ক্রন্দনরতা জননীর পাশে : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ক্রন্দনরতা জননীর পাশে : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

Krandanrata Jananir Pashe MCQ

‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত (HS – 15) –

  • ক) আমপাতা জামপাতা
  • খ) সরষে ক্ষেত
  • গ) ধান ক্ষেত থেকে
  • ঘ) জলপাই কাঠের এসরাজ

উত্তর: Show

গ) ধান ক্ষেত থেকে

কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম –

  • ক) মহাপৃথিবীর
  • খ) জলপাই কাঠের এসরাজ
  • গ) বিদ্রোহী
  • ঘ) সোনার তরী

উত্তর: Show

খ) জলপাই কাঠের এসরাজ

‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার স্তবক সংখ্যা কত?

  • ক) ৫
  • খ) ২
  • গ) ৩
  • ঘ) ৪

উত্তর: Show

ঘ) ৪

‘ক্রন্দনরতা’ শব্দটির অর্থ –

  • ক) যে কাঁপছে
  • খ) যে পুরুষ কাঁদছে
  • গ) যে নারী কাঁদছে
  • ঘ) ক্রন্দন থেকে 

উত্তর: Show

গ) যে নারী কাঁদছে

‘কিসের মূল্যবোধ!’ – বলতে কবি কী বুঝিয়েছেন?

  • ক) মানবিকতা
  • খ) প্রতিহিংসা
  • গ) সচেতনতা
  • ঘ) অসাবধানতা 

উত্তর: Show

ক) মানবিকতা

ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে –

  • ক) পথ হারিয়েছিল
  • খ) নিখোঁজ ছিল
  • গ) খেলতে গিয়েছিল
  • ঘ) পালিয়ে গিয়েছিল

উত্তর: Show

খ) নিখোঁজ ছিল

ক্রন্দনরত জননী হলেন –

  • ক) কবির মা
  • খ) শহীদের মা
  • গ) কবির স্বদেশ
  • ঘ) মা

উত্তর: Show

গ) কবির স্বদেশ

ক্রন্দনরত জননীর পাশে না থাকলে কোন্ কাজকে কবি মনে করেন অর্থহীন?

  • ক) সাহিত্যচর্চা
  • খ) চিত্র চর্চা
  • গ) সংগীত চর্চা
  • ঘ) উক্ত সবকটি

উত্তর: Show

ঘ) উক্ত সবকটি

‘এখন যদি না-থাকি’ – এখন বলতে কবি কোন্ সময়ের কথা বলেছেন?

  • ক) প্রাকৃতিক বিপর্যয়ের সময়
  • খ) দুর্গোৎসবের সময়
  • গ) সাধারণ মানুষের উপর আক্রমণের সময়
  • ঘ) পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু ঘটার সময়

উত্তর: Show

গ) সাধারণ মানুষের উপর আক্রমণের সময়

‘কেন তবে গান গাওয়া / কেন তবে …?’

  • ক) লেখা
  • খ) ভালোবাসা
  • গ) ক্রোধ
  • ঘ) আঁকাআঁকি

উত্তর: Show

ঘ) আঁকাআঁকি

‘নিহত ভাইয়ের শবদেহ দেখে / না-ই যদি হয়’ (HS – 22, 19, 16) –

  • ক) রোষ
  • খ) ক্ষোভ
  • গ) রাগ
  • ঘ) ক্রোধ

উত্তর: Show

ঘ) ক্রোধ

নিখোঁজ মেয়েটির দেহ ছিল –

  • ক) রক্তাক্ত
  • খ) ছিন্নভিন্ন
  • গ) ক্ষতবিক্ষত
  • ঘ) এলোমেলো

উত্তর: Show

গ) ক্ষতবিক্ষত

নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পান কবি?

  • ক) নদীর ধারে
  • খ) রাস্তায়
  • গ) পাহাড়ে
  • ঘ) জঙ্গলে

উত্তর: Show

ঘ) জঙ্গলে

‘আমি কি তাকাবো আকাশের দিকে।’ – কবির এ কথা বলার কারণ?

  • ক) কবি মানুষের বিচার চেয়েছিলাম
  • খ) কবি মানুষের বিচার চাননি
  • গ) কবি ঈশ্বরের বিচার চাননি
  • ঘ) কবি ঈশ্বরের বিচার চেয়েছিলেন

উত্তর: Show

গ) কবি ঈশ্বরের বিচার চাননি

‘আমি কি তাকাবো আকাশের দিকে ……?’

  • ক) প্রতিবাদী হয়ে
  • খ) বিধির বিচার চেয়ে
  • গ) জনহিতকারী হয়ে
  • ঘ) বৃষ্টির পথ চেয়ে

উত্তর: Show

খ) বিধির বিচার চেয়ে

‘আমি কি তাকাব আকাশের দিকে বিধির বিচার চেয়ে?’ – ‘বিধি’ কে?

  • ক) সময়
  • খ) বিধাতা বা ঈশ্বর
  • গ) সমাজ
  • ঘ) দেশ নেতা

উত্তর: Show

খ) বিধাতা বা ঈশ্বর

‘অমি তা পারি না’ – কবি কী পারেন না?

  • ক) ছবি আঁকতে
  • খ) গান গাইতে
  • গ) বাজনা বাজাতে
  • ঘ) ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে

উত্তর: Show

ঘ) ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে

‘আমি তা পারি না’ – এখানে ‘আমি’ কে?

  • ক) পাঠক
  • খ) শ্রোতা
  • গ) স্বয়ং কবি
  • ঘ) বিবেক

উত্তর: Show

গ) স্বয়ং কবি

‘.… যা পারি কেবল / সে-ই কবিতায় জাগে’ – কবিতায় কী জাগে? (HS – 17)

  • ক) কবির বিবেক
  • খ) কবির হিংসা
  • গ) কবির ক্রোধ
  • ঘ) কবির অক্ষমতা

উত্তর: Show

ক) কবির বিবেক

‘আমার বিবেক’ – বলতে কবি কী বুঝিয়েছেন?

  • ক) কবির চেতনা
  • খ) কবির অন্তর
  • গ) কবির মন
  • ঘ) কবির সচেতনতা

উত্তর: Show

ক) কবির চেতনা

বিস্ফোরণের আগে কী জেগে ওঠে?

  • ক) প্রতিবাদী আন্দোলন
  • খ) আগ্নেয়গিরি
  • গ) জনজাগরণ
  • ঘ) কবির বিবেক

উত্তর: Show

ঘ) কবির বিবেক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *