‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা – আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন – বের্টোল্ট ব্রেখট (অনুবাদঃ শঙ্খ ঘোষ)
উচ্চ মাধ্যমিক – ২০২৪
“জয়তোরণে ঠাসা” এখানে যে-জায়গার কথা বলা হয়েছে সেটি হল –
- ক) সোনা ঝকঝকে লিমা
- খ) মহনীয় রোম
- গ) সাত দরজাঅলা থিবস্
- ঘ) ব্যাবিলন।
উত্তর: Show
খ) মহনীয় রোম
উচ্চ মাধ্যমিক – ২০২৩
“যখন সমুদ্র তাকে খেল” কাকে খেল?
- ক) আটলান্টিসকে
- খ) থিবসেকে
- গ) লিমাকে
- ঘ) ব্যাবিলনকে
উত্তর: Show
ক) আটলান্টিসকে
উচ্চ মাধ্যমিক – ২০২২
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ – কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন –
- ক) অনিন্দ্য সৌরভ
- খ) মানবেন্দ্র মুখোপাধ্যায়
- গ) শঙ্খ ঘোষ
- ঘ) উৎপল কুমার বসু
উত্তর: Show
গ) শঙ্খ ঘোষ
উচ্চ মাধ্যমিক – ২০২১
[বি.দ্র. – কোভিড 19 – এর কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি]উচ্চ মাধ্যমিক – ২০২০
ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে –
- ক) শূন্য মাঠ
- খ) শূন্য পুরী
- গ) শূন্য মরুভূমি
- ঘ) শূন্য উদ্যান
উত্তর: Show
ঘ) শূন্য উদ্যান
উচ্চ মাধ্যমিক – ২০১৯
‘কে জিতেছিল? একলা সে?’ – একলা বলতে কার কথা বলা হয়েছে?
- ক) সিজার
- খ) স্পেনের ফিলিপ
- গ) দ্বিতীয় ফ্রেডারিক
- ঘ) আলেকজান্ডার
উত্তর: Show
গ) দ্বিতীয় ফ্রেডারিক
উচ্চ মাধ্যমিক – ২০১৮
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন – কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-
- ক) অনিন্দ্য সৌরভ
- খ) মানবেন্দ্র মুখোপাধ্যায়
- গ) শঙ্খ ঘোষ
- ঘ) উৎপল কুমার বসু
উত্তর: Show
গ) শঙ্খ ঘোষ
উচ্চ মাধ্যমিক – ২০১৭
আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন-
- ক) ফিলিপ
- খ) আলেকজান্ডার
- গ) ফ্রেডারিক
- ঘ) সিজার
উত্তর: Show
ক) ফিলিপ
উচ্চ মাধ্যমিক – ২০১৬
‘সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো?’ -কোন্ জায়গার কথা বলা হয়েছে?
- ক) আটলান্টিস
- খ) বাইজেনটিয়াম
- গ) ব্যাবিলন
- ঘ) রোম
উত্তর: Show
খ) বাইজেনটিয়াম
উচ্চ মাধ্যমিক – ২০১৫
সাত বছরের যুদ্ধ জিতেছিল –
- ক) আলেকজান্ডার
- খ) সিজার
- গ) দ্বিতীয় ফ্রেডারিক
- ঘ) ফিলিপ
উত্তর: Show
গ) দ্বিতীয় ফ্রেডারিক
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও