বাংলা ক – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-4 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

IV (Page No. – 49)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”- চৌকিদার পরামর্শ দিয়েছিল – 

  • (ক) বুড়িকে ফেলে দিয়ে আসতে 
  • (খ) দাঙ্গা থামাতে 
  • (গ) দোকান বন্ধ করতে 
  • (ঘ) বুড়ির সেবা করতে। 

উত্তর: Show

(ক) বুড়িকে ফেলে দিয়ে আসতে

(ii) মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের- 

  • (ক) মাথা যন্ত্রণা করে 
  • (খ) বমি হয় 
  • (গ) প্রচণ্ড রাগ হয় 
  • (ঘ) শরীরে প্রতিক্রিয়া হয়। 

উত্তর: Show

(ঘ) শরীরে প্রতিক্রিয়া হয়

(iii) ‘হরকুল, পাটনাই, মোটা তিন ধানে মড়ক’, তিন ধানে মড়ক লেগেছিল- 

  • (ক) উচ্ছবের 
  • (খ) বাসিনীর মনিববাড়ির 
  • (গ) সতীশ মিস্তিরির 
  • (ঘ) সাধনবাবুর। 

উত্তর: Show

(গ) সতীশ মিস্তিরির

(iv) একদা সে ছিল পেশাদার লাঠিয়াল- কার কথা বলা হয়েছে- (WBCHSE – 17)

  • (ক) নিবারণ বাগদী 
  • (খ) করিম ফরাজি 
  • (গ) নকড়ি নাপিত 
  • (ঘ) ফজলু সেখ। 

উত্তর: Show

(খ) করিম ফরাজি

(v) মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে- 

  • (ক) নিখিল 
  • (খ) টুনুর মা 
  • (গ) সে নিজে 
  • (ঘ) চাকর ও ছোটভাই। 

উত্তর: Show

(ঘ) চাকর ও ছোটভাই

(vi) “সবুজের অনটন ঘটে…”- 

  • (ক) অনাবৃষ্টির ফলে 
  • (খ) শহরের অসুখ সবুজ খায় বলে 
  • (গ) গাছ কমে গেছে বলে 
  • (ঘ) গাছের পরিচর্যা করার কেউ নেই বলে। 

উত্তর: Show

(খ) শহরের অসুখ সবুজ খায় বলে

(vii) “জানিলাম এ জগৎ”- 

  • (ক) স্বপ্ন নয় 
  • (খ) গল্প নয় 
  • (গ) মিথ্যা নয় 
  • (ঘ) কঠিন নয়। 

উত্তর: Show

(ক) স্বপ্ন নয়

(viii) আর আগুন লাগে- 

  • (ক) মহুয়ার বনে 
  • (খ) মহুয়ার দেশে 
  • (গ) কয়লা খনির অন্ধকারে 
  • (ঘ) জলের অন্ধকারে ধূসর ফেনায়। 

উত্তর: Show

(ঘ) জলের অন্ধকারে ধূসর ফেনায়

(ix) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো- 

  • (ক) শিকারের গল্প 
  • (খ) নক্ষত্রের গল্প 
  • (গ) হরিণের গল্প 
  • (ঘ) শিশির ভেজা গল্প। 

উত্তর: Show

(ঘ) শিশির ভেজা গল্প

(x) ‘নানা রঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স- 

  • (ক) প্রায় ষাট বছর 
  • (খ) প্রায় বাষট্টি বছর 
  • (গ) প্রায় আটষট্টি বছর 
  • (ঘ) প্রায় তেষট্টি বছর। 

উত্তর: Show

(ক) প্রায় ষাট বছর

অথবা, (xi) কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন- 

  • (ক) অস্বাভাবিক মরা 
  • (খ) অদ্ভুত করা 
  • (গ) এসথেটিক মরা 
  • (ঘ) খুব রোমান্টিক মরা। 

উত্তর: Show

(গ) এসথেটিক মরা

(xii) “নায়ক আছে, নায়িকা তো আছেই।” আর দরকার- 

  • (ক) একজন গায়কের 
  • (খ) একজন হারমোনিয়াম বাদকের 
  • (গ) মেকাপম্যানের 
  • (ঘ) একজন পুলিশের। 

উত্তর: Show

(ঘ) একজন পুলিশের

অথবা, “সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?”- সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে সেটি হল- 

  • (ক) শাজাহান 
  • (খ) রিজিয়া 
  • (গ) চন্দ্রগুপ্ত 
  • (ঘ) কোনোটিই নয়। 

উত্তর: Show

(খ) রিজিয়া

(xiv) “হ্যাঁ বল্লভভাই বলে গেছেন”- 

  • (ক) বাঙালিরা আড্ডাবাজ 
  • (খ) বাঙালিরা সংস্কৃতিমনস্ক 
  • (গ) বাঙালিরা উদার 
  • (ঘ) বাঙালিরা কাঁদুনে জাত। 

উত্তর: Show

(ঘ) বাঙালিরা কাঁদুনে জাত

অথবা, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল- 

  • (ক) জ্বলন্ত ধূপকাঠি 
  • (খ) তরবারি 
  • (গ) আতরদান 
  • (ঘ) জ্বলন্ত মোমবাতি। 

উত্তর: Show

(ঘ) জ্বলন্ত মোমবাতি

(xvi) “স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল”- কীসের আবেদন জানানো হয়েছিল? 

  • (ক) ট্রেনটাকে চালানোর 
  • (খ) ট্রেনটাকে থামানোর 
  • (গ) ট্রেনটাকে বাতিল করার 
  • (ঘ) ট্রেনের সংখ্যা বৃদ্ধির। 

উত্তর: Show

(খ) ট্রেনটাকে থামানোর

অথবা, (xvii) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’- কবিতাটি অনুবাদ করেছেন- 

  • (ক) শঙ্খ ঘোষ 
  • (খ) নবারুণ ভট্টাচার্য 
  • (গ) অনিন্দ্য সৌরভ 
  • (ঘ) শক্তি চট্টোপাধ্যায়। 

উত্তর: Show

(ক) শঙ্খ ঘোষ

(xviii) যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চরিত হতে পারে তাদের বলে- 

  • (ক) গুচ্ছধ্বনি 
  • (খ) অবিভাজ্য ধ্বনি 
  • (গ) যুক্তধ্বনি 
  • (ঘ) স্বনিম। 

উত্তর: Show

(গ) যুক্তধ্বনি

(xix) একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হল- 

  • (ক) কুমোর 
  • (খ) অন্ন 
  • (গ) প্রদীপ 
  • (ঘ) গোষ্ঠী। 

উত্তর: Show

(ঘ) গোষ্ঠী

(xx) ‘মা যশোদা’ ছবিটির অঙ্কন শিল্পী- 

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (খ) সুনয়নী দেবী 
  • (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর 
  • (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর। 

উত্তর: Show

(খ) সুনয়নী দেবী

(xxi) কালাজ্বলের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কর্তা- 

  • (ক) বনবিহারী মুখোপাধ্যায় 
  • (খ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 
  • (গ) সুরেশপ্রসাদ সর্বাধিকারী 
  • (ঘ) রাধাগোবিন্দ কর। 

উত্তর: Show

(খ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

(xxii) ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকর- 

  • (ক) মৃণাল সেন 
  • (খ) ঋত্বিক ঘটক 
  • (গ) প্রমথেশ বড়ুয়া 
  • (ঘ) হীরালাল সেন।

উত্তর: Show

(ঘ) হীরালাল সেন

# বাংলা ক – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) “বোঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে।”- বুড়ির কী অভিজ্ঞতা ছিল? 

উত্তর: ‘ভারতবর্ষ’ গল্পের বুড়ি নড়তে-নড়তে বটতলায় গিয়ে, গুঁড়ির কাছে একটা মোটা শিকড়ে বসে পড়ল। শিকড়টার পিছনে গুঁড়ির গায়ে খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে এমনভাবে বসলো সে, দেখে বোঝা গেল যে বুড়ির এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। 

(ii) ‘কিন্তু সাগরে শিশির পড়ে। উচ্ছব টের পায় না কিছু।’- এ কথার অর্থ কী? 

উত্তর: দীর্ঘদিনের উপোসের পর অল্প একটু ছাতু খেয়ে খিদে মেটেনি বলেই উচ্ছবের মনে হয়েছে যেন সাগরে শিশির পড়ে। 

(iii) “শিশিরভেজা সবুজ সকালে”- কবি কী দেখতে পান? 

উত্তর: কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন।

(iv) “চিনিলাম আপনারে” – কবি কীভাবে নিজেকে চিনলেন? 

উত্তর: রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

(ⅴ) “আমি তা পারি না।” বক্তা কী পারেন না? (H.S. – 16)

উত্তর:  বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

(vi) “সোনার বর্শার মতো জেগে উঠে”- হরিণটি কী করতে চেয়েছিল? [H.S. – 16]

উত্তর: উত্তররৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণ সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে-সাধে-সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল।

(vii) “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান”- কাকে, কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছেন? 

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটকের প্রধান চরিত্র নেশাগ্রস্ত রজনী চ্যাটার্জি মঞ্চের উইংস দিয়ে বেরোতে গিয়ে, ময়লা পাজামা পরিহিত গায়ে কালো চাদর, এলোমেলো চুলের বুড়ো প্রম্পটার কালীনাথ সেনকে দেখে ভয় পেয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন।

অথবা, ‘বিভাব’ নাটকের কুশীলবরা কোন নাট্যদলের সদস্য ছিলেন? 

উত্তর: ‘বিভাব’ নাটকের কুশীলবরা ছিলেন ‘বহুরূপী’ নাট্যদলের সদস্য।

(viii) “এই পড়ে বুকে ভরসা এল-” কী পড়ে বুকে ভরসা এল? 

উত্তর: রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গিনির্ভর জাপানি ‘কাবুকি’ থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।

অথবা, “ও কী বলল জানো” – ‘ও’ কী বলেছিল? 

উত্তর: অভিনেতা রজনী চ্যাটার্জীর অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি তাকে ভালবাসলেও বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে।

(ix) “যখন সমুদ্র তাকে খেল”- সমুদ্র কী খেয়েছিল? 

উত্তর: শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গ্রিক পুরান অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই ‘সমুদ্র তাকে খেলো’ বলে উল্লেখ করেছেন।

অথবা, “পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত”- পাঞ্জাসাহেবের লোকজন কোন্ খবরে উত্তেজিত? 

উত্তর: যে পাঞ্জাসাহেব গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা মেটানোর জন্য বিখ্যাত, সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে অথচ তা থামাবার অনুমতি দেয়নি ইংরেজরা, এই খবরে পাঞ্জাসাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে।

(x) খণ্ডধ্বনির অপর নাম কী?  [HS – 2017]

উত্তর: খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।

(xi) শৈলীবিজ্ঞানের আলোচ্য বিষয় কী? 

উত্তর: শৈলীবিজ্ঞান হল – ভাষাবিজ্ঞানের সেই অংশ, যেখানে ভাষা ব্যবহারের রূপ-রীতি ও স্টাইলের ব্যাখ্যা ও পর্যালোচনা করা হয়।

(xii) সঞ্জননী ব্যাকরণ কাকে বলে?

উত্তর: সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *