বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-6 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

VI (Page No. – 71)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮

(i) ‘নিখিল অবসর জীবন কাটাতে চায়’- 

  • (ক) দুঃস্থ মানুষের সেবা করে 
  • (খ) দেশ- বিদেশে ভ্রমণ করে 
  • (গ) গান শুনে ও নাটক দেখে
  • (ঘ) বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে। 

উত্তর: Show

(ঘ) বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে

(ii) ‘উচ্ছব কাঠ কাটা শেষ করে’- উচ্ছব কাঠ কেটেছিল- 

  • (ক) আড়াই মন 
  • (খ) পাঁচমন 
  • (গ) সাড়ে তিন মন 
  • (ঘ) তিন মন। 

উত্তর: Show

(ক) আড়াই মন

(iii) ‘এক সময় দাগি ডাকাত ছিল’-কে ডাকাত ছিল-

  • (ক) নিবারণ বাগদি 
  • (খ) চৌকিদার 
  • (গ) ভটচাজ মশাই 
  • (ঘ) চাওয়ালা। 

উত্তর: Show

(ক) নিবারণ বাগদি

(iv) কনকপানি চালের ভাত খায়- 

  • (ক) বড়োবাবু 
  • (খ) মেজবাবু 
  • (গ) ছোটবাবু 
  • (ঘ) পিসিমা। 

উত্তর: Show

(ক) বড়োবাবু

(v) ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? -মৃত্যুঞ্জয় ‘অপরাধ’ বলেছে- 

  • (ক) অনাহারে মানুষের মৃত্যুকে 
  • (খ) খাদ্যদ্রব্য আত্মসাৎ করাকে 
  • (গ) মৃত্যু দেখে নিরপেক্ষ থাকাকে 
  • (ঘ) মৃতদেহ সৎকার না করাকে। 

উত্তর: Show

(খ) খাদ্যদ্রব্য আত্মসাৎ করাকে

(vi) শহরের অসুখ হাঁ করে খায়’- 

  • (ক) কারখানার ধোঁয়া 
  • (খ) বাতাসের কার্বন-ডাই-অক্সাইড 
  • (গ) গাছ 
  • (ঘ) কেবল সবুজ। 

উত্তর: Show

(ঘ) কেবল সবুজ

(vii) ‘মাঝে মাঝে শুনি’-কবি কী শোনেন?- 

  • (ক) শুকনো পাতার শব্দ 
  • (খ) পাখির গান 
  • (গ) মাদলের বাদ্য 
  • (ঘ) কয়লাখনির শব্দ। 

উত্তর: Show

(ঘ) কয়লাখনির শব্দ

(viii) ‘চিনিলাম আপনারে’- কীভাবে চিনেছেন?- 

  • (ক) দিনের আলোয় 
  • (খ) মৃত্যুর মধ্যে দিয়ে 
  • (গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায় 
  • (ঘ) কান্না আর দুঃখে। 

উত্তর: Show

(গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

(ix) ‘এই ভোরের জন্য অপেক্ষা করছিল’ কে অপেক্ষা করছিল? 

  • (ক) সুন্দর বাদামি হরিণ 
  • (খ) দেশোয়ালিরা 
  • (গ) শিকারিরা 
  • (ঘ) চঞ্চল চিত্রপৃষ্ঠ হরিণ। 

উত্তর: Show

(ক) সুন্দর বাদামি হরিণ

(x) ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে’ সংলাপটি বলেছেন- 

  • (ক) শম্ভু মিত্র 
  • (খ) অমর গাঙ্গুলি 
  • (গ) বৌদি 
  • (ঘ) পুলিশ। 

উত্তর: Show

(ক) শম্ভু মিত্র

অথবা (xi) তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে- 

  • (ক) গান 
  • (খ) প্রেম 
  • (গ) ভালোবাসা 
  • (ঘ) স্নেহ করা। 

উত্তর: Show

(খ) প্রেম

(xii) অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন্ পেশায় নিযুক্ত ছিলেন?- 

  • (ক) শিক্ষকতা 
  • (খ) পুলিশ বিভাগ 
  • (গ) গায়ক 
  • (ঘ) লেখক। 

উত্তর: Show

(খ) পুলিশ বিভাগ

অথবা, (xiii) ‘কী অদ্ভুত হাসি তার’-‘তার’ বলতে বোঝানো হয়েছে- 

  • (ক) একজন মেয়েকে 
  • (খ) কালীনাথকে 
  • (গ) রামব্রীজকে 
  • (ঘ) ঔরঙ্গজেবকে। 

উত্তর: Show

(ক) একজন মেয়েকে

(xiv) ‘লিমা যারা বানিয়েছিল’- ‘লিমা’ হল- 

  • (ক) একটি বাড়ি 
  • (খ) একটি স্মৃতি সৌধ 
  • (গ) একটি শহর 
  • (ঘ) একটি দুর্গ। 

উত্তর: Show

(গ) একটি শহর

অথবা (xv) সেকালে ঘন ঘন ‘সাকা’ হত। ‘সাকা’ হল- 

  • (ক) এক ধরনের রোগ 
  • (খ) দাঙ্গা 
  • (গ) পঞ্জাবীদের ব্রত অনুষ্ঠান 
  • (ঘ) জলসত্র 

উত্তর: Show

(গ) পঞ্জাবীদের ব্রত অনুষ্ঠান

(xvi) ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়- 

  • (ক) গায়েন 
  • (খ) বাউর 
  • (গ) হাউর 
  • (ঘ) বাউদিয়া। 

উত্তর: Show

(ঘ) বাউদিয়া

(xvii) ‘শ্বেত অভিসারিকা’- কার আঁকা ছবি?- 

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (খ) সুনয়নী দেবী 
  • (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায় 
  • (ঘ) সতীশচন্দ্র রায়। 

উত্তর: Show

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(xviii) ঋত্বিক ঘটকের প্রথম ছবি- 

  • (ক) নাগরিক 
  • (খ) ছিন্নমূল 
  • (গ) কাঁচের স্বর্গ 
  • (ঘ) সাগরিকা। 

উত্তর: Show

(ক) নাগরিক

(xix) শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে- 

  • (ক) বুকের মধ্যে
  • (খ) মঞ্চের মধ্যে 
  • (গ) চার দেওয়ালের মধ্যে 
  • (ঘ) রাস্তায়, মাঠে, ঘাটে। 

উত্তর: Show

(ঘ) রাস্তায়, মাঠে, ঘাটে

অথবা, (xx) ‘এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না’- 

  • (ক) পাবলিক আমাকে চায় 
  • (খ) রজনী চাটুজ্জে মরে গেছে 
  • (গ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প 
  • (ঘ) অভিনেতার মৃত্যু নেই। 

উত্তর: Show

(গ) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প

(xxi) কোনটি জটিল রূপমূলের উদাহরণ- 

  • (ক) নিখোঁজ 
  • (খ) অসহযোগিতা 
  • (গ) গঙ্গাফড়িং 
  • (ঘ) বেকসুর। 

উত্তর: Show

(খ) অসহযোগিতা

(xxii) ‘সন্দেশ’ শব্দের আদি অর্থ, সংবাদ, প্রচলিত অর্থ ‘একপ্রকার মিষ্টান্ন’। -শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারায় সিদ্ধ? 

  • (ক) অর্থের প্রসার 
  • (খ) অর্থের রূপান্তর 
  • (গ) অর্থের সংকোচ 
  • (ঘ) অর্থের বিন্যাস।

উত্তর: Show

(খ) অর্থের রূপান্তর

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘ওটা পাশবিক স্বার্থপরতা’-কোন্ ঘটনাকে বক্তা পাশবিক স্বার্থপরতা’ বলে মনে করেছেন? 

উত্তর: মৃত্যুঞ্জয়ের একবেলা খেয়ে রিলিফ ফান্ডে টাকা দেওয়া এবং অন্যের কথা ভেবে নিজে না খেয়ে মরা অন্যায় বলে নিখিল উল্লেখ করলে, মৃত্যুঞ্জয় সেটাকে ‘পাশবিক স্বার্থপরতা’ বলে উল্লেখ করেছে।

(ii) ‘এ গল্প গ্রামে সবাই শুনেছে’- কোন্ গল্পের কথা বলা হয়েছে? 

উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত —- এই গল্প গ্রামে সবাই শুনেছে।

অথবা ‘ফাঁপিতে একজন বুড়ি পটল তুলেছে’ ফাঁপি কী? (H.S. – 19)

উত্তর: ফাঁপি – একটি আঞ্চলিক শব্দ। যার অর্থ বৃষ্টির সঙ্গে প্রবাহিত প্রচণ্ড বাতাস। শীতকালে রাঢ়বাংলায় বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে ‘ফাঁপি’ বলা হয়। 

(iii) ‘চিনিলাম আপনারে’-কবি কিভাবে নিজেকে চিনেছেন? (H.S. – 19, 16)

উত্তরঃ জীবন সায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন ‘আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়’।

(iv) ‘আগুন জ্বেলেছে’- কারা কীসের জন্য আগুন জ্বেলেছে? (H.S. – 23)

উত্তর: উত্তর রৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় লোকায়ত, প্রান্তিক দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে শরীরকে ‘উম্‌’ অর্থাৎ উষ্ণ রাখার জন্য তাদের এই আগুন জ্বালানো। 

(v) ‘চোখ তো সবুজ চায়’ চোখ সবুজ চায় কেন? 

উত্তর: পরিবেশ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবি লক্ষ করেছেন শহর ব্যাধিগ্রস্ত, সেখানে লেগেছে সবুজের মড়ক। সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলছে শহর। তাই ইঁট, কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে ফেরে।

(vi) ‘আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল’- কবি ক্লান্ত কেন? 

উত্তর: নাগরিক কবি সমর সেন-এর ‘মহুয়ার দেশ’ কবিতায় নাগরিক যন্ত্রণা, শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণে কবি আজ বড্ড বেশি ক্লান্ত। আর এই ক্লান্তির উপশমে কবি মহুয়া ফুল কামনা করেছেন। 

অথবা, ‘নিহত ভাইয়ের শবদেহ দেখে’- কী কারণে ভাই নিহত? 

উত্তর: কবি মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের অবনমন এবং রাজনৈতিক প্রতিহিংসায় অপমৃত্যু ঘটেছে ভাইয়ের। 

(viii) ‘অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে’-কী করেন? [HS-2023]

উত্তর: অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন।

অথবা, ‘তখন মনে মনে কত আশা, কত প্ল্যান’-কে কীসের আশা ও প্ল্যান করেছিলেন? [HS-2023]

উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্টতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন। 

(viii) অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? 

উত্তর: অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র তেরো পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রোমোশন দেননি।

অথবা, ‘বকশিশও দিলাম ওকে’-কে, কাকে কত বকশিশ দিয়েছিলেন? 

উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় মাত্রাতিরিক্ত মদ্যপান করে গ্রিনরুমে ঘুমিয়েছিলেন। আর দারোয়ান রামব্রিজ তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে তিনি খুশি হয়ে রামব্রিজকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন। 

(ix) ‘সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা’- কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে? [H.S. – 16]

উত্তর: বার্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চিন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়ান-এর সময়ে চিনের প্রাচীন তৈরির কাজ শুরু হয় বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যেদিন চিনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হল, তখন কেউই আর সেইসব রাজমিস্ত্রিদের মনে রাখল না। এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।

অথবা ‘চোখ খুলে দেখি’- বক্তা চোখ খুলে কী দেখেছিলেন? 

উত্তর: কর্তার সিং দুগ্‌গালের ‘অলৌকিক’ গল্পে, বক্তার মায়ের বান্ধবী ট্রেন থামানোর জন্য চোখ বুজে ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন। আর চোখ খুলে তিনি দেখেন ট্রেনটা একেবারে তাঁর মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকালের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরুচ্ছে। ট্রেন পিছোতে লাগল, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। খালপারের সেতুটির দিকে গড়িয়ে গেল রক্তের স্রোত।

(x) জোড়কলম রূপ কাকে বলে? 

উত্তর: একাধিক রূপমূলের সমবায়ে গঠিত রূপকে বলে জোড়কলম রূপ। 

যথা – ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ‘ধোঁয়াশা’।

(xi) রূপমূল কাকে বলে? 

উত্তর: রূপ বা রূপিমের লিখিত রূপকে রূপমূল বলে।

(xii) ভাষাবিজ্ঞানের কয়টি প্রধান শাখা ও কী কী?

উত্তর: ভাষাবিজ্ঞানের প্রধান শাখা তিনটি ও সেগুলো হলো – তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *