ঘ) ক্যান্ডিডা
উত্তর: Show
(ঘ) ক্যান্ডিডা
১.১৭ ‘বকশিশও দিলুম ওকে’- কত টাকা –
- (ক) তিন টাকা
- (খ) চার টাকা
- (গ) পাঁচ টাকা
- (ঘ) ছয় টাকা
উত্তর: Show
(ক) তিন টাকা
অথবা, শম্ভু মিত্র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন –
- (ক) লাল আলোয়
- (খ) সাদা আলোয়
- (গ) নীল আলোয়
- (ঘ) সবুজ আলোয়
উত্তর: Show
(খ) সাদা আলোয়
১.১৮ আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন –
(ক) ফ্রেডরিক
(খ) সিজার
(গ) ফিলিপ
(ঘ) আলেকজান্ডার
উত্তর: Show
(গ) ফিলিপ
অথবা, ‘অলৌকিক’ গল্পটির ভাষান্তর করেন-
- (ক) অনিন্দ্য সৌরভ
- (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
- (গ) শঙ্খ ঘোষ
- (ঘ) উৎপলকুমার বসু
উত্তর: Show
(ক) অনিন্দ্য সৌরভ
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ রেজিস্টার কী?
উত্তর: উপলক্ষ্য অনুযায়ী সমাজভাষাবিজ্ঞানে ভাষা ও উপভাষার যে বদল হয়, তাকে ‘রেজিস্টার’ বলে।
২.২ অর্থান্তরভুক্তি কী?
উত্তর: কোন শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থতা বা অর্থান্তরভুক্তি। যেমন – আসবাবপত্রঃ টেবিল, চেয়ার, খাট, আলমারি ইত্যাদি। ফলঃ আম, জাম, কাঁঠাল, কুল, পেয়ারা, বেদানা ইত্যাদি।
২.৩ ক্র্যানবেরী রূপমূল কাকে বলে?
উত্তর: আভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থহীন যে – পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, তাকে ক্র্যানবেরী রূপমূল বলে। যেমন – ‘আলাপ’, বিলাপ’, ‘প্রলাপ’, ‘সংলাপ’ – এই শব্দগুলির ‘লাপ’ অংশটুকু উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থ্য। তাই ‘লাপ’ হলো ক্র্যানবেরী রূপমূল।
২.৪ ‘জীবন শুকিয়ে যাচ্ছে’- কার, কেন এমন মনে হয়েছিল?
উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের চরিত্র অমর গাঙ্গুলীর এমন মনে হয়েছিল।
ঘরের চার দেওয়ালের মধ্যে হারিয়ে যাওয়া সমস্যাদীর্ণ জীবন থেকে মুক্তি পেতে শম্ভু ও অমর কোলাহল মুখর শহরের খোলা রাস্তায় নেমে এসেও হাসির কোনো খোরাক পাননি। তাই অন্তরের একান্ত উপলব্ধি থেকে অমর এমন মন্তব্য করেছিলেন।
অথবা, ‘আমারও আর কিছু ভালো লাগত না’- বক্তার কিছু ভালো না লাগার কারণ কী?
উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চ্যাটার্জীর কাছে নাট্যাভিনয়ের পবিত্রতার নামাবলীটা সুস্পষ্ট হয়ে উঠলো। তাছাড়া প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর প্রেমিকার আর কোনো খোঁজ না পাওয়ায় প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তার ভালো লাগতো না।
২.৫ ‘মরে যাব তবু ভুলব না’- বক্তা কী ভুলবেন না?
উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃত অংশে রজনীকান্ত বলেছেন তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।
অথবা, ‘রাজা রথারোহণম নাটয়তি’- কথাটির অর্থ কী?
উত্তর: রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন।
২.৬ ‘এ আগুন নিভবে না’- কোন্ আগুনের কথা বলা হয়েছে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রশ্নোদ্ধৃত অংশের নিরন্ন, বুভুক্ষু মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে।
২.৭ ‘খুবই অদ্ভুত কথা’- অদ্ভুত কথাটি কী?
উত্তর: বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে না হওয়ার ঘটনাটিকে অদ্ভুত কথা বলা হয়েছে।
২.৮ ‘ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল’- কোন্ রাতের কথা বলা হয়েছে?
উত্তর: যে রাতে আটলান্টিস যখন সমুদ্রগর্ভে বিলীন হচ্ছিল, তখন দ্বীপবাসীরা ক্রীতদাসের জন্য আর্তনাদ করে উঠেছিল। কারণ তারা বলতে চাইছিলো যে ক্রীতদাস থাকতে তারা কেন মরছে।
অথবা, ‘অমনি আমি বলে উঠি’- বক্তা কী বলে ওঠেন?
উত্তর: ‘অলৌকিক’ গল্পের কথক কর্তার সিং দুগ্গাল বলে উঠেছিলেন যে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনকে যখন থামানো গেল তখন পাথরের চাঁইকে থামানো যাবে না কেন।
২.৯ ‘রূপনারানের কূলে’ জেগে উঠে কবি কী জানলেন?
উত্তর: ‘রূপনারানের কূলে’ জেগে উঠে কবি রবীন্দ্রনাথ জানলেন – ‘এ জগত স্বপ্ন নয়।’
২.১০ ‘একটা অদ্ভুত শব্দ’- কীসের শব্দের কথা বলা হয়েছে?
উত্তর: আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘একটা অদ্ভুত শব্দ’ বলতে শিকারির বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে।
২.১১ ‘অলস সূর্য দেয় এঁকে’- অলস সূর্য কী এঁকে দেয়? (H.S. – 17)
উত্তর: কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় সন্ধ্যার জলশ্রুতে অলস সূর্য গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ হয় এঁকে দেয়।
২.১২ ‘আমি তা পারি না।’- বক্তা কী পারেন না? (H.S. – 16)
উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
Very helpful
Valo hoye6e ata students der subidha kore6e apnader ashonkho dhonnobad
Very helpful