1) নিচের কোন্ স্বরধ্বনিটি কুঞ্চিত স্বরধ্বনি নির্ণয় করুন –
- a) অ
- b) ই
- c) এ
- d) ও
উত্তর: Show
d) ও
2) ছেলেরা ফুটবল খেলে। – নিম্নরেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন –
- a) কর্তৃকারক
- b) কর্মকারক
- c) করণকারক
- d) নিমিত্তকারক
উত্তর: Show
c) করণকারক
3) মহোৎসব > মোচ্ছব – ধ্বনি পরিবর্তনের কোন্ রীতিটি কাজ করেছে ?-
- a) সমাক্ষরলোপ
- b) বিষমীভবন
- c) সমীভবন
- d) স্বরভক্তি
উত্তর: Show
c) সমীভবন
4) ‘পরীক্ষা’ – শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে –
- a) প্+অ+র্+ঈ+ক্+খ্+আ
- b) প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ
- c) প্+র্+ঈ+ক্+খ্+আ
- d) প্+র্+ঈ+ক্+ষ্+আ
উত্তর: Show
b) প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ
5) ‘জিজ্ঞাসা’ – শব্দটির সঠিক ব্যুৎপত্তি হলো –
- a) জ্ঞা + সন্ + আ
- b) জ্ঞা + সন্ + অ + আ
- c) √জি – জ্ঞা + সন্ + আ
- d) √জি – জ্ঞা + সন্ + অ + আ
উত্তর: Show
b) জ্ঞা + সন্ + অ + আ
6) শুদ্ধ বানানটি হলো –
- a) সার্বজনীন
- b) সর্বজনীন
- c) সার্ব্বজনীন
- d) সর্ব্বজনীন
উত্তর: Show
b) সর্বজনীন
7) ‘ধানক্ষেত’ – দল বিশ্লেষণ করুন –
- a) ধা-ন-ক্ষে-ত
- b) ধা-ন-ক্ষেত্
- c) ধান্-ক্ষে-ত
- d) ধান্-ক্ষেত্
উত্তর: Show
d) ধান্-ক্ষেত্
8) ‘দশানন’ – শব্দটির সমাস হলো –
- a) দ্বিগু
- b) কর্মধারয়
- c) অব্যয়ীভাব
- d) বহুব্রীহি
উত্তর: Show
d) বহুব্রীহি
9) বাংলা ভাষার কথ্যরূপ কয় প্রকার ? –
- a) তিন
- b) এক
- c) পাঁচ
- d) চার
উত্তর: Show
c) পাঁচ
10) ‘কবি’ – শব্দটির লিঙ্গ পরিবর্তন করুন –
- a) কবিয়ানি
- b) স্ত্রী কবি
- c) মহিলা কবি
- d) কবিয়াল
উত্তর: Show
c) মহিলা কবি
11) ‘হরিণের চামড়া’ – এক কথায় প্রকাশ করুন –
- a) অজিন
- b) কৃত্তি
- c) চর্ম
- d) হরিণচর্ম
উত্তর: Show
a) অজিন
12) বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ সম্বন্ধীয় গ্রন্থটির নাম হলো –
- a) গৌড়ীয় ব্যাকরণ
- b) ব্যাকরণ কৌমুদী
- c) সরল বাংলা ব্যাকরণ
- d) বাঙ্গালা ব্যাকরণের ইতিবৃত্ত
উত্তর: Show
b) ব্যাকরণ কৌমুদী
13) সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে –
- a) একটি
- b) দুটি
- c) অসংখ্য
- d) কোনটিই নয়
উত্তর: Show
a) একটি
14) ‘ঘুগনি’ – শব্দটির শ্রেণী নির্ণয় করুন –
- a) দেশি
- b) বিদেশি
- c) তৎসম
- d) অর্ধতৎসম
উত্তর: Show
b) বিদেশি
15) ‘মৌমাছি’ – ছদ্মনামটি কোন্ সাহিত্যিকের ?-
- a) অন্নদাশঙ্কর রায়
- b) বিমল ঘোষ
- c) সুনীল গঙ্গোপাধ্যায়
- d) নিখিল সরকার
উত্তর: Show
b) বিমল ঘোষ