পরমাণুর নিউক্লিয়াস – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরমাণুর নিউক্লিয়াস – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)

1. নীচের কোনটি α, β ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম?

  • a) α>β>γ 
  • b) α>γ>β
  • c) γ>β>α
  • d) β>α>γ

উত্তর: Show

a) α>β>γ

2. কোন্ রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি?

  • a) α
  • b) β
  • c) γ
  • d) আলো

উত্তর: Show

c) γ

3. কোনটি তেজস্ক্রিয়?

  • a) C12
  • b) C14
  • c) O16
  • d) Na23

উত্তর: Show

b) C14

4. শূন্যস্থানে γ-রশ্মির বেগ –

  • a) 2 × 108 m/s
  • b) 3 × 108 m/s
  • c) 1.5 × 108 m/s
  • d) 2.5 × 108 m/s

উত্তর: Show

b) 3 × 108 m/s

5. α-কণার আধান-

  • a) 1.6 × 10-19 C
  • b) 3.2 × 10-19 C
  • c) 4.8 × 10-19 C
  • d) 6.4 × 10-19 C

উত্তর: Show

b) 3.2 × 10-19 C

6. একটি ইলেকটনের ভর m হলে, β-কণার ভর –

  • a) m
  • b) 2m
  • c) 3m
  • d) 4m

উত্তর: Show

a) m

7. কোনো জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় –

a) Co60 b) I131 c) P32 d) C14

উত্তর: Show

d) C14

8. সুর্যের শক্তির মূল উৎস হল –

  • a) নিউক্লীয় সংযোজন ও নিউক্লীয় বিযোজন
  • b) নিউক্লীয় বিভাজন
  • c) নিউক্লীয় সংযোজন
  • d) কোনোটিই নয়

উত্তর: Show

c) নিউক্লীয় সংযোজন

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।

1. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়?

উত্তর: Show

পরমাণুর নিউক্লিয়াস

2. নিউক্লীয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?

উত্তর: Show

ভরের হ্রাস

3. তেজস্ক্রিয় বিকিরণে কত প্রকার রশ্মি থাকে?

উত্তর: Show

তিন প্রকার

4. কোন্ তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িদগ্রস্ত কণার স্রোত?

উত্তর: Show

α -রশ্মি

5. কোন্ তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িদগ্রস্ত কণার স্রোত?

উত্তর: Show

β -রশ্মি

6. একটি α -কণার ভর, প্রোটনের ভরের কত গুণ?

উত্তর: Show

4 গুণ

7. তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে β -কণা নির্গত হয়?

উত্তর: Show

পরমাণুর নিউক্লিয়াস

৪. কোন্‌ শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি একসঙ্গে থাকে?

উত্তর: Show

নিউক্লীয় বন্ধন-শক্তি

9. নিউক্লীয় সংযোজন ও বিয়োজনের মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: Show

নিউক্লীয় সংযোজনে

10. 92U238 থেকে α -কণা নিঃসরণের ফলে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: Show

92 – 2 = 90

স্তম্ভ মেলাও
বামস্তম্ভডানস্তম্ভ
i) α -বিঘটনa) অপরিবর্তিত নিউক্লিয়াস
ii) β -বিঘটনb) ভরসংখ্যার হ্রাস
iii) γ -বিঘটনc) ভরের হ্রাস
iv) নিউক্লীয় বিভাজনd) পারমাণবিক সংখ্যার বৃদ্ধি

উত্তর:

বামস্তম্ভডানস্তম্ভ
i) α -বিঘটনb) ভরসংখ্যার হ্রাস
ii) β -বিঘটনd) পারমাণবিক সংখ্যার বৃদ্ধি
iii) γ -বিঘটনa) অপরিবর্তিত নিউক্লিয়াস
iv) নিউক্লীয় বিভাজনc) ভরের হ্রাস
শূন্যস্থান পূরণ করো

1. α -রশ্মি ………. আধানবাহী কণার স্রোত।

উত্তর: Show

ধনাত্মক

2. 92Rn238 → ………. + 2He4

উত্তর: Show

90Th234

3. β -বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক ………. একক বৃদ্ধি পায়।

উত্তর: Show

1

সত্য/মিথ্যা নিরূপণ করো

1. α -কণার ভর প্রোটনের ভরের প্রায় চারগুণ।।

উত্তর: Show

সত্য

2. α -বিঘটনের ফলে পরমাণুর ভরসংখ্যা 4 একক কমে।

উত্তর: Show

সত্য

3. ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া তেজস্ক্রিয় নিঃসরণ প্রভাবিত করতে পারে না।

উত্তর: Show

সত্য

4. তেজস্ক্রিয়তা হল নিউক্লিয়াসের ধর্ম।

উত্তর: Show

সত্য

5. γ -রশ্মি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটির ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয়।

উত্তর: Show

মিথ্যা

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *