অষ্টম শ্রেণি – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল (স্থির তড়িৎ বল ও আধানের ধারণা, তড়িৎ বলের প্রভাবে গতি) MCQ প্রশ্ন ও উত্তর
স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল
(স্থির তড়িৎ বল ও আধানের ধারণা, তড়িৎ বলের প্রভাবে গতি)
দুটি ফোলানো বেলুন সোয়েটারে ভালোভাবে ঘর্ষণ করে সুতোর সাহায্যে পাশাপাশি ঝুলিয়ে রাখলে বেলুন দুটির মধ্যে –
- a) বিকর্ষণ দেখা যায়,
- b) আকর্ষণ দেখা যায়,
- c) আকর্ষণ বা বিকর্ষণ কিছুই দেখা যায় না,
- d) কোনোটিই নয়
উত্তর: Show
a) বিকর্ষণ দেখা যায়
পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি হয় –
- a) তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে,
- b) মহাকর্ষ বলের প্রভাবে,
- c) অভিকর্ষ বলের প্রভাবে,
- d) বিকর্ষণ বলের প্রভাবে
উত্তর: Show
a) তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে
পরমাণু থেকে সহজেই বের করে আনা যায় –
- a) ইলেকট্রন,
- b) প্রোটন,
- c) নিউট্রন,
- d) নিউক্লিয়াস
উত্তর: Show
a) ইলেকট্রন
ধনাত্মক তড়িদ্গ্রস্ত বস্তুতে –
- a) ইলেকট্রন বেশি থাকে,
- b) ইলেকট্রন কম থাকে,
- c) ইলেকট্রন থাকে না,
- d) নিউট্রন বেশি থাকে
উত্তর: Show
b) ইলেকট্রন কম থাকে
পরমাণুর মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণাটি হল –
- a) ইলেকট্রন,
- b) প্রোটন,
- c) নিউট্রন,
- d) পজিট্রন
উত্তর: Show
a) ইলেকট্রন
নিউক্লিয়াস থেকে বের করে আনা সম্ভব নয় –
- a) ইলেকট্রন,
- b) প্রোটন,
- c) নিউট্রন,
- d) পজিট্রন
উত্তর: Show
a) ইলেকট্রন
দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের নাম –
- a) মহাকর্ষ বল,
- b) অভিকর্ষ বল,
- c) কুলম্বীয় বল,
- d) চৌম্বক বল
উত্তর: Show
c) কুলম্বীয় বল
শীতকালে একটি ঝোলানো বেলুনকে সোয়েটারে ঘসে ছেড়ে দিলে সোয়েটারের গায়ে আটকে থাকে কারণ বেলুনে –
- a) আধানের সৃষ্টি হয়েছে,
- b) ইলেকট্রনের সৃষ্টি হয়েছে,
- c) প্রোটনের সৃষ্টি হয়েছে,
- d) নিউট্রনের সৃষ্টি হয়েছে
উত্তর: Show
a) আধানের সৃষ্টি হয়েছে
কাচকে, সিল্ক দিয়ে ঘষলে কাচে তড়িতের সৃষ্টি হয় –
- a) ধনাত্মক,
- b) ঋণাত্মক,
- c) উভয় প্রকার,
- d) কোনো তড়িতের সৃষ্টি হয় না
উত্তর: Show
a) ধনাত্মক
একটি আধানের পরিমাণ দ্বিগুণ এবং অপর আধানের পরিমান তিনগুণ করলে আধান মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের বলের –
- a) দ্বিগুণ হবে,
- b) চারগুণ হবে,
- c) ছয়গুণ হবে,
- d) আটগুণ হবে।
উত্তর: Show
c) ছয়গুণ হবে
S.I. পদ্ধতিতে আধান মাপার একক —
- a) কুলম্ব,
- b) ই. এস. ইউ,
- c) স্ট্যাট কুলম্ব,
- d) ভোল্ট
উত্তর: Show
a) কুলম্ব
সাধারণ হাইড্রোজেনে নেই –
- a) ইলেকট্রন,
- b) প্রোটন,
- c) নিউট্রন,
- d) নিউক্লিয়াস
উত্তর: Show
c) নিউট্রন
একটি পরমাণুর মোট আধানের পরিমান –
- a) শূন্য,
- b) ধনাত্মক,
- c) ঋণাত্মক,
- d) কোনোটিই নয়
উত্তর: Show
a) শূন্য
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও