বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-3 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

III (Page No. – 36)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) “আমি কী করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না।”- যার কথা বলা হয়েছে- 

  • (ক) নিখিলের 
  • (খ) মৃত্যুঞ্জয়ের 
  • (গ) টুনুর মার 
  • (ঘ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের। 

উত্তর: Show

(গ) টুনুর মার

(ii) ‘ভাত’ গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়- 

  • (ক) আটানকাই বছরে 
  • (খ) বিরাশি বছরে 
  • (গ) বিরানব্বই বছরে 
  • (ঘ) ছিয়াশি বছরে। 

উত্তর: Show

(খ) বিরাশি বছরে

(iii) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল।” – কী পরামর্শ? – 

  • (ক) দোকান বন্ধ করতে 
  • (খ) দাঙ্গা করতে 
  • (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে 
  • (ঘ) সেবা করতে। 

উত্তর: Show

(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে

(iv) বুড়ির গায়ে জড়ানো ছিল- 

  • (ক) তুলোর কম্বল 
  • (খ) উলের কম্বল 
  • (গ) পশমের কম্বল 
  • (ঘ) সিল্কের কম্বল। 

উত্তর: Show

(ক) তুলোর কম্বল

(v) “এক মুষ্টি চাইল দে”- বক্তা হল- 

  • (ক) পিসিমা 
  • (খ) উচ্ছব 
  • (গ) মামা 
  • (ঘ) জ্যেঠু। 

উত্তর: Show

(খ) উচ্ছব

(vi) “হাঁ করে কেবল সবুজ খায়”- কে হাঁ করে সবুজ খায়?- 

  • (ক) শহরের মানুষ 
  • (খ) গ্রামের মানুষ 
  • (গ) শহরের অসুখ 
  • (ঘ) গৃহপালিত পশু। 

উত্তর: Show

(গ) শহরের অসুখ

(vii) ‘মহুয়ার দেশ’- কবিতাটি গৃহীত হয়েছে- 

  • (ক) ‘খোলা চিঠি’ থেকে 
  • (খ) ‘কয়েকটি কবিতা’ থেকে 
  • (গ) ‘তিন পুরুষ’ থেকে 
  • (ঘ) ‘সমর সেনের কবিতা’ থেকে। 

উত্তর: Show

(খ) ‘কয়েকটি কবিতা’ থেকে

(viii) “হিম-নিস্পন্দ নিরপরাধ ঘুম।”- এখানে ‘ঘুম’ শব্দের প্রকৃত অর্থ হল- 

  • (ক) মৃত্যু 
  • (খ) আনন্দ 
  • (গ) বিশ্রাম 
  • (ঘ) শান্তি। 

উত্তর: Show

(ক) মৃত্যু

(ix) কবি ‘আপনার রূপ’ দেখেছিলেন- 

  • (ক) আঘাতের মধ্য দিয়ে 
  • (খ) রক্তের অক্ষরে 
  • (গ) দর্পণে 
  • (ঘ) নদীর ধারে 

উত্তর: Show

(খ) রক্তের অক্ষরে

(x) ‘বিভাব’ নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল- 

  • (ক) দুই 
  • (খ) তিন 
  • (গ) চার 
  • (ঘ) পাঁচ। 

উত্তর: Show

(খ) তিন

অথবা, (xi) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন- 

  • (ক) মঞ্চের উপরে 
  • (খ) মাটিতে 
  • (গ) গ্রিনরুমে 
  • (ঘ) দোকানের বেঞ্চে। 

উত্তর: Show

(গ) গ্রিনরুমে

(xii) “মরা হাতি সোয়া লাখ”- বলেছেন- 

  • (ক) কোনো এক দর্শক 
  • (খ) কালীনাথবাবু 
  • (গ) দিলদার 
  • (ঘ) সেই আশ্চর্য মেয়েটি। 

উত্তর: Show

(ক) কোনো এক দর্শক

অথবা, (xiii) ‘Underground Political Leader’-এর অর্থ কী?- 

  • (ক) যেসব বন্দি নেতা মাটি খোঁড়েন 
  • (খ) আত্মগোপনকারী রাজনৈতিক নেতা 
  • (গ) মাটির নীচে লুকানো নেতা 
  • (ঘ) মাটি খোঁড়ার কাজের নেতা। 

উত্তর: Show

(খ) আত্মগোপনকারী রাজনৈতিক নেতা

(xiv) ‘Life’s but a walking shadow’- ‘নানা রঙের দিন’ নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হল- 

  • (ক) ওথেলো 
  • (খ) জুলিয়াস সিজার 
  • (গ) ম্যাকবেথ 
  • (ঘ) রিচার্ড দ্য থার্ড। 

উত্তর: Show

(গ) ম্যাকবেথ

অথবা, (xv) “এক পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে”- কী লেখা আছে?- 

  • (ক) রাজা ও প্রজা রথারোহণম্ নাটয়তি 
  • (খ) রাজা রথারোহণম্ 
  • (গ) রাজা রথারোহণম্ নাটয়তি 
  • (ঘ) রথারোহণম্ নাটয়তি। 

উত্তর: Show

(গ) রাজা রথারোহণম্ নাটয়তি

(xvi) গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন?- 

  • (ক) মায়ের সঙ্গে 
  • (খ) মাস্টারমশাইয়ের সঙ্গে 
  • (গ) বন্ধুর সঙ্গে 
  • (ঘ) সন্ন্যাসীর সঙ্গে। 

উত্তর: Show

(ক) মায়ের সঙ্গে

অথবা, (xvii) সাত বছরের যুদ্ধ জিতেছিল- 

  • (ক) আলেকজান্ডার 
  • (খ) দ্বিতীয় ফ্রেডরিক 
  • (গ) ফিলিপ 
  • (ঘ) সিজার। 

উত্তর: Show

(খ) দ্বিতীয় ফ্রেডরিক

(xviii) টপ্পাগানকে জনপ্রিয় করেছিলেন- 

  • (ক) রামশংকর ভট্টাচার্য 
  • (খ) রঘুনাথ রায় 
  • (গ) রামনিধি গুপ্ত 
  • (ঘ) হরু ঠাকুর। 

উত্তর: Show

(গ) রামনিধি গুপ্ত

(xix) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি?- 

  • (ক) বিল্বমঙ্গল 
  • (খ) রত্নাবলী 
  • (গ) রাজা হরিশচন্দ্র 
  • (ঘ) ধ্রুব চরিত্র। 

উত্তর: Show

(গ) রাজা হরিশচন্দ্র

(xx) জগদীশচন্দ্র বসু কত সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?- 

  • (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে 
  • (খ) ১৯১১ খ্রিস্টাব্দে 
  • (গ) ১৯০৪ খ্রিস্টাব্দে 
  • (ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে। 

উত্তর: Show

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(xxi) আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে- 

  • (ক) শব্দার্থের সংকোচন 
  • (খ) শব্দার্থের প্রসার 
  • (গ) শব্দার্থের রূপান্তর 
  • (ঘ) শব্দার্থের উন্নতি। 

উত্তর: Show

(ক) শব্দার্থের সংকোচন

(xxii) কোনটির রূপবৈচিত্র্য নেই- 

  • (ক) অব্যয় 
  • (খ) বিশেষ্য 
  • (গ) সর্বনাম 
  • (ঘ) বিশেষণ।

উত্তর: Show

(ক) অব্যয়

বাংলা ক – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘ভাত’ গল্পে লোকটার চেহারা কেমন ছিল? 

উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে সব হারিয়ে বাদা থেকে আসা উচ্ছবের চেহেরাটা ছিল বুনো বুনো। 

(ii) “এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি”- বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? 

উত্তর: মন্বন্তরগ্রস্থ লোকেদের খাবার বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় সস্ত্রীক একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল। 

(iii) “জঙ্গলে তাকে পেয়ে”- জঙ্গলে কাকে কী অবস্থায় পাওয়া গিয়েছিল? 

উত্তর: মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। 

(iv) “ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে”- ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তরঃ নাগরিক কবি সমরসেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় নাগরিক রূঢ় বাস্তবতায় ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে – শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন।

(v) “সে কখনো করেনা বঞ্চনা।”- কে, কেন বঞ্চনা করে না? 

উত্তর: ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন সত্য কখনো মর্ত্য পৃথিবীর মানুষ তথা কবিকে বঞ্চনা করে না। 

(vi) “এসেছে সে ভোরের আলোয় নেমে”- ‘কে ভোরের আলোয় নেমে এসেছে? 

উত্তর: কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সারারাত ধরে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ভোরের জন্য অপেক্ষারতা সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে। 

(vii) অমর গাঙ্গুলি ‘বিভাব’ নাটকে তাঁর সংস্কৃত শিক্ষা বিষয়ে কী জানিয়েছেন? 

উত্তর: অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় তেরো পেয়েছিলেন, তাই হেডপন্ডিত তাকে প্রোমোশন দেননি। 

অথবা, “তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বশি দিলুম তাকে।”- কাকে কী কারণে বক্শিশ্ দেওয়া হয়েছিল? 

উত্তর: ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপান করে গ্রিনরুমে ঘুমোচ্ছিলেন। রামব্রীজ তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। সে কারণে তিনি তাকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন। 

(viii) “এই তো জীবনের সত্য কালীনাথ”- সত্যটি কী? 

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

অথবা, “বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ।”- এই – হতাশার কারণ কী? 

উ. শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে প্রথম লভসিনে নায়কের প্রয়োজন পড়ায়, বৌদির নায়ক নির্বাচন করতে চাইলে অমর গাঙ্গুলী মনে মনে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র যখন নায়ক হিসেবে শম্ভু মিত্রকে নির্বাচন করেন, তখন অমর সেই কথা শুনে স্পষ্টত হতাশ হয়ে পড়েন। 

(ix) “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন”- কবিতাটির বাংলা অনুবাদকের নাম কী? 

উত্তর: “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন”- কবিতাটি বাংলায় অনুবাদকরেন কবি শঙ্খ ঘোষ। 

অথবা, “পাঞ্জাসাহেবে সাকা হয়েছে।”- সাকা হলে কী করতে হতো বলে লেখক জানিয়েছেন? 

উত্তর: ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘শাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।

(x) দ্বিভাষিকতা কী? (WBCHSE – 17)

উত্তর: দুই ভাষাগোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষাই পরস্পরের দ্বারা প্রভাবিত বা পরিবর্তিত হয়ে সমান্তরাল ভাবে থেকে যাওয়াকে বলা হয় দ্বিভাষিকতা। 

(xi) স্বনিম কাকে বলে? 

উত্তর: একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একককে স্বনিম বলে।

যেমন – ‘বল’ ও ‘চল’ শব্দের অন্তর্গত ক্ষুদ্রতম ধ্বনি ‘ব’ ও ‘চ’ শব্দ দুটিকে পৃথক অর্থ দান করেছে। তাই ‘ব’ ও ‘চ’ হল স্বনিম বা ধ্বনিমূল।

(xii) বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও।

উত্তর: বর্ণনামূলক সমাসের আর এক নাম হলো বহুব্রীহি সমাস।

উদাহরণ: বীণাপাণি – বীণা পাণিতে যার।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *