বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-2 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

II (Page No. – 25)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) ‘নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে’- 

  • (ক) যা ঘটেছে তা ভুলে যেতে 
  • (খ) অফিসের কাজে মন বসাতে 
  • (গ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না 
  • (ঘ) সংসারে মন দিতে। 

উত্তর: Show

(গ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না

(ii) ‘মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন’- 

  • (ক) নতুন হয়েছে 
  • (খ) অদৃশ্য হয়েছে 
  • (গ) ছিঁড়ে গেছে 
  • (ঘ) পরিচ্ছন্ন হয়েছে। 

উত্তর: Show

(খ) অদৃশ্য হয়েছে

(iii) থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো- 

  • (ক) চিটচিটে তুলোর কম্বল 
  • (খ) ছেঁড়া কাপড় 
  • (গ) নোংরা চাদর 
  • (ঘ) দামী শাল। 

উত্তর: Show

(ক) চিটচিটে তুলোর কম্বল

(iv) ‘কনকপানি’ চালের ভাত খান- 

  • (ক) বড়বাবু 
  • (খ) পিসিমা 
  • (গ) মেজবাবু 
  • (ঘ) ছোটবাবু। 

উত্তর: Show

(ক) বড়বাবু

(v) উচ্ছবকে বড় উতলা করে কী?- 

  • (ক) বাদার চালের গন্ধ 
  • (খ) বউ-ছেলেমেয়েদের কথা 
  • (গ) ফুটন্ত ভাতের গন্ধ 
  • (ঘ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা। 

উত্তর: Show

(গ) ফুটন্ত ভাতের গন্ধ

(vi) ‘মেঘমদির মহুয়ার দেশ’ আছে- 

  • (ক) অনেক, অনেক দূরে 
  • (খ) নিবিড় অরণ্যে 
  • (গ) প্রান্তরের শেষে 
  • (ঘ) খুব, খুব কাছে। 

উত্তর: Show

(ক) অনেক, অনেক দূরে

(vii) ‘শহরের অসুখ হাঁ করে’ কী খায়?- 

  • (ক) সবুজ 
  • (খ) ধোঁয়া 
  • (গ) ধুলো 
  • (ঘ) বাতাস। 

উত্তর: Show

(ক) সবুজ

(viii) ‘রক্তের অক্ষরে দেখিলাম’ কী দেখলেন?

  • (ক) আপনার জগৎ 
  • (খ) আপনার স্বপ্ন 
  • (গ) আপনার রূপ 
  • (ঘ) আপনার বেদনা। 

উত্তর: Show

(ক) আপনার জগৎ

(ix) ‘আমি তা পারি না’- কবি কী পারেন না- 

  • (ক) ছবি আঁকতে 
  • (খ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ থাকতে 
  • (গ) গান গাইতে 
  • (ঘ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ না থাকতে। 

উত্তর: Show

(খ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ থাকতে

(x) ‘এর নাম হওয়া উচিত’- 

  • (ক) হাসির নাটক 
  • (খ) ‘অভাব’ নাটক 
  • (গ) বিভাব নাটক 
  • (ঘ) একাঙ্ক নাটক। 

উত্তর: Show

(খ) ‘অভাব’ নাটক

অথবা, (xi) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল- 

  • (ক) তরবারি 
  • (খ) জ্বলন্ত ধূপকাঠি 
  • (গ) জ্বলন্ত মোমবাতি 
  • (ঘ) আতরদান। 

উত্তর: Show

(গ) জ্বলন্ত মোমবাতি

(xii) ‘কাল্পনিক যুদ্ধ’-এর মৃত্যুকে নাট্যকার বলেছেন- 

  • (ক) অস্বাভাবিক মরা 
  • (খ) খুব রোমান্টিক 
  • (গ) অদ্ভুত মরা 
  • (ঘ) ইসথেটিক মরা। 

উত্তর: Show

(ঘ) ইসথেটিক মরা।

অথবা, (xiii) রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন?- 

  • (ক) এক টাকা 
  • (খ) দুই টাকা 
  • (গ) তিন টাকা 
  • (ঘ) চার টাকা। 

উত্তর: Show

(গ) তিন টাকা

(xiv) হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়- 

  • (ক) অন্ন চাই, গৃহ চাই 
  • (খ) চাল চাই, কাপড় চাই 
  • (গ) ফ্যান চাই, ভাত চাই 
  • (ঘ) অন্ন চাই, অন্ন চাই। 

উত্তর: Show

(খ) চাল চাই, কাপড় চাই

অথবা, (xv) ‘Life’s but a walking shadow’ উদ্ধৃতিটির উৎস- 

  • (ক) ওথেলো 
  • (খ) ম্যাকবেথ 
  • (গ) হ্যামলেট 
  • (ঘ) কিংলিয়র। 

উত্তর: Show

(খ) ম্যাকবেথ

(xvi) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন- 

  • (ক) অনিন্দ্য সৌরভ 
  • (খ) নিবেন্দ্র বন্দ্যোপাধ্যায় 
  • (গ) শঙ্খ ঘোষ 
  • (ঘ) উৎপল কুমার বসু। 

উত্তর: Show

(গ) শঙ্খ ঘোষ

অথবা, (xvii) ‘আমাদের সমস্ত ঘটনা শোনালেন’- কে শোনালেন- 

  • (ক) মায়ের বান্ধবী 
  • (খ) জনৈক সাধু 
  • (গ) স্কুলের মাস্টারমশাই 
  • (ঘ) বলী কান্ধারী। 

উত্তর: Show

(ক) মায়ের বান্ধবী

(xviii) মোহনবাগান ক্লাব গঠিত হয়- 

  • (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৯০ খ্রিস্টাব্দে 
  • (গ) ১৮৯২ খ্রিস্টাব্দে 
  • (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে। 

উত্তর: Show

(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে

(xix) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা- 

  • (ক) জগদীশচন্দ্র বসু 
  • (খ) গোপালচন্দ্র ভট্টাচার্য 
  • (গ) প্রফুল্লচন্দ্র রায় 
  • (ঘ) প্রিয়দারঞ্জন রায়। 

উত্তর: Show

(গ) প্রফুল্লচন্দ্র রায়

(xx) অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি- 

  • (ক) উন্ডস্ 
  • (খ) শ্বেত অভিসারিকা 
  • (গ) হলকর্ষণ 
  • (ঘ) টুথেলভ ইংক স্কেচেস। 

উত্তর: Show

(খ) শ্বেত অভিসারিকা

(xxi) বিভাজ্য ধ্বনির অপর নাম- 

  • (ক) যুক্ত ধ্বনি 
  • (খ) তাড়িত ধ্বনি 
  • (গ) পার্শ্বিক ধ্বনি 
  • (ঘ) খণ্ড ধ্বনি। 

উত্তর: Show

(ঘ) খণ্ড ধ্বনি

(xxii) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- 

  • (ক) অভিধান 
  • (খ) শব্দভাণ্ডার 
  • (গ) শব্দকোশ 
  • (ঘ) রত্নাগার।

উত্তর: Show

(ঘ) রত্নাগার

# বাংলা ক – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘ওটা পাশবিক স্বার্থপরতা’- কে, কাকে বলেছেন? 

উত্তরঃ মৃত্যুঞ্জয়ের একবেলা খেয়ে রিলিফ ফান্ডে টাকা দেওয়া এবং অন্যের কথা ভেবে নিজে না খেয়ে মরা অন্যায় বলে নিখিল উল্লেখ করলে, মৃত্যুঞ্জয় সেটাকে ‘পাশবিক স্বার্থপরতা’ বলে উল্লেখ করেছে।

(ii) ‘তান্ত্রিকের নতুন বিধেন হল’- তান্ত্রিকের নতুন বিধান কী? 

উত্তরঃ ছোট বউ-এর বাবার নিয়ে আসা তান্ত্রিক নতুন বিধান দেন, সব কিছু বেঁধে রাখতে হবে। কিন্তু খাওয়া হবে হোম হলে।

অথবা, ‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল’ – দৃশ্যটি কী? 

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পের বর্ণনা অনুযায়ী দেখা যায়, চৌকিদারের পরামর্শে, বুড়ির মৃতদেহ সমেত চ্যাংদোলা খানি হিন্দুরা নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিল ; বিকেল বেলায় মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে তা নিয়ে আসছে। প্রশ্নোদ্ধৃত অংশে এই দৃশ্যকেই অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে।

(iii) ‘অর্জুনের বনে ঘুরে ঘুরে’- কেন ঘুরছিল? 

উত্তরঃ ‘বোধ’ – এর কবি জীবনানন্দ দাশ তাঁর ‘শিকার’ কবিতায় বলেছেন নক্ষত্রহীন আঁধার রাতে সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সারারাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেড়িয়েছিল। 

(vi) ‘শহরের অসুখ’- – শহরের অসুখ কী? 

উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয় শহর আজ রোগগ্রস্ত। দ্রুত নগরায়ন ও যন্ত্র সভ্যতার আগ্রাসনে শহরে দূষণের মাত্রা বৃদ্ধিকে কবি শহরের অসুখ বলে অভিহিত করেছেন।

অথবা, ‘কঠিনেরে ভালোবাসিলাম’- কঠিনকে ভালোবাসার কারণ কী? 

উত্তরঃ সত্যদ্রষ্টা কবি রবি ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘কঠিন’কে ভালোবেসে ছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ আর সত্য কখনও  বঞ্চনা করে না তাই।

(v) ‘সেই কবিতায় জাগে’- কবিতায় কী কী জাগে? 

উত্তরঃ সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত তাঁর ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় সামাজিক অত্যাচার, নিপীড়ন দেখে বিধাতার বিচার চেয়ে আকাশের দিকে না তাকিয়ে তিনি তাঁর বিবেককে জাগ্রত করে লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেন। 

(vi) ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’- কীভাবে কবির কাছে আসে? 

উত্তরঃ নগরায়ন ও যন্ত্র সভ্যতার অভিঘাতে নির্গত ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে।

(vii) ‘এই রে পুলিশ আসছে’- পুলিশ আসছে কেন? 

উত্তরঃ অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল।

অথবা, ‘বাজে কথা বলে’- বাজে কথাটি কী? 

উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – এমন মন্তব্যকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ‘বাজে কথা’ বলে মনে করেছেন।

(viii) ‘বল্লভভাই বলে গেছেন’- বল্লভভাই কী বলে গেছেন? 

উত্তরঃ ভারতের লৌহ মানব নামে খ্যাত বিশিষ্ট গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেল বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত।

অথবা, ‘তোমার চোখে জল’- শ্রোতার চোখে জল আসার কারণ কী? 

উত্তরঃ প্রবীণ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চাটুজ্জের অভিনয়ে অভিভূত শ্রোতা প্রম্পটার কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে, আবেগে, ভালোবাসায়।

(ix) ‘বিরাট আর্মাডা যখন ডুবল’- আর্মাডা কী? 

উত্তরঃ ‘আর্মাডা’ – শব্দের অর্থ রণতরীর বহর। স্পেনের অধিপতি দ্বিতীয় ফিলিপ যে নৌবহর স্থাপন করেছিলেন তা ছিল অজেয়। যা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন।

অথবা, ‘চোখের জলটা তাদের জন্য’- বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? 

উত্তর: পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গাল এই চোখের জল ফেলেছেন।

 ‘অলৌকিক’ গল্পে খিদে-তেষ্টায় কাতর দেশবাসীকে যারা রুটি-জল পৌঁছে দিয়েছিল এবং ট্রেন থামানোর জন্য আত্মাহুতি দিয়েছিল, এই চোখের জলটা ছিল তাদের জন্য।

(x) ন্যূনতম শব্দজোড় কাকে বলে? 

উত্তরঃ দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।

যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়।

অথবা, ‘জোড়কলম শব্দ’ কী? 

উত্তরঃ একাধিক রূপমূলের সমন্বয়ে যখন নতুন একটি শব্দ নির্মিত হয় তখন তাকে জোড়কলম রুপ বা জোড়কলম শব্দ বলে। 

যেমন – ধোঁয়া + কুয়াশা > ধোঁয়াশা। অন্যভাবে বলা যায়; একটি শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন তাকে জোড় কলম শব্দ বলে। যেমন আরবি ‘মিন্নৎ’ – শব্দের প্রথমাংশ এবং সংস্কৃত ‘বিজ্ঞপ্তি-শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয়েছে জোড় কলম শব্দ ‘মিনতি’। একই রকম:

অরি + বৈরিতা >ঐরিতা।

হাঁস + সজারু > হাঁসজারু।

নিশ্চল+ চুপ > নিশ্চুপ।

জেদি + তেজাল > জেদাল।

Smoke + Fog >Smog.

(xi) ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে? 

উত্তরঃ সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

(xii) মুণ্ডমাল শব্দ কী?

উত্তরঃ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।

VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

বাংলা ক – WBTA DISTRICT QUESTIONS সেট 2 : WBTA HS টেস্ট পেপার সমাধান 2025

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *