Bhat HS Previous Year MCQ
‘ভাত’ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা
ভাত : মহাশ্বেতা দেবী
উচ্চ মাধ্যমিক – ২০২৪
[কোনো প্রশ্ন আসেনি]উচ্চ মাধ্যমিক – ২০২৩
“ভাত খাবে কাজ করবে” এই কথা বলেছিল –
- ক) বামুন ঠাকুর
- খ) বড়ো পিসিমা
- গ) বাসিনী
- ঘ) বড়ো বউ
উত্তর: Show
ক) বামুন ঠাকুর
উচ্চ মাধ্যমিক – ২০২২
‘ভাত’ গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল –
- ক) যক্ষ্মা
- খ) ম্যালেরিয়া
- গ) টাইফয়েড
- ঘ) ক্যান্সার।
উত্তর: Show
ঘ) ক্যান্সার
বড়ো বাড়ির হোম-যজ্ঞি করতে এসেছিল –
ক) বেদজ্ঞ পন্ডিত
খ) শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ
গ) কুল-পুরোহিত
ঘ) তান্ত্রিক।
উত্তর: Show
ঘ) তান্ত্রিক
উচ্চ মাধ্যমিক – ২০২১
[২০২১ – সালে করোনা মহামারীর কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি।]উচ্চ মাধ্যমিক – ২০২০
‘বাবুরা খায়’ – বাবুরা কী খায়?
- ক) নানাবিধ চাল
- খ) নানাবিধ ফল
- গ) নানাবিধ পানীয়
- ঘ) নানাবিধ শাক
উত্তর: Show
ক) নানাবিধ চাল
‘বাসিনী বাগ্যতা করি তোর’ – বক্তা কে?
- ক) সেজো বউ
- খ) উচ্ছব
- গ) হরিচরণ
- ঘ) বড় পিসিমা
উত্তর: Show
খ) উচ্ছব
উচ্চ মাধ্যমিক – ২০১৯
‘বড়ো বউ ভাবতে চেষ্টা করে’ – কী ভাবতে চেষ্টা করে?
- ক) তখন আর মাছ আসবে না
- খ) কত কাজ বাকি আছে
- গ) তখনও চাঁদ-সূর্য উঠবে কিনা
- ঘ) তখনও সসাগরা পৃথিবী থাকবে কিনা
উত্তর: Show
গ) তখনও চাঁদ-সূর্য উঠবে কিনা
কী উৎসবকে বড় উতলা করে?
- ক) বাদার চালের গন্ধ
- খ) যজ্ঞ শেষে ভাত পাওয়ার গন্ধ
- গ) বউ-ছেলে মেয়ের কথা
- ঘ) ফুটন্ত ভাতের গন্ধ
উত্তর: Show
ঘ) ফুটন্ত ভাতের গন্ধ
উচ্চ মাধ্যমিক – ২০১৮
মেজো আর ছোট জন্য বারোমাস কোন্ চাল রান্না হয়?
- ক) কনকপানি
- খ) পদ্মজালি
- গ) রামশাল
- ঘ) ঝিঙেশাল
উত্তর: Show
খ) পদ্মজালি
‘এ গল্প গ্রামে সবাই শুনেছে’ – গল্পটা হল –
- ক) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত
- খ) বাসিনীর মনিব ভালো লোক
- গ) বাসিনীর মনিব সতীশবাবু আত্মীয়
- ঘ) বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা
উত্তর: Show
ক) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত
উচ্চ মাধ্যমিক – ২০১৭
বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল –
- ক) বিরাশি বছর
- খ) আশি বছর
- গ) চুরাশি বছর
- ঘ) তিরাশি বছর
উত্তর: Show
ক) বিরাশি বছর
উচ্চ মাধ্যমিক – ২০১৬
উচ্ছবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল-
- ক) ছোট বউয়ের বাবা
- খ) ভজন চাকর
- গ) বাসিনী
- ঘ) উচ্ছবের গ্রামের এক দাদা
উত্তর: Show
গ) বাসিনী
বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল?
- ক) চিড়ে
- খ) মুড়ি
- গ) ছাতু
- ঘ) বাতাসা
উত্তর: Show
গ) ছাতু
উচ্চ মাধ্যমিক – ২০১৫
বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়-
- ক) বড়বাবুর জন্য
- খ) বামুন ঝি-চারদের জন্য
- গ) নিরামিষ ডাল তরকারি সঙ্গে খাবার জন্য
- ঘ) মেজ ও ছোটোর জন্য
উত্তর: Show
ক) বড়বাবুর জন্য
কালো বিড়ালের লোম আনতে গিয়েছে-
- ক) বড় বউ
- খ) উচ্ছব
- গ) বড় পিসিমা
- ঘ) ভজন চাকর
উত্তর: Show
ঘ) ভজন চাকর
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও