অষ্টম শ্রেণি – বল ও চাপ (তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি) MCQ প্রশ্ন ও উত্তর – পার্ট 1

অষ্টম শ্রেণি – বল ও চাপ (তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি) MCQ প্রশ্ন ও উত্তর

তরলের ঘনত্ব ও চাপ

জলের ঘনত্ব হল –

  • a) 1 কেজি প্রতি লিটার,
  • b) 1 কেজি প্রতি মিটার,
  • c) 1 কেজি প্রতি ঘনসেমি,
  • d) 1 কেজি প্রতি ঘনমিমি।

উত্তর: Show

a) 1 কেজি প্রতি লিটার

চাপ = P, বল = F, ক্ষেত্রফল = A হলে, P =

  • a) F/A,
  • b) F × A,
  • c) F – A,
  • d) F + A

উত্তর: Show

a) F/A

সর্বমুখী চাপ দেয় –

  • a) কঠিন,
  • b) তরল,
  • c) কাঠের ব্লক,
  • d) সবকটি

উত্তর: Show

b) তরল

তরলের চাপ ক্রিয়া করে –

  • a) শুধু নীচের দিকে,
  • b) শুধু পাশের দিকে,
  • c) শুধু উপরের দিকে,
  • d) সবদিকে সমানভাবে।

উত্তর: Show

d) সবদিকে সমানভাবে

পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তরলের চাপ তত –

  • a) বেশি হবে,
  • b) কম হবে,
  • c) কিছু পরিবর্তন হবে না,
  • d) প্রথমে বাড়বে পরে কমবে।

উত্তর: Show

a) বেশি হবে

সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় –

  • a) তরল পদার্থের,
  • b) কঠিন পদার্থের,
  • c) গ্যাসীয় পদার্থের,
  • d) সমস্ত পদার্থের।

উত্তর: Show

a) তরল পদার্থের

তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে –

  • a) শূন্য,
  • b) 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান,
  • c) 10.3 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সমান,
  • d) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি।

উত্তর: Show

d) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি

বায়ুর চাপ

বায়ুর চাপ জলকে তুলতে পারে –

  • a) 76 মিটার,
  • b) 10.3 মিটার,
  • c) 78 মিটার,
  • d) 12.3 মিটার।

উত্তর: Show

b) 10.3 মিটার

একটি 12.3 মিটার উঁচু নল নিয়ে জল ভরতি করা হল। এক্ষেত্রে জলের চাপ ও বায়ুর চাপ সমান হলে নলের ভিতরে জলের উচ্চতা প্রায় –

  • a) 3 মি কমে যাবে,
  • b) 2 মি কমে যাবে,
  • c) 1 মি কমে যাবে,
  • d) 10 মি কমে যাবে।

উত্তর: Show

b) 2 মি কমে যাবে

বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি

বায়ুতে ও জলে এক টুকরো সম্পূর্ণ নিমজ্জিত পিতলের ওজন যথাক্রমে 175 গ্রাম-ভার এবং 150 গ্রাম-ভার। জলের ঘনত্ব 1 গ্রাম/ঘনসেমি হলে, পিতলের টুকরোর আয়তন হবে –

  • a) 325 ঘনসেমি,
  • b) 25 ঘনসেমি,
  • c), 7/6 ঘনসেমি,
  • d) 1 ঘনসেমি।

উত্তর: Show

b) 25 ঘনসেমি

প্লবতা হল কোনো বস্তুর ওপর তরলের দেওয়া –

  • a) নিম্নমুখী বল,
  • b) সমান্তরাল বল,
  • c) উর্ধ্বমুখী বল,
  • d) সর্বমুখী বল।

উত্তর: Show

c) উর্ধ্বমুখী বল

একটি বস্তকে কোনো তরলে নিমজ্জিত করলে কখন বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে? যখন –

  • a) প্লবতা বল < বস্তুর ওজন,
  • b) প্লবতা বল > বস্তর ওজন,
  • c) প্লবতা বল = বস্তুর ওজন,
  • d) বস্তুর ওজন + বায়ুর চাপ > প্লবতা বল।

উত্তর: Show

c) প্লবতা বল = বস্তুর ওজন

সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে A ও অনাটির গায়ে লেখা আছে B। কিন্তু A বলের উপাদানের ঘনত্ব B বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ পরিমাণ ডোবানো হল। তাহলে কোন্ উক্তিটি সঠিক? –

  • a) A-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে B-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি,
  • b) B-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে A-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি,
  • c) A ও B-র উপর একই পরিমাণ প্লবতা বল কাজ করে,
  • d) A ও B-এর উপর কোনো প্লবতা বল কাজ করে না।

উত্তর: Show

c) A ও B-র উপর একই পরিমাণ প্লবতা বল কাজ করে

যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, নীচের কোনটি ভাসনের শর্ত? –

  • a) W1 > W2,
  • b) W1 = W2,
  • c) W1 < W2,
  • d) W1 ≠ W2 হলেই চলবে।

উত্তর: Show

b) W1 = W2

তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা –

  • a) বেশি হবে,
  • b) কম হবে,
  • c) কিছু পরিবর্তন হবে না,
  • d) প্রথমে বাড়বে পরে কমবে।

উত্তর: Show

a) বেশি হবে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

অষ্টম শ্রেণি – বল ও চাপ (বলের পরিমাপ ও একক, ঘর্ষণ ও তার পরিমাপ) MCQ প্রশ্ন ও উত্তর – পার্ট ১

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *