ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’। এই কবিতার শুন্যস্থানধর্মী কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি মাইকেল মধুসূদন দত্ত।
Iswar Chandra Vidyasagar Kobitar MCQ Part – 3
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শুন্যস্থানধর্মী বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
শুন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘ ……….. তুমি বিখ্যাত ভারতে।’-
- (ক) দয়ার সাগর
- (খ) বিদ্যার সাগর
- (গ) জ্ঞানের সাগর
- (ঘ) করুণার সাগর
উত্তর: Show
(খ) বিদ্যার সাগর
(ii) ‘বিদ্যার সাগর তুমি ………. ভারতে।’ –
- (ক) সুখ্যাত
- (খ) কুখ্যাত
- (গ) বিখ্যাত
- (ঘ) প্রখ্যাত
উত্তর: Show
(গ) বিখ্যাত
(iii) ‘ ……….. সিন্ধু তুমি, সেই জানে মনে,’ –
- (ক) রত্নাকর
- (খ) ঊর্মিমুখর
- (গ) স্বচ্ছতোয়া
- (ঘ) করুণার
উত্তর: Show
(ঘ) করুণার
(iv) ‘করুনার ………. তুমি, সেই জানে মনে,’ –
- (ক) সাগর
- (খ) অবতার
- (গ) মূর্তি
- (ঘ) সিন্ধু
উত্তর: Show
(ঘ) সিন্ধু
(v) ‘সেই জানে মনে, / ……… যে, দীনের বন্ধু!’ –
- (ক) দিন
- (খ) দীন
- (গ) দরিদ্র
- (ঘ) ভগবান
উত্তর: Show
(খ) দীন
(vi) ‘সেই জানে মনে, / দীন যে, দীনের ……. !’ –
- (ক) শত্রু
- (খ) বন্ধু
- (গ) প্রতিপক্ষ
- (ঘ) সহকর্মী
উত্তর: Show
(খ) বন্ধু
(vii) ‘ ……….. জগতে / হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে!’ –
- (ক) বিশাল
- (খ) সমগ্র
- (গ) বিখ্যাত
- (ঘ) উজ্জ্বল
উত্তর: Show
(ঘ) উজ্জ্বল
(viii) ‘উজ্জ্বল জগতে / ……… হেম-কান্তি অম্লান কিরণে!’ –
- (ক) সহাদ্রির
- (খ) হেমাদ্রির
- (গ) কিঙ্করীর
- (ঘ) ধরিত্রীর
উত্তর: Show
(খ) হেমাদ্রির
(ix) ‘উজ্জ্বল জগতে / হেমাদ্রির ………. অম্লান কিরণে!’ –
- (ক) হেমকান্তি
- (খ) অঙ্গকান্তি
- (গ) রজতকান্তি
- (ঘ) স্বর্ণকান্তি
উত্তর: Show
(ক) হেমকান্তি
(x) ‘হেমাদ্রির হেম-কান্তি ……… কিরণে!’ –
- (ক) সৌর
- (খ) অত্যুজ্জ্বল
- (গ) উজ্জ্বল
- (ঘ) অম্লান
উত্তর: Show
(ঘ) অম্লান
(xi) কিন্তু ………… পেয়ে সে মহাপর্বতে।’ –
- (ক) দৈববলে
- (খ) ভাগ্যবলে
- (গ) কপালগুণে
- (ঘ) কর্মফলে
উত্তর: Show
(খ) ভাগ্যবলে
(xii) ‘যে জন আশ্রয় লয় …..……’ –
- (ক) সুবর্ণ-সদনে
- (খ) সুবর্ণ-ভুবনে
- (গ) সুবর্ণ-ভবনে
- (ঘ) সুবর্ণ-চরণে
উত্তর: Show
(ঘ) সুবর্ণ-চরণে
(xiii) ‘সেই জানে কত ……… ধরে কত মতে…’ –
- (ক) রূপ
- (খ) গুণ
- (গ) মায়া
- (ঘ) কায়া
উত্তর: Show
(খ) গুণ
(xiv) ‘সেই জানে কত গুণ ধরে কত মতে / ……..।’ –
- (ক) গিরিশ
- (খ) ক্ষিতিশ
- (গ) দেবেশ
- (ঘ) নরেশ
উত্তর: Show
(ক) গিরিশ
(xv) ‘কি সেবা তার …….!’ –
- (ক) অমৃত নগরে
- (খ) শান্তি কুঞ্জ-এ
- (গ) সুখ ভবনে
- (ঘ) সুখ সদনে
উত্তর: Show
(ঘ) সুখ সদনে
(xvi) (ঘ) ‘দানে ………. ’ –
- (ক) নদী
- (খ) বারি
- (গ) অর্থ
- (ঘ) পুষ্প
উত্তর: Show
(খ) বারি
(xvii) ‘দানে বারি নদী রূপ বিমলা ……….।’ –
- (ক) কিঙ্করী
- (খ) ঈশ্বরী
- (গ) সুন্দরী
- (ঘ) শর্বরী
উত্তর: Show
(ক) কিঙ্করী
(xviii) ‘যোগায় …….. ফল..’ –
- (ক) মাকাল
- (খ) শ্রী
- (গ) অমৃত
- (ঘ) সু
উত্তর: Show
(গ) অমৃত
(xix) ‘যোগায় অমৃত ফল পরম ……….’ –
- (ক) যতনে
- (খ) আদরে
- (গ) খুশিতে
- (ঘ) মমতায়
উত্তর: Show
(খ) আদরে
(xx) ‘দীর্ঘ-শিরঃ ……… ,’ –
- (ক) সৈন্যদল
- (খ) কপিদল
- (গ) ভ্রাতৃদল
- (ঘ) তরুদল
উত্তর: Show
(ঘ) তরুদল
(xxi) ‘দীর্ঘ-শিরঃ তরুদল ……… ধরি।’ –
- (ক) দাসরূপ
- (খ) সাধুরূপ
- (গ) দেবরূপ
- (ঘ) নবরূপ
উত্তর: Show
(ক) দাসরূপ
(xxii) ‘ ……… ফুল-কুল,’ –
- (ক) সুবিমলে
- (খ) অনুকূলে
- (গ) পরিমলে
- (ঘ) সুকোমলে
উত্তর: Show
(গ) পরিমলে
(xxiii) ‘পরিমলে ফুল-কুল, ……… দিশ ভরে,’ –
- (ক) চারি
- (খ) পঞ্চ
- (গ) সকল
- (ঘ) দশ
উত্তর: Show
(ঘ) দশ
(xxiv) ‘……….. শীতল শ্বাসী ছায়া’ –
- (ক) প্রভাতে
- (খ) বিকেলে
- (গ) দিবসে
- (ঘ) নিশিতে
উত্তর: Show
(গ) দিবসে
(xxv) ‘দিবসে শীতল শ্বাসী ছায়া, ……… ’ –
- (ক) মহেশ্বরী
- (খ) বনেশ্বরী
- (গ) ফুলেশ্বরী
- (ঘ) বৃক্ষেশ্বরী
উত্তর: Show
(খ) বনেশ্বরী
(xxvi) ‘নিশায় …….. নিদ্রা,’ –
- (ক) অতল
- (খ) সুশান্ত
- (গ) অশান্ত
- (ঘ) শ্বাপদ
উত্তর: Show
(খ) সুশান্ত
(xxvii) ‘নিশায় সুশান্ত নিদ্রা …… দূর করে।’ –
- (ক) ক্লান্তি
- (খ) শ্রম
- (গ) কষ্ট
- (ঘ) দুঃখ
উত্তর: Show
(ক) ক্লান্তি