অষ্টম শ্রেণি – বল ও চাপ (বলের পরিমাপ ও একক, ঘর্ষণ ও তার পরিমাপ) MCQ প্রশ্ন ও উত্তর – পার্ট ১

অষ্টম শ্রেণি – বল ও চাপ (বলের পরিমাপ ও একক, ঘর্ষণ ও তার পরিমাপ) MCQ প্রশ্ন ও উত্তর

বলের পরিমাপ ও একক

কোনো বস্তু থেমে থাকলে বুঝতে হবে বস্তুটির ওপরে ক্রিয়াশীল বলগুলির যোগফল –

  • a) এক,
  • b) শূন্য,
  • c) দুই,
  • d) অসীম

উত্তর: Show

b) শূন্য

কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য –

  • a) ত্বরণ মাপতে হয়,
  • b) সরণ মাপতে হয়,
  • c) গতি মাপতে হয়,
  • d) অতিক্রান্ত দুরত্ব মাপতে হয়

উত্তর: Show

a) ত্বরণ মাপতে হয়

SI-তে অভিকর্ষজ ত্বরণের মান –

  • a) 98 m/s2,
  • b) 9.8 m/s2,
  • c) 0.98 m/s2,
  • d) m/s2

উত্তর: Show

b) 9.8 m/s2

1 কেজি-ভার =

  • a) 9.8 নিউটন,
  • b) 9.9 নিউটন,
  • c) 1.0 নিউটন,
  • d) 10 নিউটন

উত্তর: Show

a) 9.8 নিউটন

বল = F, ভর = m এবং ত্বরণ = a হলে নিউটনের সূত্রানুযায়ী –

  • a) F = m × a,
  • b) F = m/a,
  • c) F = m + a,
  • d) F = m – a

উত্তর: Show

a) F = m × a

স্প্রিং তুলায় কোনো ভর না ঝোলালে স্প্রিং-এর ওপর প্রয়োগ করা নিম্নমুখী বল –

  • a) শূন্য,
  • b) এক
  • c) দুই,
  • d) তিন হবে

উত্তর: Show

a) শূন্য

স্প্রিং তুলাযন্ত্র তৈরির মূলনীতি হল –

  • a) বল প্রয়োগে স্প্রিং-এর প্রসারণ,
  • b) বল প্রয়োগে স্প্রিং-এর সংকোচন,
  • c) বল ও স্প্রিং-এর অবস্থান,
  • d) স্প্রিং দ্বারা বল সৃষ্টি

উত্তর: Show

a) বল প্রয়োগে স্প্রিং-এর প্রসারণ

ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল –

  • a) সমান,
  • b) বিপরীত,
  • c) সমান ও বিপরীত,
  • d) অসমান ও বিপরীত

উত্তর: Show

c) সমান ও বিপরীত

স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় –

  • a) ভর,
  • b) ওজন,
  • c) চাপ,
  • d) ত্বরণ

উত্তর: Show

a) ভর

ঘর্ষণ ও তার পরিমাপ

টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ –

  • a) বইটির ওপর কোনো বল কাজ করছে না,
  • b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ওপরস্পরের বিপরীতমুখী,
  • c) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য,
  • d) বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি

উত্তর: Show

b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ওপরস্পরের বিপরীতমুখী

ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে কটি তল প্রয়োজন? –

  • a) একটি,
  • b) দুটি
  • c) তিনটি,
  • d) চারটি

উত্তর: Show

b) দুটি

স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান –

  • a) বেশি হয়,
  • b) কম হয়,
  • c) একই থাকে,
  • d) শূন্য হয়

উত্তর: Show

c) একই থাকে

ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে –

  • a) সমান্তরালে ক্রিয়া করে,
  • b) লম্বভাবে ক্রিয়া করে,
  • c) 45° কোণে ক্রিয়া করে,
  • d) 90° কোণে ক্রিয়া করে।

উত্তর: Show

a) সমান্তরালে ক্রিয়া করে

দুটি তলের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত –

  • a) বেশি হবে,
  • b) কম হবে,
  • c) একই হবে,
  • d) নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ার পর কমবে।

উত্তর: Show

a) বেশি হবে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

অষ্টম শ্রেণি – বল ও চাপ (তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বস্তুর ভাসন, প্লবতা ও আর্কিমিডিসের নীতি) MCQ প্রশ্ন ও উত্তর – পার্ট ২

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *