ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা
‘পারোল’-এর প্রবক্তা হলেন –
- ক) পর্টার
- খ) নোয়াম চমস্কি
- গ) সোস্যুর
- ঘ) ব্লুমফিল্ড
উত্তর: Show
গ) সোস্যুর
‘শৈলী’ শব্দের অপর নাম –
- ক) অভিনবত্ব
- খ) রীতি
- গ) নির্মাণ
- ঘ) রূপভেদ
উত্তর: Show
খ) রীতি
ভারতের অভিধান রচনার সূত্রপাত –
- ক) স্যার থমাস এলিয়টের লাতিন-ইংরেজি অভিধান থেকে
- খ) যাস্কের ‘নিরুক্ত’ থেকে
- গ) অক্সফোর্ড ইংরেজি অভিধান থেকে
- ঘ) গারল্যান্ডের অভিধান থেকে
উত্তর: Show
খ) যাস্কের ‘নিরুক্ত’ থেকে
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল –
- ক) অষ্টাদশ শতাব্দীর প্রথমদিকে
- খ) ঊনবিংশ শতাব্দীতে
- গ) বিংশ শতাব্দীর প্রথম দিকে
- ঘ) সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে
উত্তর: Show
গ) বিংশ শতাব্দীর প্রথম দিকে
বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি তার পদ্ধতিটি হলো –
- ক) বিশ্লেষণ
- খ) নথিভুক্তকরণ
- গ) অবরোহমূলক
- ঘ) আরোহমূলক
উত্তর: Show
ঘ) আরোহমূলক
বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো –
- ক) যাচাই
- খ) তথ্য সংগ্রহ
- গ) বিচার-বিশ্লেষ
- ঘ) অনুমান
উত্তর: Show
খ) তথ্য সংগ্রহ
ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা –
- ক) তিন
- খ) চার
- গ) পাঁচ
- ঘ) ছয়
উত্তর: Show
ক) তিন
স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –
- ক) ১৭৬৮ খ্রি.
- খ) ১৭৭৬ খ্রি.
- গ) ১৭৮৬ খ্রি.
- ঘ) ১৮৭৬ খ্রি.
উত্তর: Show
গ) ১৭৮৬ খ্রি.
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় –
- ক) তিনটি
- খ) চারটি
- গ) ছয়টি
- ঘ) সাতটি
উত্তর: Show
খ) চারটি
‘মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা’ – মতটির প্রবক্তা –
- ক) উয়িলিয়াম জোন্স
- খ) নোয়াম চমস্কি
- গ) উয়িলিয়াম কেরি
- ঘ) ক্যামু’র ওয়েসলি
উত্তর: Show
খ) নোয়াম চমস্কি
LAD – এর সম্পূর্ণ রূপটি কী? –
- ক) Aanguage Alert Device
- খ) Language Addition Device
- গ) Language Acquisition Device
- ঘ) Language Aquant Device
উত্তর: Show
গ) Language Acquisition Device
ভাষার বিভিন্ন পারস্পরিক উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিস্তারের নাম –
- ক) বহুরূপতা
- খ) লাঙ্
- গ) পারোল
- ঘ) প্রমুখন
উত্তর: Show
খ) লাঙ্
লাঙ্(Langue)- এর নামকরণ করেন –
- ক) ফেদিনাঁ দ্য সোস্যুর
- খ) উইলিয়াম কেরি
- গ) নোয়াম চমস্কি
- ঘ) যাক্স
উত্তর: Show
ক) ফেদিনাঁ দ্য সোস্যুর
প্রমুখন, বহুস্বরতা – প্রভৃতি প্রকরণগুলি যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয়, তা হলো –
- ক) মনোভাষাবিজ্ঞান
- খ) স্নায়ু ভাষাবিজ্ঞান
- গ) শৈলীবিজ্ঞান
- ঘ) সমাজভাষাবিজ্ঞান
উত্তর: Show
গ) শৈলীবিজ্ঞান
পাণিনির পূর্ববর্তী কোন্ ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন? –
- ক) অমর সিংহ
- খ) যাস্ক
- গ) পতঞ্জলি
- ঘ) ভর্তৃহরি
উত্তর: Show
খ) যাস্ক
‘শিশুরা ভাষাশিক্ষার জন্য – Pre-programmed থাকে।’ – এই মতটির প্রবক্তা কে? –
- ক) ব্রাউন
- খ) ফিশার
- গ) চমস্কি
- ঘ) ডেলব্রুক
উত্তর: Show
গ) চমস্কি
‘Style is the man himself’ – উক্তিটি করেছেন –
- ক) চমস্কি
- খ) ব্লুমফিল্ড
- গ) সোস্যুর
- ঘ) বুঁফো
উত্তর: Show
ঘ) বুঁফো
কোড-বদল ভাষাবিজ্ঞানের কোন্ শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় –
- ক) অভিধান বিজ্ঞান
- খ) মনোভাষাবিজ্ঞান
- গ) শৈলীবিজ্ঞান
- ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর: Show
গ) শৈলীবিজ্ঞান
ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি হলেন –
- ক) যাস্ক
- খ) পাণিনি
- গ) পতঞ্জলি
- ঘ) উইলিয়াম জোন্স
উত্তর: Show
ক) যাস্ক
ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় –
- ক) লিখিত ভাষা
- খ) মুখের ভাষা
- গ) ধ্বনি
- ঘ) সাহিত্য
উত্তর: Show
খ) মুখের ভাষা
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও